সেমিফাইনালে সোনা জয়ের স্বপ্নভঙ্গ বজরং পুনিয়ার, থাকছে ব্রোঞ্জ জেতার সুযোগ

সোনা বা রূপো জয়ের সুযোগ হাতছাড়া হল বজরং পুনিয়ার। সেমি ফাইনালে  হাজি আলিয়েভের বিরুদ্ধে হার ভারতীয় কুস্তিগীরের। শনিবার ব্রোঞ্জ নেডেলের ম্যাচে নামবেন বজরং।
 

Sudip Paul | Published : Aug 6, 2021 9:53 AM IST / Updated: Aug 06 2021, 04:19 PM IST

কুস্তিতে ভারতকে সোনা এনে দেওয়ার লক্ষ্যেই টোকিও পারি দিয়েছিলেন বজরং পুনিয়া। শুরুটাও সেইভাবেই করেছিলেন। প্রথম রাউন্ড ও কোয়ার্টার ফাইনালে দুরন্ত পারফর্ম করে সেমি ফাইনালের টিকিট পাকা করেছিল ভারতীয় তারকা কুস্তিগীর। কিন্ত সেমি ফাইনালে উঠে স্বপ্নভঙ্গ হল বজরং পুনিয়ার। রিও অলিম্পিক্সের ব্রোঞ্জ জয়ী তথা তিন বারের বিশ্বচ্যাম্পিয়ন হাজি আলিয়েভের বিরুদ্দে লড়াই করেও ৫-১১ ব্যবধানে হার স্বীকার করতে হল বজরংকে।

 

 

সেমি ফাইনালে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলে পয়েন্ট তোলার চেষ্টা করেন বজরং পুনিয়া। একটু ধীরে বুঝে শুরু না করাতেই প্রতিপক্ষ অ্যাডভান্টেজ পেয়ে যায় বলে মত বিশেষজ্ঞদের। যদিও ম্যাচে প্রথম পয়েন্ট পান বজরং পুনিয়া। যদিও দ্রুত ম্যাচে ফিরে প্রথম পিরিয়ডেই লিড নিয়ে নেন আজারবাইজানের প্রতিপক্ষ। প্রথম রাউন্ডে ৪-১ ব্যবধানে এগিয়ে যান হাজি। দ্বিতীয় পিরিয়ডে আরও ৮ পয়েন্ট তুলে নেন হাজি আলিয়েভ। ৪ পয়েন্ট বজরং পেলেও শেষ রক্ষা হয়নি। ৫-১২ ব্যবধানে ম্য়াচ হারতে হয় বজরংকে।

 

আরও পড়ুনঃবার্সেলোনায় ২১ বছরে মেসির ২১ রেকর্ড, যা অবাক করবে আপনাকে

আরও পড়ুনঃফুটবল বিশ্বে এক যুগের অবসান, বার্সেলোনা নয় আগামি মরসুমে নতুন ক্লাবে খেলবেন মেসি

আরও পড়ুনঃ১৬ জনের হার না মানা লড়াইয়ে কেটেছে ৪১ বছরের খরা, চিনে নিন ভারতীয় হকি দলের নক্ষত্রদের

সেমি ফাইনাল বাউট হেরে স্বভাবতই হতাশ। প্রো কুস্তি লিগে আজারবাইজানের হাজিকে হারিয়েছিলেন বজরং। কিন্তু অলিম্পিকে তা হল না। তবে পদক জয়ের সুযোগ এখনও থাকছে বজরংয়ের সামনে। শনিবার রেপেচাজ থেকে উঠে আসা কুস্তিগীরের বিরুদ্ধে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে নামবেন বজরং। ফলে সোনা-রূপো না হলেও, টোকিও থেকে খালি হাতে আসতে নারাজ বজরং পুনিয়া। তাই ব্রোঞ্জ জয়কেই এখন পাখির চোখ করেছেন ভারতীয় তারকা কুস্তিগীর।


;

Share this article
click me!