টোকিও প্যারালিম্পিক্সে ভারতের পদক জয়ের আশা, টিটিতে শেষ আটে ভাবিনা প্যাটেল

টোকিও প্যারালিম্পিক্সে ভারতের পদক জয়ের আশা। টেবিল টেনিসে কোয়ার্টার ফাইনালে ভাবিনা প্যাটেল। শেষ ষোলোর লড়াইয়ে ৩-০ ব্যবধানে হারালেন ব্রাজিলের প্রতিপক্ষকে।

Asianet News Bangla | Published : Aug 27, 2021 5:35 AM IST

টোকিও প্যারালিম্পিক্সে এবার সবথেকে বড় ৫৪ জনের দল পাঠিয়েছে। মোট ৯টি বিভাগে অংশ নিচ্ছেন ভারতীয় অ্যাথলিটরা। ইতিমধ্যেই টেবিল টেনিসে পদক জয়ের আশা দেখাচ্ছেন ভাবিনা হাসমুখভাই প্য়াটেল। টেবিল টেনিসের কোয়ার্টার ফাইনালে নিজের জায়গা পাকা করে ফেলেছেন ভারতীয় প্যাডলার। প্রতিযোগিতার প্রথম থেকেই ছন্দে রয়েছেন ভাবিনা। শেষ ষোলোর লড়াইয়ে ব্রাজিলের কঠিন প্রতিপক্ষকে ৩-০ ব্যবধানে হারিয়ে দেন ভাবিনা প্যাটেল।

ম্যাচের শুরুতে ভাবিনার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল ব্রাজিলের প্রতিপক্ষ। একসময় পর্যন্ত খেলার ফলল ছিল ১০-১০। শেষ পর্যন্ত নিজের অভিজ্ঞতার পরিচয় দিয়ে ১২-১০ ব্যবধানে প্রথম সেট নিজের নামে করেন ভাবিনা। দ্বিতীয় সেটেও রুদ্ধশ্বাস লড়াই চলে দুই প্রতিপক্ষের মধ্যে। সেখানেও ১৩-১১ ব্যবধানে সেট জিতে নেন ভারতীয় প্যারা অ্যাথলিট। তৃতীয় গেমে অবশ্য প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি ভাবিনা প্যাটেল। ১১-৬ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে পৌছে গেলেন তিনি।

 

 

এর আগে প্রথম ম্যাচে  ব্রিটেনের মেগান শ্যাকলেটনকে কঠিন লড়াইয়ের পর পরাজিত করে শেষ ষোলোয় পৌছেছিলেন ভাবিনা প্যাটেল। ৪১ মিনিটের ম্যাচে  ১১-৭, ৯-১১, ১৭-১৫, ১৩-১১ ব্যবধানে শেষ হাসি হাসেন ভারতীয় প্যাডলার। শুক্রবার বিকেলেই সেমি ফাইনালে ওঠার লড়াইয়ে নামবেন ভাবিনা। তার আগে ভারতীয় প্য়াডলারকে শুভেচ্ছা জানিয়েছেন সকলেই। আর দুটি বাঁধা অতিক্রিম করতে পারলেই টিটিতে পদক নিশ্চিৎ হয়ে যাবে ভারতের।

Share this article
click me!