International Cricket Council: জয় শাহ (Jay Shah) আইসিসি প্রধান হতেই পাকিস্তান (Pakistan) ও বাংলাদেশের (Bangladesh) ভারত-বিরোধী লোকজনের মধ্যে বিদ্বেষের বিষ তীব্র হয়েছে। এবার পাকিস্তানের এক প্রাক্তন ক্রিকেটার আইসিসি-র অস্তিত্ব নিয়েই প্রশ্ন তুললেন।

DID YOU
KNOW
?
ভারত-পাকিস্তান সিরিজ
২০১২ সালে শেষবার ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ হয়েছিল। সেবার ভারত সফরে এসেছিল পাকিস্তান।

Former Pakistan spinner Saeed Ajmal: 'আইসিসি যদি ভারতীয় বোর্ডের উপর সিদ্ধান্ত চাপিয়ে দিতে না পারে, তাহলে এই সংস্থার অস্বিত্বই অপ্রয়োজনীয়।' এমনই চাঞ্চল্যকর মন্তব্য করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার সইদ আজমল। তাঁর দাবি, ‘বিসিসিআই (BCCI) যেহেতু বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড, এই কারণে আইসিসি বিশ্ব ক্রিকেটের সর্বাঙ্গীন স্বার্থের কথা মাথায় রেখে পক্ষপাতহীন ও নীতিগত সিদ্ধান্ত নিতে পারে না।’ এখন আইসিসি প্রধান জয় শাহ (Jay Shah)। এই কারণেই যে তাঁর আপত্তি, তা স্পষ্ট করে দিয়েছেন পাকিস্তানের এই প্রাক্তন ক্রিকেটার। তাঁর দাবি, ভারতীয়রাই এখন আইসিসি-তে প্রভাবশালী। এই কারণেই তিনি আইসিসি-র অস্তিত্ব বিলোপ করে দিতে চাইছেন। কিন্তু আইসিসি বিলুপ্ত হয়ে গেলে আন্তর্জাতিক ক্রিকেট কীভাবে চলবে, বিভিন্ন টুর্নামেন্ট, বিশ্বকাপ কারা আয়োজন করবে, সে সম্পর্কে কিছু বলছেন না আজমল। তিনি শুধু অন্ধ ভারত-বিরোধিতা চালিয়ে যাচ্ছেন। তাঁর দাবি, যে দেশগুলি টেস্ট ক্রিকেট খেলে, তাদের মধ্যে বেশিরভাগ দেশই তাঁর সিদ্ধান্তের সঙ্গে একমত হবে। কিন্তু প্রকাশ্যে কোনও মন্তব্য করবে না।

ভারতীয় দল পাকিস্তানে খেলতে না যাওয়ায় ক্ষুব্ধ আজমল

২০১২ সালের পর থেকে আর ভারত-পাকিস্তানের (India vs Pakistan) দ্বিপাক্ষিক সিরিজ হয়নি। ভারতীয় দল বহুদেশীয় টুর্নামেন্ট খেলতেও পাকিস্তানে যাচ্ছে না। বিসিসিআই-এর আপত্তিতেই গত বছর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির (Champions Trophy 2025) বেশিরভাগ ম্যাচ হয় দুবাইয়ে (Dubai)। ভারতীয় দল পাকিস্তানে খেলতে না যাওয়ায় ক্ষুব্ধ আজমল। তিনি বলেছেন, ‘ভারতীয় দলের পাকিস্তানে খেলতে না যাওয়ার কোনও যুক্তিসঙ্গত কারণ নেই। কিন্তু আইসিসি অসহায়। কারণ, এখন আইসিসি-তে ভারতীয়দেরই দাপট।’

পাকিস্তান দলও ভারতে খেলতে আসছে না

ভারতীয় দল আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি খেলতে না যাওয়ায় পাকিস্তান দলও টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup) খেলতে ভারতে আসবে না। এই টুর্নামেন্টে পাকিস্তানের ম্যাচগুলি হবে শ্রীলঙ্কায় (Sri Lanka)। পাকিস্তান দলের ভারতে খেলতে না আসা নিয়ে অবশ্য কোনও মন্তব্য করেননি আজমল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।