সংক্ষিপ্ত
চলতি সপ্তাহেই শেষ হয়ে যাচ্ছে আইপিএল-এর লিগ পর্যায়ের সব ম্যাচ। এরপরেই টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিচ্ছেন রোহিত শর্মা, সূর্যকুমার যাদবরা।
এবারের টি-২০ বিশ্বকাপ শুরু হওয়ার আগে মাত্র একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল। সেই ম্যাচ হবে বাংলাদেশের বিরুদ্ধে। এবারের টি-২০ বিশ্বকাপে যে ২০টি দল যোগ দিচ্ছে, সেই দলগুলির মধ্যে শুধু পাকিস্তান, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড প্রস্তুতি ম্যাচ খেলছে না। বাকি ১৭টি দলই প্রস্তুতি ম্যাচ খেলছে। আইসিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, ১ জুন টি-২০ বিশ্বকাপ শুরু হওয়ার আগে মোট ১৬টি প্রস্তুতি ম্যাচ হবে। কোনও ম্যাচই আন্তর্জাতিক স্বীকৃতি পাবে না। আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের যাবতীয় নিয়মও এই ম্যাচগুলিতে প্রযোজ্য হবে না। সব দলই ১৫ জন ক্রিকেটারকে ঘুরিয়ে-ফিরিয়ে খেলাতে পারবে।
টি-২০ বিশ্বকাপ শুরুর দিনই ভারতের প্রস্তুতি ম্যাচ
১ জুন প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। কোথায় এই ম্যাচ হবে, সেটা অবশ্য এখনও ঘোষণা করা হয়নি। ২৬ মে আইপিএল ফাইনাল। তারপরেই ভারতের সব ক্রিকেটার মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছবেন। তবে যে দলগুলি আইপিএল-এর প্লে-অফের যোগ্যতা অর্জন করছে না, সেই দলগুলিতে থাকা জাতীয় দলের ক্রিকেটাররা আগেই নিউ ইয়র্কে উড়ে যেতে পারেন। ৫ জুন টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে ভারত। এরপর ৯ জুন ভারত-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচই টি-২০ বিশ্বকাপের সবচেয়ে বড় আকর্ষণ।
মাত্র একটি প্রস্তুতি ম্যাচ কেন?
২০২৩ সালে ভারতে ওডিআই বিশ্বকাপের আগে প্রতিটি দল ২টি করে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল। কিন্তু এবার টি-২০ বিশ্বকাপের আগে সব দল সমান প্রস্তুতি ম্যাচ খেলছে না। এ বিষয়ে আইসিসি-র পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে, ‘এখন প্রস্তুতি ম্যাচ বিষয়ক নিয়ম বদল করা হয়েছে। টি-২০ বিশ্বকাপের আগে মার্কিন যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজে কখন পৌঁছবে, তার ভিত্তিতে প্রতিটি দল প্রস্তুতি ম্যাচের সংখ্যা বেছে নেওয়ার সুযোগ পাচ্ছে।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
India Vs Pakistan: ৯ জুন টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ, তৈরি নাসাউ কাউন্টি স্টেডিয়াম
IPL 2024: জাতীয় দলে যোগ দিতে চলে গেলেন বাটলার, জ্যাকস, চাপে রাজস্থান, আরসিবি
Jasprit Bumrah: টি-২০ বিশ্বকাপের আগে জসপ্রীত বুমরাকে বিশ্রাম দিচ্ছে না মুম্বই ইন্ডিয়ানস!