2007 ICC World Twenty20 Final: 'আগেই জানতাম শেষ ওভারে জোগীন্দর বোলিং করবে,' ধোনির প্রশংসায় মিসবা

১৭ বছর পরেও ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপ ফাইনালে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আলোচনা চলছে। এবারের টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের আগে ফের প্রথম টি-২০ বিশ্বকাপ নিয়ে চর্চা হচ্ছে।

২০০৭ সালের টি-২০ বিশ্বকাপ ফাইনালে জোগীন্দর শর্মার বলে ওভার-বাউন্ডারি মারতে গিয়ে শান্তাকুমারণ শ্রীসন্তকে ক্যাচ দিয়ে আউট হয়ে যান মিসবা-উল-হক। ফলে প্রথম টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল। ১৭ বছর পরেও মিসবার মনে সেই ম্যাচের স্মৃতি উজ্জ্বল। ভারতীয় দলের তৎকালীন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কৌশলের প্রশংসা করেছেন মিসবা। তিনি বলেছেন, ‘কে শেষ ওভারে বোলিং করবে সেটা আমি আগেই জানতাম। আমি জানতাম, কোনও স্পিনার বল করবে না। শুধু জোগীন্দর শর্মাকেই বল করতে ডাকার সম্ভাবনা ছিল। আমি জানতাম কোনও স্পিনারকে বল করতে দেওয়া হবে না। কারণ, সাইড বাউন্ডারি ছোট ছিল। ফলে কোনও স্পিনারের পক্ষে শেষ ওভারে বোলিং করা কঠিন ছিল। কোনও স্পিনার বোলিং করলে সাইড বাউন্ডারি দিয়ে মাঠের বাইরে বল পাঠিয়ে দেওয়া সহজ ছিল। এই কারণে আমার মনে হয়েছিল মহেন্দ্র সিং ধোনি ঠিক সিদ্ধান্তই নিয়েছিল। মিডিয়াম পেসারের বলে বাউন্ডারি মারা কঠিন ছিল। আমাদের ইনিংসে মাত্র ১ উইকেট বাকি ছিল। ফলে যে দল ফিল্ডিং করছিল, তাদের উপরেই ম্যাচের ফল নির্ভর করছিল। আমি আউট হয়ে গেলেই ম্যাচ শেষ হয়ে যেত। এই কারণে শেষ ওভারে কে বোলিং করবে, সে ব্যাপারে আমি মানসিকভাবে তৈরি ছিলাম।’

টি-২০ বিশ্বকাপ ফাইনালে ৫ রানে জয় ভারতের

Latest Videos

২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ৫ রানে জয় পায় ভারত। প্রথমে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ১৫৭ রান করে ভারতীয় দল। জবাবে ১৫২ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। মিসবা করেন ৪৩ রান। এই হারের স্মৃতি এখনও তাঁর মনে আছে।

৯ জুন ভারত-পাক ম্যাচ

৯ জুন নিউ ইয়র্কে এবারের টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচ ঘিরে এখন থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

2024 ICC Men's T20 World Cup: টি-২০ বিশ্বকাপের আগে বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ ভারতের

India Vs Pakistan: ৯ জুন টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ, তৈরি নাসাউ কাউন্টি স্টেডিয়াম

IPL 2024: জাতীয় দলে যোগ দিতে চলে গেলেন বাটলার, জ্যাকস, চাপে রাজস্থান, আরসিবি

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

গোটা ভারতবর্ষে কে রোহিঙ্গাদের সাপ্লাই দিচ্ছে! শুভেন্দুর উত্তরে চমকে উঠবেন | Suvendu Adhikari
ভাটপাড়ায় প্রোমোটারের 'দাদাগিরি', আতঙ্কে জমির মালিক, কি বলছে পুরসভা! দেখুন | Bhatpara News
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি