ODI World Cup: পাকিস্তানের আপত্তি উড়িয়ে আমেদাবাদেই হচ্ছে ভারত-পাক ম্যাচ

Published : Jun 12, 2023, 08:20 PM ISTUpdated : Jun 12, 2023, 08:45 PM IST
India vs Pakistan

সংক্ষিপ্ত

টি-২০ বিশ্বকাপ শেষ হওয়ার পরেই ওডিআই বিশ্বকাপের দামামা বেজে গিয়েছে। অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে হচ্ছে ওডিআই বিশ্বকাপ। প্রস্তুতি শুরু করে দিয়েছে বিসিসিআই।

এখনও সরকারিভাবে ওডিআই বিশ্বকাপের সূচি প্রকাশ করেনি আইসিসি। তবে খসড়া সূচি প্রকাশ করেছে বিসিসিআই। ভারতীয় দল কবে, কোথায়, কোন দলের বিরুদ্ধে খেলবে, সেই আভাস দেওয়া হয়েছে। খসড়া সূচি অনুযায়ী গ্রুপ পর্যায়ে ইডেন গার্ডেন্সে একটি ম্যাচ খেলবে ভারত। সব শহরেই ঘুরিয়ে-ফিরিয়ে দেওয়া হচ্ছে ম্যাচ। বিশ্বকাপে সবচেয়ে বেশি আগ্রহ ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে। আমেদাবাদে খেলতে আপত্তির কথা জানিয়েছিল পিসিবি। তবে খসড়া সূচি অনুযায়ী, সেই আপত্তি গ্রাহ্য করছে না বিসিসিআই। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই খেলতে হবে বাবর আজমদের। ১৫ অক্টোবর হবে ভারত-পাকিস্তান ম্যাচ। ইডেনে ৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। 

ওডিআই বিশ্বকাপে রোহিত শর্মা-বিরাট কোহলিদের প্রথম ম্যাচ ৮ অক্টোবর। চেন্নাইয়ে সেই ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। এরপর ১১ অক্টোবর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হবে ভারতীয় দল। ১৯ অক্টোবর পুণেতে হবে ভারত-বাংলাদেশ ম্যাচ। ২২ অক্টোবর ভারত-নিউজিল্যান্ড ম্যাচ হবে ধরমশালায়। ২৯ অক্টোবর ভারত-ইংল্যান্ড ম্যাচ লখনউয়ে। ২ নভেম্বর মুম্বইয়ে ভারতের প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি। যোগ্যতা অর্জন পর্ব থেকে উঠে আসা একটি দলের বিরুদ্ধে খেলবে ভারত। ১১ নভেম্বর বেঙ্গালুরুতে যোগ্যতা অর্জনকারী অন্য একটি দলের বিরুদ্ধে খেলবে ভারত।

বিসিসিআই-এর খসড়া সূচি অনুযায়ী, হায়দরাবাদে বিশ্বকাপের ২টি ম্যাচ খেলবে পাকিস্তান। ৬ ও ১২ অক্টোবর এই ২টি ম্যাচ হবে যোগ্যতা অর্জন পর্ব থেকে উঠে আসা দলগুলির বিরুদ্ধে। ২০ অক্টোবর বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে পাকিস্তান। চেন্নাইয়ে পাকিস্তানের ২টি ম্যাচ দেওয়া হচ্ছে। ২৩ অক্টোবর আফগানিস্তান ও ২৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে পাকিস্তান। ৩১ অক্টোবর কলকাতায় বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। ৫ নভেম্বর বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে পাকিস্তান। ১২ নভেম্বর গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান।

২৯ অক্টোবর ধরমশালায় হবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচ। ৪ নভেম্বর আমেদাবাদে হবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচ। ১ নভেম্বর পুণেতে হবে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড ম্যাচ। 

২০১৫ ও ২০১৯ সালের ওডিআই বিশ্বকাপের সূচি এক বছরেরও বেশি সময় আগে প্রকাশ করা হয়েছিল। কিন্তু এবার সূচি প্রকাশে অনেক দেরি হচ্ছে। বিশ্বকাপের ৪ মাসও বাকি নেই। কিন্তু এখনও সূচি প্রকাশ করা সম্ভব হল না। বিসিসিআই-এর সঙ্গে পিসিবি-র দ্বন্দ্বের জন্যই জটিলতা তৈরি হয়েছে। তবে এবার আশা করা হচ্ছে যাবতীয় জটিলতা দূর হবে।

আরও পড়ুন-

ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-২০ সিরিজে সুযোগ পেতে পারেন রিঙ্কু সিং, জিতেশ শর্মা

WTC Final 2023: বিতর্কিত আউট নিয়ে ট্যুইট, শুবমান গিলের ম্যাচ ফি-র ১৫ শতাংশ জরিমানা

WTC 2023: ব্যাটিং ব্যর্থতা, পরপর ২ বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হার ভারতের

PREV
click me!

Recommended Stories

ভারত-বনাম দক্ষিণ আফ্রিকা: ফের চোট পেলেন, চতুর্থ টি-২০ ম্যাচে দলে নেই শুবমান গিল
IPL Auction 2026: আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে দামি ২ আনক্যাপড ভারতীয় ক্রিকেটার, লুফে নিল চেন্নাই