2024 ICC Men's T20 World Cup: ফিরলেন আমির, ইমাদ, টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা পাকিস্তানের

Published : May 24, 2024, 09:44 PM ISTUpdated : May 24, 2024, 10:28 PM IST
Mohammad-Amir-used-abusive-language-in-a-live-show

সংক্ষিপ্ত

টি-২০ বিশ্বকাপ শুরু হতে আর মাত্র এক সপ্তাহ বাকি। এতদিন চূড়ান্ত দল ঘোষণা করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড। শুক্রবার ১৫ জনের দল ঘোষণা করা হল।

শুক্রবার টি-২০ বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করল পাকিস্তান। অধিনায়ক হিসেবে আছেন তারকা ব্যাটার বাবর আজম। দলে ফিরলেন অভিজ্ঞ পেসার মহম্মদ আমির ও অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। অবসর ভেঙে টি-২০ বিশ্বকাপের দলে ফিরলেন এই ২ ক্রিকেটার। পেসার হাসান আলি অবশ্য টি-২০ বিশ্বকাপের দলে সুযোগ পেলেন না। ইংল্যান্ডের বিরুদ্ধে ৪ ম্যাচের সিরিজের দলেও সুযোগ পাননি হাসান। এবার টি-২০ বিশ্বকাপের দলেও জায়গা হল না এই পেসারের। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ১৮ জনের দলে ছিলেন অলরাউন্ডার সলমন আলি আগা ও পেসার মহম্মদ ইরফান খান। কিন্তু তাঁরাও টি-২০ বিশ্বকাপের দল থেকে বাদ পড়লেন। ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে হতে চলা এই টুর্নামেন্টের জন্য ১৫ জনের দল ঘোষণা করলেও, রিজার্ভ হিসেবে কোনও ক্রিকেটারকে রাখেনি পিসিবি।

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম ম্যাচ পাকিস্তানের

টি-২০ বিশ্বকাপের জন্য ঘোষিত পাকিস্তান দলে আছেন-বাবর আজম (অধিনায়ক), আবরার আহমেদ, আজম খান, ফকর জামান, হ্যারিস রউফ, ইফতিকার আহমেদ, ইমাদ ওয়াসিম, মহম্মদ আব্বাস আফ্রিদি, মহম্মদ আমির, মহম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সায়েম আয়ুব, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি ও উসমান খান। ৬ জুন টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। এরপর ৯ জুন ভারত-পাকিস্তান ম্যাচ হতে চলেছে।

দল নিয়ে আশাবাদী পিসিবি

পিসিবি-র পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘অত্যন্ত প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে দল গঠন করা হয়েছে। দলে ভারসাম্য বজায় রাখা হয়েছে। দলে তারুণ্য ও অভিজ্ঞতার সংমিশ্রণ বজায় রাখা হয়েছে। এই খেলোয়াড়রা বেশ কিছুদিন ধরে একসঙ্গে খেলছে। ওরা ভালোভাবে তৈরি হয়েছে এবং আগামী মাসের ইভেন্টের জন্য তৈরি।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Indian Cricket: কোনও অস্ট্রেলিয়ানকেই ভারতীয় দলের প্রধান কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়নি, জানালেন জয় শাহ

USA vs Bangladesh: দ্বিতীয় টি-২০ ম্যাচেও হার, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সিরিজ খোয়াল বাংলাদেশ

Ricky Ponting: জাতীয় দলের কোচ হতে আগ্রহী কিন্তু এখনই নয়, কারণ জানালেন রিকি পন্টিং

PREV
click me!

Recommended Stories

WTC Points Table 2025-27: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার শীর্ষস্থান প্রায় পাকা! ইংল্যান্ডের পতন?
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে হার্দিকের সামনে মেগা রেকর্ডের হাতছানি?