দাবায় ১৮৭ দেশের 'বিশ্বযুদ্ধ', বৃহস্পতিবার উদ্বোধনে থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

২৮ জুলাই থেকে চেন্নাইয়ে শুরু হতে চলেছে দাবা অলিম্পিয়াড (Chess olympiad 2022) । ১৮৭টি দেশের প্রতিযোগীরা অংশ  নেবে প্রতিযেগিতায়। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। 

আর কয়ের দিনের অপেক্ষা। তারপর ভারতীয় ক্রীড়ে ক্ষেত্রে আরও এক মাহেন্দ্রক্ষণ। ২৮ জুলাই থেকে চেন্নাইয়ে শুরু হতে চলেছে দাবা অলিম্পিয়াড। বছর কয়েক পর ১০০ বছর হবে দাবা অলিম্পিয়াডের। তার ঠিক আগে প্রথম বার ভারতে অনুষ্ঠিত হতে চলেছে এই ঐতিহাসিক ঐতিহ্যশালী প্রতিযোগিতা। ১০ অগাস্ট পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। এ বারের প্রতিযোগিতায় ১৮৮টি দেশ অংশ নিতে চলেছে। দাবা অলিম্পিয়াডে এর আগে এতগুলি দেশ অংশ নেয়নি। তামিলনাড়ুর মহাবালিপুরমে নেহরু স্টেডিয়ামে  এই প্রতিযোগিতা। ৪৪ তম দাবা অলিম্পিয়াডের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  উপস্থিত থাকবেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন সহ একাধিক প্রাক্তন গ্র্যান্ডমাস্টাররা। আন্তর্জাতিক দাবা সংস্থা ফিডের আধিকারিকরাও থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে।

ভারতে এই প্রথমবার দাবার ঐতিহ্যশালী বিশ্বমানের প্রতিযোগিতা আয়োজন করতে পারাটা গর্বের বলে আগেই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে দাবা অলিম্পিয়াড উপলক্ষ্যে ১৯ জুন দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে ৪৪তম দাবা অলিম্পিয়াডের ঐতিহাসিক মশাল যাত্রার সূচনা করেন প্রধানমন্ত্রী। ফিডের সভাপতি আরকাডি ভোরকভিচ প্রধানমন্ত্রীর হাতে মশাল তুলে দেন। নরেন্দ্র মোদী সেই মশাল গ্র্যান্ড মাস্টার বিশ্বনাথন আনন্দের হাতে তুলে দেন। ৪০ দিনে কলকাতা সহ দেশের ৭৫টি শহর পরিক্রমা করে সেই মশাল। যার মধ্যে  লেহ, শ্রীনগর, জয়পুর, সুরাট, মুম্বই, ভোপাল, পাটনা, কলকাতা, গ্যাংটক, হায়দরাবাদ, বেঙ্গালুরু, ত্রিশুর, পোর্ট ব্লেয়ার, কন্যাকুমারীর মতো শহর অন্যতম। অবশেষে চলছে প্রতিযোগিতা শুরুর শেষ মুহূর্তের প্রস্তুতি। সর্বভারতীয় দাবা সংস্থার সভাপতি সঞ্জয় কাপূর বলেছেন,এ বারের দাবা অলিম্পিয়াডে ১৮৭টি দেশের প্রতিযোগীরা অংশ নিচ্ছে। এর আগে কোনও অলিম্পিয়াডে এত দেশ অংশ নেয়নি। দেশের কাছে এটি ঐতিহাসিক মুহূর্তে ও গর্বের। 

Latest Videos

প্রসঙ্গত,  ১৯২৭ সাল থেকে দাবা অলিম্পিয়াডের আয়োজন করা হচ্ছে। এবার ভারতে প্রতিযোগিতা হওয়ায়  ও আয়োজন দেখে খুশি আন্তর্জাতিক দাবা সংস্থা ফিডের আধিকারিকরা।। দাবা অলিম্পিয়াড উপলক্ষ্যে বিশেষভাবে সাজিয়ে তোলা হয়ছে চেন্নাইয়ের জহরলাল নেহেরু স্টেডিয়া। ভারত এবার আয়োজক দেশ হওয়ায় ওপেন ও মহিলাদের ইভেন্টে ভারতের তিনটি করে দল অংশ নেবে। দেশের মাটিতে দাবা অলিম্পিয়াডের মত প্রেস্টিজিয়াস প্রতিযোগিতায় ভালো ফল করার বিষয়ে আত্মবিশ্বাসী ভারতীয় দাবারুররা। নিজেদের প্রস্তুতিও খুব ভালো মতন করেছেন তারা। এবার শুধু প্রতিযোগিতায় দেশকে সাফল্য এনে দেওয়ার অপেক্ষা। ভারতীয় দলের শুভ কামনায় গোটা দেশ।

আরও পড়ুনঃথাই-এর সমস্যাই কাল হল, কমনওয়েলথ গেমস থেকে ছিটকে গেলেন নীরজ চোপড়া

আরও পড়ুনঃনীরজ চোপড়ার কেরিয়ারের এমন ১০ টি রেকর্ড, যা ভাঙা একপ্রকার অসম্ভব

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

উপনির্বাচনে হার! কি বললেন শুভেন্দু! দেখুন #shorts #suvenduadhikari
তার ছুঁতেই ঘটলো বিপত্তি! আতঙ্কে কাঁপছে Bangaon-র বাসিন্দারা! দেখুন | North 24 Parganas News Today
রুগী মৃত্যু কে কেন্দ্র করে Doctor ও Nurse-দের উপর আক্রমণ, শুনুন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা
ছয় Bidhan Sabha কেন্দ্রের ছটিতেই এগিয়ে TMC, আবির খেলায় মাতলেন গঙ্গাসাগরের তৃণমূল কর্মীসমর্থকরা
গান্ধীমূর্তিতে শ্রদ্ধা নিবেদন থেকে Guyana সংসদে ভাষণ, এক ঝলকে দেখুন প্রধানমন্ত্রীর (Modi) গায়ানা সফর