প্যারালিম্পিক্সে ইতিহাস তৈরি করলেন ভাবিনা প্যাটেল, নিশ্চিৎ ভারতের প্রথম পদক

টোকিও প্যারালিম্পিক্সে প্রথম পদক নিশ্চিৎ করল ভারত। টেবিল টেনিসে সেমি ফাইনালে উঠলেন ভারতীয় প্য়াডলার ভাবিনা প্য়াটেল। সেমিতে জিতলে থাকছে সোনা বা রূপো জয়ের সুযোগ।
 

Asianet News Bangla | Published : Aug 27, 2021 2:24 PM IST

টোকিও ২০২০ প্যারালিম্পিক্সে ইতিহাস তৈরি করলেন ভারতীয় প্যাডলার ভাবিনা প্যাটেল। প্রথম ভারতীয় মহিলা হিসেবে টেবল টেনিসের সেমি ফাইনালে পৌছলেন তিনি। কোয়ার্টার ফাইনালে হারালেন সার্বিয়ার পেরিচ রাঙ্কোভিচকে।  একইসঙ্গে এবারের প্যারালিম্পিক্সে ভারতের প্রথম পদক এনে দিলেন ভাবিনা প্যাটেল। ব্রোঞ্জ জয় নিশ্চিৎ করলেন ভারতীয় প্যারা টেবিল টেনিস তারকা। সেমি ফাইনালে জিতলে থাকছে রূপো বা সোনা জয়ের সুযোগ থাকছে ভাবিনার কাছে।

 

 

শুক্রবার সেমি ফাইনালে বিশ্বের ৫ নম্বরে থাকা সার্বিয়ার পেরিচ রাঙ্কোভিচের বিরুদ্ধে অনবদ্য খেলেন ভাবিনা প্যাটেল। কোয়ার্টার ফাইনালের লড়াইে  সার্বিয়ার প্রতিপক্ষকে কার্যত দাঁড়াতেই দেননি ভারতীয় প্যাডলার। প্রথম সেট ১১-৫ ব্যবধানে জিতে নেন ভাবিনা। দ্বিতীয় ও তৃতীয় সেটও অনায়াসে জিতে নেন তিনি। খেলার ফল ১১-৬, ১১-৭। ৩-০ ব্যবধানে ম্যাচ জয়ের পর ভাবিনা প্যাটেল বলেন,'আমাদের কোচ বিপক্ষের শরীর লক্ষ্য করে খেলার পরামর্শ দিয়েছিলেন। সেই পরামর্শ মেনে খেলার জন্যই সাফল্য পেলাম। তাই বিশ্বের দুই নম্বরের বিরুদ্ধে খেলতে হলেও বাড়তি চাপ নিতে যাইনি। শুধু মন দিয়ে নিজের খেলাটা খেলে গিয়েছি।' 

 

 

প্রতিযোগিতার প্রথম থেকেই ছন্দে রয়েছেন ভাবিনা প্যাটেল। প্রথম ম্য়াচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হারান ব্রিটেনের মেগান শ্যাকলেটনকে। শেষ ষোলোর লড়াইয়ে হারান ব্রাজিলের জয়েস দে অলিভিয়েরাকে। এই জয়ের ফলে ফলে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন ভারতীয় প্যাডলার। ফাইনালে ওঠাই লক্ষ্য ভাবিনা প্যাটেলের।

Share this article
click me!