WTC Final 2023: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে স্লো ওভার রেট, ভারত-অস্ট্রেলিয়ার জরিমানা

Published : Jun 12, 2023, 04:44 PM ISTUpdated : Jun 12, 2023, 05:19 PM IST
team india

সংক্ষিপ্ত

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের গ্লানি শেষ হচ্ছে না, আইসিসি আচরণবিধি লঙ্ঘন করায় জরিমানাও দিতে হচ্ছে ক্রিকেটারদের।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ২০৯ রানে হারের পর ভারতীয় দলের জন্য ফের ধাক্কা। স্লো ওভার রেটের জন্য ভারতীয় ক্রিকেটারদের ম্যাচ ফি-র ১০০ শতাংশ জরিমানা করা হল। জিতেও অস্ট্রেলিয়া দলের স্বস্তি নেই। প্যাট কামিন্সদেরও ম্যাচ ফি-র ৮০ শতাংশ জরিমানা করা হল। সোমবার আইসিসি-র পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘রবিবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের শেষ দিনের খেলা শেষ হওয়ার কিছুক্ষণ পরেই জানানো হয়, ভারতীয় দলকে স্লো ওভার রেটের জন্য ম্যাচ ফি-র পুরোটাই জরিমানা হিসেবে দিতে হবে। অস্ট্রেলিয়া দলকে ম্যাচ ফি-র ৮০ শতাংশ জরিমানা হিসেবে দিতে হবে। আইসিসি আচরণবিধির ২.২২ ধারা লঙ্ঘন করেছেন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা। সেই কারণেই তাঁদের জরিমানা করা হয়েছে। স্লো ওভার রেটের ক্ষেত্রে প্রতিটি ওভারের জন্য ম্যাচ ফি-র ২০ শতাংশ করে জরিমানা করা হয়। ভারতীয় দল নির্দিষ্ট সময়ের মধ্যে ৫ ওভার শেষ করতে পারেনি। সেই কারণে ম্যাচ ফি-র ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে। অস্ট্রেলিয়া দল নির্দিষ্ট সময়ের মধ্যে ৪ ওভার শেষ করতে পারেনি। সেই কারণে ম্যাচ ফি-র ৮০ শতাংশ জরিমানা করা হয়েছে।’

ভারতীয় দলের ওপেনার শুবমান গিলের অতিরিক্ত ১৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি। তৃতীয় আম্পায়ার রিচার্ড কেটলবরোর বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে ট্যুইট করাতেই জরিমানা করা হয়েছে শুবমানের। ফলে এই ক্রিকেটারকে ম্যাচ ফি-র অতিরিক্ত জরিমানা দিতে হচ্ছে। সোমবার আইসিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আইসিসি আচরণবিধির ২.৭ ধারা লঙ্ঘন করেছেন শুবমান গিল। এই ধারা অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচের কোনও ঘটনা নিয়ে প্রকাশ্যে সমালোচনা বা অনুপযুক্ত কোনও মন্তব্য করা যায়া না। সেই কারণেই শুবমানের ম্যাচ ফি-র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে।’

রবিবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পঞ্চম দিন প্রথম সেশনেই অলআউট হয়ে যায় ভারতীয় দল। মধ্যাহ্নভোজের বিরতির সময় হয়ে গেলেও, ভারতীয় দলের অলআউট হয়ে যাওয়ার সম্ভাবনা দেখে অতিরিক্ত ১৫ মিনিট সময় দেন আম্পায়াররা। মহম্মদ সিরাজকে আউট করে ম্যাচ শেষ করে দেন অস্ট্রেলিয়ার অফস্পিনার নাথান লিয়ন। এই ম্যাচে ভারতীয় দলের ব্যাটিং একেবারেই ভালো হয়নি। প্রথম ইনিংসে ২৯৬ রান করার পর দ্বিতীয় ইনিংসে ২৩৪ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল। ব্যাটিং ব্যর্থতার জন্যই রোহিত শর্মা, বিরাট কোহলিদের হারতে হল।

আরও পড়ুন-

WTC Final 2023: বিতর্কিত আউট নিয়ে ট্যুইট, শুবমান গিলের ম্যাচ ফি-র ১৫ শতাংশ জরিমানা

WTC Final 2023: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অশ্বিনকে না খেলানোই কি কাল হল?

WTC 2023: ব্যাটিং ব্যর্থতা, পরপর ২ বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হার ভারতের

PREV
click me!

Recommended Stories

আইপিএল ২০২৬: বাংলাদেশের ৯ কোটি টাকার পেসার মুস্তাফিজুরকে সব ম্যাচে পাবে কেকেআর?
ভারত-বনাম দক্ষিণ আফ্রিকা: ফের চোট পেলেন, চতুর্থ টি-২০ ম্যাচে দলে নেই শুবমান গিল