কমনওয়েলথের সপ্তম দিনে কোন বিভাগে কটি পদক জয়ের সুযোগ রয়েছে ভারতের, দেখে নিন বিস্তারিত সূচি

কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) সপ্তম দিনে একাধিক বিভাগে পদক জয়েক সুযোগ রয়েছে ভারতীয় দলের (Indian Team) সামনে। দেখে নিন সপ্তম দিনে ভারতের পুরো সূচি। 
 

কমনওয়েলথ গেমস ২০২২ -এ ভারতীয় দল তাদের জয়যাত্রা অব্যাহত রেখেছেন। ষষ্ঠ দিন পর্যন্ত ভারতের ঝুলিতে রয়েছে মোট ১৮টি পদক। তারমধ্যে রয়েছে ৫টি গোল্ড মেডেল, ৬টি সিলভার মেডেল, ৭টি ব্রোঞ্জ মেডেল জিতেছেন। গেমসের সপ্তম দিনেও একাধিক বিভাগে পদক জয়ের সুযোগ রয়েছে ভারতীয় দলের সামনে। তারমধ্যে বক্সিং অন্যতম। সপ্তম দিনেও ভারতীয় ক্রীড়াবিদদের থেকে একাধিক পদক পাওয়ার আশায় গোটা দেশ। সপ্তম দিনে কোন কোন বিভাগে কখন নামতে চলেছে ভারতীয় অ্যাথলিটরা দেখে নিন এক ঝলকে।

কমনওয়েলথ গেমসের সপ্তম দিনে ভারতের ক্রীড়াসূচি।

Latest Videos

অ্যাথলেটিক্স-

দুপুর আড়াইটে- মহিলাদের হ্যামার থ্রো-এর কোয়ালিফাইং রাউন্ড - সরিতা সিং, মঞ্জু বালা

দুপুর ৩টে ৩ মিনিটে - মহিলাদের ২০০ মিটার রাউন্ড ১ হিট ২ - হিমা দাস

মাঝরাত ১২টা ১২মিনিট- পুরুষদের লং জাম্প ফাইনাল - মুরালি শ্রীশঙ্কর, মুহম্মদ আনিস ইয়াহিয়া

বক্সিং-

বিকেল ৪টে ৪৫- অমিত পাঙ্গাল (৪৮-৫১ কেজি+ কোয়ার্টার ফাইনাল)

সন্ধ্যে ৬টা ১৫ মিনিট - জেসমিন ল্যাম্বোরিয়া (৬৭-৭০ কেজি+ কোয়ার্টার ফাইনাল)

রাত ৮টা - সাগর আহলাওয়াত (৯২ কেজি+ কোয়ার্টার ফাইনাল)

মাঝরাত সাড়ে ১২টা- রোহিত টোকাস (৬৩.৫-৬৭ কেজি কোয়ার্টার ফাইনাল)

রিদিমিক জিমন্যাস্টিক-

বিকেল সাড়ে চারটে থেকে বাভলিন কউর - ব্যক্তিগত সাব ডিভিশন ১ কোয়ালিফিকেশন

পুরুষদের হকি-

সন্ধ্যে ৬:৩০ - ভারত বনাম ওয়েলস

লন বল-

বিকাল ৪টে - মৃদুল বোরগোহাঁই (পুরুষ সিঙ্গলস)

স্কোয়াশ-

বিকাল সাড়ে ৫টে - সুনয়না সারা কুরুভিলা/আনাহাত সিং (মহিলা ডাবলস রাউন্ড ৩২)

সন্ধ্যা ৬টা - সিঁথিলকুমার ভালাভান/অভয় সিং (পুরুষ ডাবলস রাউন্ড ৩২)

সন্ধ্যে ৭টা - দীপিকা পল্লিকাল/সৌরভ ঘোষাল (মিক্সড ডাবলস রাউন্ড ১৬)

রাত ১১টা - জোৎস্না চিনাপ্পা/হরপিন্দর পাল সিং সান্ধু (মিক্সড ডাবলস রাউন্ড ১৬)

মাঝরাত সাড়ে ১২টা - জোৎস্না চিনাপ্পা/দীপিকা পাল্লিকাল (মহিলা ডাবলস রাউন্ড ১৬)

টেবল টেনিস- (রাত সাড়ে ৮টা থেকে)

সানিল শেঠি/রিথ টেনশন - (মিক্সড ডাবলস রাউন্ড ৬৪)

সাথিয়ান জ্ঞানসেকরন/মানিকা বাত্রা - (মিক্সড ডাবলস রাউন্ড ৩২)

শরথ কমল/শ্রীজা আকুলা - (মিক্সড ডাবলস রাউন্ড ৩২)

রিথ টেনিসন, শ্রীজা আকুলা, মানিকা বাত্রা - (মহিলাদের সিঙ্গলস রাউন্ড ৩২)

হরমিত দেশাই/সানিল শেঠি এবং শরথ কমল/সাথিয়ান জ্ঞানসেকরন - (মিক্সড ডাবলস রাউন্ড ৩২)

প্যারা টেবিল টেনিস-

দুপুর ৩টে ৪৫ মিনিট - ভবানী হাসমুখভাই প্যাটেল (মহিলা সিঙ্গলস ক্লাস ৩-৫ গ্রুপ ১)

দুপুর ৩টে ৪৫ মিনিট - বেবি সাহানা রবি (মহিলা সিঙ্গলস ক্লাস ৬-১০ গ্রুপ ১)

বিকেল ৪টে ২০ মিনিট- সোনালবেন মনুভাই প্যাটেল (মহিলা সিঙ্গলস ক্লাস ৩-৫ গ্রুপ ২)

বিকাল সাড়ে ৫টা - রাজ অরবিন্দন আলাগার (পুরুষ সিঙ্গলস ক্লাস ৩-৫ গ্রুপ ১)

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari