বার্সেলোনায় ২১ বছরে মেসির ২১ রেকর্ড, যা অবাক করবে আপনাকে
| Published : Aug 06 2021, 01:44 PM IST
বার্সেলোনায় ২১ বছরে মেসির ২১ রেকর্ড, যা অবাক করবে আপনাকে
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
121
১. বার্সার ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপাজয়ী- কাতালুনিয়ার দলটির হয়ে এ পর্যন্ত ৩৪টি শিরোপার স্বাদ পেয়েছেন মেসি। দ্বিতীয় স্থানে রয়েছেন মেসির সতীর্থ সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তা। কাম্প ন্যুউ ছেড়ে যাওয়ার আগে ৩২টি ট্রফি জিতেছিলেন তিনি। মেসির ৩৪টি ট্রফির মধ্যে অন্যতম হল ১০টি লা লিগা খেতাব, ৭টি কোপা ডেল রে, ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, ৩টি ক্লাব ওয়ার্ল্ড কাপ
221
২. বার্সার হয়ে সর্বোচ্চ গোল- প্রতিযোগিতামূলক ম্যাচে বার্সেলোনার হয়ে সেসার রদ্রিগেসের (১৯৩৯-১৯৫৫) গড়া ২৩২ গোলের রেকর্ড টিকেছিল অর্ধ শতাব্দীরও বেশি সময়। অবশ্য এই সময়কালের মাঝে কয়েক বছর গ্রানাদা ও এস্পানিওলে ধারে খেলেছিলেন রদ্রিগেস। ২০১২ সালের মার্চে গ্রানাদার বিপক্ষে হ্যাটট্রিক করে রদ্রিগেসের রেকর্ড স্পর্শ করেন মেসি। ৮১০টি ম্যাচে ৬৮৩ গোল নিয়ে বর্তমানে তিনি দলের সর্বোচ্চ গোলদাতা।
321
৩. লা লিগার সর্বোচ্চ গোলদাতা- ২০১৪ সালের ২২ নভেম্বর তেলমো সাররাকে (আথলেতিক বিলবাও, ১৯৪০-৫৫) টপকে লা লিগার সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে বসেন মেসি। রেকর্ডটিও গড়েছিলেন রাজকীয়ভাবে। সেভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ২৮৯ ম্যাচে ২৫৩ গোল নিয়ে চূড়ায় উঠেছিলেন তিনি।
421
Lionel Messi
521
৫. লা লিগার সবচেয়ে বেশি হ্যাটট্রিক- ২০১৯ সালের ৭ ডিসেম্বর রিয়াল মায়োর্কার বিপক্ষে বার্সেলোনার ৫-২ ব্যবধানে জেতা লিগ ম্যাচে সর্বশেষ হ্যাটট্রিক করেছিলেন মেসি। এরই সঙ্গে ক্রিস্তিয়ানো রোনালদোকে (৩৪টি) পেছনে ফেলে স্পেনের শীর্ষ লিগে সর্বোচ্চ হ্যাটট্রিকের (৩৫টি) একক মালিক বনে যান তিনি।
621
৬. সবচেয়ে বেশি ব্যালন ডি’অর- ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫ ও ২০১৯- মোট ছয়বার ব্যালন ডি’অর জিতেছেন মেসি। সবচেয়ে কম বয়সে তিনবার এই পদক জিতেছিলেন, একমাত্র খেলোয়াড় হিসেবে টানা চারবার এ মুকুট জয়ের কৃতিত্বও তার। মেসির প্রথম ও শেষ ব্যালন ডি’অর জয়ের মাঝে সময়ের ব্যবধান ১০ বছর, যা সর্বোচ্চ।
721
৭. চ্যাম্পিয়নস লিগে হ্যাটট্রিক- চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে অনন্য নজির সৃষ্টি করেছেন এলএমটেন। একটি, দুটি নয় চ্যাম্পিয়নস লিগে মেসি করেছেন আটটি হ্যাটট্রিক। যেই রেকর্ড ভাঙা অসম্ভব প্রায়।
821
৮. ৭ বার পিচিচি ট্রফি- লা লিগায় সাতবার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফি জিতেছেন মেসি। গত মৌসুমে সর্বোচ্চ গোলদাতা হয়ে তেলমো সাররার ছয় বার জয়ের রেকর্ড ছাপিয়ে যান তিনি।
921
৯. রেকর্ড গোল্ডেন বুট- ইউরোপের শীর্ষ পাঁচ লিগের হিসেবে ছয়বার সবচেয়ে বেশি গোলের কীর্তি গড়েছেন মেসি। জিতেছেন ইউরোপিয়ান গোল্ডেন শু; ২০০৯-১০, ২০১১-১২, ২০১২-১৩, ২০১৬-১৭, ২০১৭-১৮ ও ২০১৮-১৯ মৌসুমে এ সাফল্য পান তিনি।
1021
১০. লা লিগায় সবচেয়ে বেশি প্রতিপক্ষের বিপক্ষে গোল- বর্ণিল ক্যারিয়ারে লা লিগায় এ পর্যন্ত ৩৭টি দলের বিপক্ষে গোলের আনন্দে ডানা মেলেছেন মেসি। স্প্যানিশ ফুটবলে এর চেয়ে বেশি প্রতিপক্ষের বিপক্ষে গোল নেই আর কারো।
1121
১১. চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি প্রতিপক্ষের বিপক্ষে গোল- লা লিগার মতো ইউরোপ সেরার লড়াই চ্যাম্পিয়ন্স লিগেও সবচেয়ে বেশি দলের বিপক্ষে গোলের কৃতিত্ব মেসির। ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড এ পর্যন্ত ৩৫টি দলের জালে বল পাঠিয়েছেন।
1221
১২. প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে এক ম্যাচে ৫ গোল- ২০১২ সালের ৭ মার্চে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এক ম্যাচে পাঁচ গোলের কীর্তি গড়েন মেসি; প্রতিপক্ষ ছিল বেয়ার লেভারকুজেন। পরে ব্রাজিলের স্ট্রাইকার লুইস আদ্রিয়ানোও শাখতার দোনেৎস্ক-এর হয়ে ২০১৪ সালে এক ম্যাচে পাঁচ গোল করেন।
1321
১৩. এক বর্ষপঞ্জিতে সবচেয়ে বেশি গোল- ২০১২ সালে এই রেকর্ড গড়েছিলেন মেসি। বার্সেলোনা ও আর্জেন্টিনার হয়ে ৯১ গোল করে পেছনে ফেলেছিলেন জার্ড মুলারের আগের রেকর্ড। ওই বছরই ইউরোপীয় ফুটবলের ইতিহাসে এক মরসুমে ৭৩টি গোল করেও নজির গড়েছিলেন মেসি।
1421
১৪. এল ক্লাসিকোয় সর্বোচ্চ গোলদাতা- স্পেনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যেকার দ্বৈরথ ক্লাসিকোয় ২৬ গোল করেছেন মেসি। এর মধ্যে রিয়ালের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়েই ১৫ বার পেয়েছেন জালের দেখা।
1521
১৫. লা লিগায় টানা গোলের রেকর্ড- ২০১২ সালের নভেম্বর থেকে ২০১৩ সালের মে মাস পর্যন্ত লা লিগায় টানা ২১ ম্যাচে গোল করে রেকর্ডটি গড়েন মেসি। যেই রেকর্ড এখনও পর্যন্ত ভাঙতে পারেননি কোনও ফুটবল তারকা।
1621
১৬. লা লিগায় টানা ১৪ মরসুমে দুই অঙ্কের গোলের কীর্তি- মেসি প্রতিটি মরসুমে কতটা ধারাবাহিকভাবে গোল করে গিয়েছেন নিজের কেরিয়ারে, এই রেকর্ড তারই প্রমাণ। লা লিগার ইতিহাসে টানা ১৪ মরসুম ১০ বা তার চেয়ে বেশি গোল করেছেন আধুনিক ফুটবেলর জাদুকর।
1721
১৭. টানা ১০ মরসুম ৪০-এর বেশি গোল সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ মৌসুম ৪০ বা তার বেশি গোল করার কৃতিত্ব দেখিয়েছেন মেসি: ২০০৯-১০ (৪৭টি), ২০১০-১১ (৫৩টি), ২০১১-১২ (৭৩টি), ২০১২-১৩ (৬০টি), ২০১৩-১৪ (৪১টি), ২০১৪-১৫ (৫৮টি), ২০১৫-১৬ (৪১টি), ২০১৬-১৭ (৫৪টি), ২০১৭-১৮ (৪৫টি) ও ২০১৮-১৯ (৫১টি)।
1821
১৮. এক সপ্তাহে সবথেকে বেশি গোল- এক সপ্তাহে করা গোলের নিরিখেও শীর্ষে রয়েছে লিওনেল মেসির নাম। ২০১০ সালে এক সপ্তাহে ১০টি গোল করেন আধুনিক ফুটবলের যাদুকর। যেই রেকর্ড এখনও অটুট।
1921
১৯. সবচেয়ে বেশিবার ‘পুসকাস অ্যাওয়ার্ডের’ জন্য মনোনীত- দর্শনীয় গোলের জন্য দেওয়া পুসকাস অ্যাওয়ার্ডে সর্বোচ্চ সাতবার মনোনীত হয়েছেন মেসি। বিস্ময়কর শোনালেও সত্যি, মনোনয়নে রেকর্ড গড়লেও পুরস্কারটি আজও জেতা হয়নি ফুটবল মহাতারকার।
2021
২০. লা লিগায় এক মরসুমে সবচেয়ে বেশি অ্যাসিস্ট- গোল করার পাশাপাশি গোল করানোতেও পারদর্শী মেসি। ২০১৯-২০ মরসুমে সতীর্থদের ২০টি গোলে অবদান রেখে ২০০৮-০৯ মৌসুমে অপর বার্সা তারকা জাভির গড়া অ্যাসিস্টের রেকর্ড স্পর্শ করেন মেসি।