ভারতের হয়ে অলিম্পিকে প্রতিনিধিত্ব, মহাভারতের ভীম খ্য়াত প্রবীণের অজানা কাহিনি

প্রয়াত (Passes Away) হলেন বি আর চোপড়ার (B R Chopra) মহাভারতের (Mahabharat) ভীম চরিত্রের অভিনেতা প্রবীণ কুমার সোবতি (Praveen kumar Sobti)। হৃদরোগে আক্রান্ত (Heart Attack)হয়ে প্রয়াত হন তিনি। অভিনের পাশাপাশি ক্রীড়াবিদ হিসেবেও যথেষ্ট খ্যাতি ছিল তাঁর। জানুন সেই কাহিনি। 
 

বি আর চোপড়ার (B R Chopra) মহাভারত তাঁর জনপ্রিয়তাকে শীর্ষে পৌছে দিয়েছিল। মহাভারতের (Mahabharat) ভীম চরিত্রকে পর্দায় জীবন্ত করে তুলেছিলেন তিনি।  নব্বইয়ের দশকের মহাভারতের চরিত্রগুলি এখনও সকলের স্মৃতির মণিকোঠায় অমলিন। সেই 'পঞ্চ পাণ্ডব'-এর দ্বিতীয় পাণ্ডব 'ভীম' এবার মহাপ্রস্থানের পথে। প্রয়াত হলেন মহাবলী ভীমের চরিত্রের অভিনেতা প্রবীণ কুমার সোবতি (Praveen kumar Sobti)। হৃদরোগে আক্রান্ত (Heart Attack) হয়ে ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিখ্য়াত অভিনেতা।  বিগত কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন তিনি। গত বছরের ডিসেম্বর থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে প্রবীণ কুমারের। বাড়িতেই ছিলেন তিনি। চিকিৎসকের কথা মত  খাওয়া-দাওয়ায় অনেক ধরনের বিধিনিষেধ মেনে চলছিলেন তিনি। তাঁর দেখাশোনা করতেন স্ত্রী বীণা। মঙ্গলবার সকালে মৃত্যুর খবর মেলে প্রবীণ কুমার সোবতি।

Latest Videos

শুধু 'মহাভারত' নয় একাধিক ছবিতে অভিনয় করেছেন প্রয়াত প্রবীণ কুমার সোবতি। তার মধ্যে অন্যতম হল অমিতাভ বচ্চন অভিনীত 'শাহেনশাহ' এবং ধর্মেন্দ্রর 'লোহা', 'আজ কা অর্জুন', 'আজুবা', 'ঘায়েল'-এর মতো জনপ্রিয় সিনেমা। অভিনয়ের পাশাপাশি খেলাধুলার জগতেও তারকা ছিলেন ছিলেন  ৬ ফুট ৬ ইঞ্চির পঞ্জাবের প্রবীণ কুমার। দেশের নাম উজ্জ্বল করেছেন আন্তর্জাতিক মঞ্চে।  এশিয়ান গেমসে (Asian Games)জোড়া সোনা, একটি রুপো এবং একটি ব্রোঞ্জের পদক জিতেছেন। ১৯৬৮ সালে মেক্সিকো এবং ১৯৭২ সালে মিউনিখ অলিম্পিকে (Olympics)দেশের প্রতিনিধিত্ব করেন এই ডিসকাস ও হ্যামার থ্রোয়ার। পদক জিতেছেন কমনওয়েলথ গেমসেও (Commonwealth Games)। অনেকেই হয়তো জানেন না, তাঁকে অর্জুন পুরস্কারেও (Arjuna Awards) সম্মানিত করা হয়েছিল অসাধারণ ক্রীড়াবীদ হিসেবে। এই খেলার দৌলতেই বিএসএফ-এ চাকরি পান প্রবীণ। পরে অভিনয় করার সিদ্ধান্ত নেন। কিন্তু অলিম্পিকে পদক জয়ের স্বপ্ন অধরা থাকার যন্ত্রণা তাকে ব্যথিত করত বলে জানিয়েছিলেন প্রবীণ কুমার সোবতি।

এক সাক্ষাৎকারে 'মহাবলী ভীম' প্রবীণ সোবতি জানিয়েছিলেন,  "ফিল্ম ইন্ডাস্ট্রি আমাকে অনেক কিছুই দিয়েছে। কিন্তু স্পোর্টস আমার প্রথম প্রেম। আমি আজও সেই মুহূর্তগুলো মনে করি। আমি পোডিয়ামে দাঁড়িয়ে , আমার গলায় মেডেল ঝুলছে.. একটা অন্যরকমের অনুভূতি। কোনও কিছুই সেটাকে ছাপিয়ে যেতে পারবে না। একজন স্পোর্টস পারসনের থেকে এটা কেউ কেড়ে নিতে পারে না।" সেই সঙ্গে তিনি আরও বলেন, "আমরা সেই সময়(খেলা থেকে) প্রচুর অর্থ উপার্জন করতাম না। কিন্তু অনেক খ্যাতি অর্জন করেছি। সম্মান পেয়েছি। সেইসময় লোকজন অ্যাথলেটিক্স দেখতে ভিড় জমাতেন। আমরা নিজেদের তারকা ভাবতাম। কিন্তু এখন ছবিটা পাল্টে গেছে। অনেক টাকা কিন্তু খ্যাতি নেই।" সেই সঙ্গেই আক্ষেপের সুরে বলেন, "এশিয়ান গেমস-কমনওয়েলথ গেমসে আমার পদক আছে। কিন্তু একটা অলিম্পিক পদক জিততে পারিনি। এই একটা স্বপ্ন অপূর্ণ থেকে গেল!" মঙ্গলবার প্রবীণ কুমার সোবতির প্রয়াণের খবর আসার পর শোকস্তব্ধ অভিনয় থেকে ক্রীড়া জগৎ। 
 

Share this article
click me!

Latest Videos

মালদার মোথাবাড়ির ভিডিও শেয়ার করায় কয়েকজন হিন্দু যুবককে গ্রেফতার, ক্ষোভ উগরালেন অগ্নিমিত্রা
বন্ধ ইন্টারনেট! থমথমে মোথাবাড়ি, গ্রেফতার ৩৪, সতর্ক প্রশাসন | Mothabari Latest Update | Malda News
Basanti News: স্বামীর মৃত্যুর পর শুরু নরকযন্ত্রণা! কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এইরকম করল ভাসুর-দেওর
কাঁথিতে হাতাহাতি! সামান্য সমবায়ের ভোটেও তৃণমূলের 'দাদাগিরি'! দেখুন | Purba Medinipur News | Contai
ব্যাংকক থেকে ফিরেও শিউরে উঠছেন ভূমিকম্পের কথা ভেবে, দেখুন কী বলছেন তাঁরা | Thailand Earthquake