কমনওয়েলথ গেমসে ভারতীয় দলের পূর্ণাঙ্গ সূচি, কখন কোথায় দেখবেন খেলা, জেনে নিন বিস্তারিত

২৮ জুলাই থেকে শুরু হচ্ছে  কমনওয়েলথ গেমস ২০২২ (Commonwealth Games 2022) ।  ভারতের মোট ২১৩ জন অ্যাথলিট অংশ নিচ্ছেন গেমসে। দেখে নিন ভারতীয় দলের পুরো সূচি (Indian team Fixture) কোথায় ও কথন দেখবেন খেলা। 
 

২৮ জুলাই থেকে শুরু হতে চলেছে কমনওয়েলথ গেমস ২০২২। চলবে ৮ অগাস্ট পর্যন্ত। এবার গেমসে মোট ২১৩ জন ভারতীয় ক্রীড়াবিদ অংশ নিতে চলেছে। নীরজ চোপড়া সহ আরও বেশ কিছু তারকা অ্যাথলিট নানা কারণে কমনওয়েলথ থেকে ছিটকে গেলেও বাকি অ্যাথলিটরা নিজেদের সেরাটা দিয়ে পদক জিততে বদ্ধপরিকর। এবারের কমনওয়েলথ গেমসে ৭২টি দেশের ৪৫০০ জনের বেশি খেলোয়াড় অংশ নিচ্ছেন। মোট ১৯টি খেলা হবে এবং অ্যাথলিটরা ২৮৩টি পদক জিততে পারবেন।  ২৪ বছর পর এবার ক্রিকেটও কমনওয়েলথ গেমসে প্রবেশ করেছে। যেখানে প্রথমবার খেলতে দেখা যাবে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে। 

কোথায় দেখবেন কমনওয়েলথ গেমসের খেলা-
কমনওয়েলথ গেমস ২০২২-এর লাইভ স্ট্রিমিং সোনি স্পোর্টসে করা হবে। সোনি নেটওয়ার্কের একাধিতক স্পোর্টস চ্যানেলে দেখানো হবে লাইভ খেলাগুলি। এছাড়াও, দর্শকরা এটি সনি লাইভ অ্যাপে অঅনলাই ন লাইভ স্ট্রিম করতে পারবেন। এবারের গেমসের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে শুক্রবার, ২৯ জুলাই ভারতীয় সময় বিকেল ৩:০০ টায়।

Latest Videos

কমনওয়েলথ গেমসে ভারতের সূচি-

মহিলা ক্রিকেট-
২৯ জুলাই
ভারত বনাম অস্ট্রেলিয়া
৩১ জুলাই
ভারত বনাম পাকিস্তান
৩ আগস্ট
ভারত বনাম বার্বাডোজ
৬ আগস্ট
সেমি ফাইনাল
৭ আগস্ট
ফাইনাল এবং ব্রোঞ্জ পদক

পুরুষদের হকি-
৩১ জুলাই
ভারত বনাম ঘানা
১ আগস্ট
ভারত বনাম ইংল্যান্ড
৩ আগস্ট
ভারত বনাম কানাডা
৪ আগস্ট
ভারত বনাম ওয়েলস

মহিলাদের হকি-
২৯ জুলাই
ভারত বনাম ঘানা
৩০ জুলাই
ভারত বনাম ওয়েলস
২ আগস্ট
ভারত বনাম ইংল্যান্ড
৩আগস্ট
ভারত বনাম কানাডা

ব্যাডমিন্টন-

২৯ জুলাই

অশ্বিনী পোনাপ্পা-বি সুমিত রেড্ডি : মিক্সড ডাবলস

৩ অগস্ট

পিভি সিন্ধু : মহিলাদের সিঙ্গলস

আকর্ষী কাশ্যপ : মহিলাদের সিঙ্গলস

লক্ষ্য সেন : পুরুষদের সিঙ্গলস

কিদাম্বি শ্রীকান্ত : পুরুষদের সিঙ্গলস

৪ অগস্ট

তৃষা জলি : মহিলাদের ডাবলস

গায়ত্রী গোপীচাঁদ : মহিলাদের ডাবলস

সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি : পুরুষদের ডাবলস

চিরাগ শেট্টি : পুরুষদের ডাবলস

বক্সিং-

৩০ জুলাই

অমিত পাঙ্ঘাল : পুরুষদের ৫১ কেজি বিভাগ

মহম্মদ হুসামুদ্দিন : পুরুষদের ৫৭ কেজি বিভাগ

শিব থাপা : পুরুষদের ৬৩.৫ কেজি বিভাগ

রোহিত টোকাস : পুরুষদের ৬৭ কেজি বিভাগ

সুমিত কুণ্ডু : পুরুষদের ৭৫ কেজি বিভাগ

আশিস চৌধুরি : পুরুষদের ৮০ কেজি বিভাগ

সঞ্জীৎ কুমার : পুরুষদের ৯২ কেজি বিভাগ

সাগর অহলত : পুরুষদের ৯২+ কেজি বিভাগ

নীতু ঘাঙ্গাস : মহিলাদের ৪৮ কেজি বিভাগ

নিখাত জরিন : মহিলাদের ৫০ কেজি বিভাগ

জেসমিন লাম্বোরিয়া : মহিলাদের ৬০ কেজি বিভাগ

লভলিনা বোরগোহাই : মহিলাদের ৭০ কেজি বিভাগ

টেবিল টেনিস-

পুরুষদের দলগত বিভাগ

২৯ জুলাই প্রথম ও দ্বিতীয় রাউন্ড

৩০ জুলাই তৃতীয় রাউন্ড

৩১ জুলাই কোয়ার্টার ফাইনাল

১ অগস্ট সেমিফাইনাল

২ অগস্ট ফাইনাল

মহিলাদের দলগত বিভাগ

২৯ জুলাই প্রথম ও দ্বিতীয় রাউন্ড

৩০ জুলাই তৃতীয় রাউন্ড ও কোয়ার্টার ফাইনাল

৩১ জুলাই সেমিফাইনাল

১ অগস্ট ফাইনাল

ভারোত্তলন-

৩০ জুলাই

মীরবাই চানু : মহিলাদের ৫৫ কেজি বিভাগ

সঙ্কেত মহাদেব : পুরুষদের ৫৫ কেজি বিভাগ

চানামবম ঋষিকান্ত সিং : পুরুষদের ৫৫ কেজি বিভাগ

৩১ জুলাই

বিন্দিয়ারানি দেবী : মহিলাদের ৫৯ কেজি বিভাগ

জেরেমি লালরিনুঙ্গা : পুরুষদের ৬৭ কেজি বিভাগ

অচিন্ত শিউলি : পুরুষদের ৭৩ কেজি বিভাগ

১ অগস্ট

পপি হাজারিকা : মহিলাদের ৬৪ কেজি বিভাগ

অজয় সিং : পুরুষদের ৮১ কেজি বিভাগ

২ অগস্ট

ঊষা কুমারা : মহিলাদের ৮৭ কেজি বিভাগ

পূর্ণিমা পান্ডে : মহিলাদের ৮৭+ কেজি বিভাগ

বিকাশ ঠাকুর : পুরুষদের ৯৬ কেজি বিভাগ

রাগালা ভেঙ্কট রাহুল : পুরুষদের ৯৬ কেজি বিভাগ

কুস্তি-

৫ অগস্ট

বজরং পুনিয়া : পুরুষদের ৬৫ কেজি বিভাগ

দীপক পুনিয়া : পুরুষদের ৮৬ কেজি বিভাগ

মোহিত গ্রেওয়াল : পুরুষদের ১২৫ কেজি বিভাগ

অংশু মালিক : মহিলাদের ৫৭ কেজি বিভাগ

সাক্ষী মালিক : মহিলাদের ৬২ কেজি বিভাগ

দিব্যা কাকরণ : মহিলাদের ৬৮ কেজি বিভাগ

৬ অগস্ট

রবি কুমার দাহিয়া : পুরুষদের ৫৭ কেজি বিভাগ

নবীন : পুরুষদের ৭৪ কেজি বিভাগ

দীপক : পুরুষদের ৯৭ কেজি বিভাগ

পূজা গেহলট : মহিলাদের ৫০ কেজি বিভাগ

বীনেশ ফোগট : মহিলাদের ৫৩ কেজি বিভাগ

পূজা সিহাগ : মহিলাদের ৭৬ কেজি বিভাগ

আরও পড়ুনঃকমনওয়লথ গেমসে কোন ১০ জন ভারতীয় জিততে পারে পদক, দেখে নিন এক ঝলকে

আরও পড়ুনঃশুধু নীরজ চোপড়া নয়, মোট ১১ জন তারকা ভারতীয় অ্যাথলিট নেই কমনওয়েলথ গেমসে

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
হাড়োয়ায় তৃণমূল জিততেই বিজেপি প্রার্থীর জমি তচনচ, ক্ষোভ উগরে যা বললেন Samik Bhattacharya
'ভোট ব্যাঙ্কের জন্যই WAQF Board তৈরি করেছে Congress' বিস্ফোরক PM Modi | PM Modi Speech
Live | India vs Australia : পারথে সাড়ে তিন দিনে টেস্ট জয়, বিদেশের মাটিতে ভারতের সেরা সাফল্য?
সংসদে শীতকালীন অধিবেশন শুরু! তার আগেই বিরোধীদের কড়া বার্তা PM Modi | Parliament Winter Session 2024