সংক্ষিপ্ত

টি-২০ বিশ্বকাপের পরেই ভারতীয় দলের প্রধান কোচ পরিবর্তন হচ্ছে। রাহুল দ্রাবিড়ের পরিবর্তে নতুন কাউকে রোহিত শর্মা, বিরাট কোহলিদের প্রধান কোচ করা হচ্ছে।

রিকি পন্টিং, জাস্টিন ল্যাঙ্গারের মতো অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটারদের ভারতীয় দলের প্রধান কোচ হওয়ার প্রস্তাব দেয়নি বিসিসিআই। স্পষ্ট জানিয়ে দিলেন বিসিসিআই সচিব জয় শাহ। পন্টিং দাবি করেছিলেন, বিসিসিআই-এর পক্ষ থেকে তাঁকে ভারতীয় দলের প্রধান কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সেই প্রস্তাবে রাজি হননি। এই দাবি অস্বীকার করে জয় শাহ বলেছেন, ‘আমি বা বিসিসিআই-এর পক্ষ থেকে অস্ট্রেলিয়ার কোনও প্রাক্তন ক্রিকেটারকে কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়নি।’ রাহুল দ্রাবিড়ের পরিবর্তে যিনিই ভারতীয় দলের নতুূন প্রধান কোচ হন না কেন, তিনি বিদেশি হবেন না বলেও ইঙ্গিত দিয়েছেন।

ভারতীয় দলের নতুন কোচ বাছাইয়ের প্রক্রিয়া চলছে

ভারতীয় দলের নতুন প্রধান কোচ নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিসিসিআই সচিব বলেছেন, ‘আমাদের জাতীয় দলের জন্য উপযুক্ত কোচ বাছাইয়ের প্রক্রিয়া খুঁটিয়ে দেখতে হচ্ছে। সবদিক খতিয়ে দেখে তবেই কোচ বাছাই করতে হবে। যাঁদের ভারতীয় দলের পরিকাঠামোর বিষয়ে গভীর জ্ঞান আছে এবং যাঁরা বিশেষ উচ্চতায় পৌঁছে গিয়েছেন, তাঁদেরই বেছে নেওয়া হবে। টিম ইন্ডিয়াকে পরবর্তী উচ্চতায় নিয়ে যেতে হলে আমাদের কোচকে ঘরোয়া ক্রিকেটের কাঠামোর বিষয়ে গভীরভাবে জানতে হবে।’

ভারতীয় কোচই নিয়োগ করবে বিসিসিআই?

পন্টিং, ল্যাঙ্গার, স্টিফেন ফ্লেমিংয়ের মতো প্রাক্তন বিদেশি ক্রিকেটারদের ভারতীয় দলের প্রধান কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে। তবে বিসিসিআই সচিব বলেছেন, ‘ভারতীয় দলের প্রধান কোচকে অত্যন্ত পেশাদার হতে হবে। কারণ, বিশ্বের সেরা কয়েকজন ক্রিকেটারকে প্রশিক্ষণ দিতে হবে। একঝাঁক প্রতিভাবান ক্রিকেটার একসঙ্গে উঠে আসছে। ওদের লালন-পালন করতে হবে। ১০০ কোটিরও বেশি ক্রিকেটপ্রেমীর উচ্চাশা পূরণ করা বিরাট সম্মানের বিষয়। উপযুক্ত প্রার্থীকেই বেছে নেবে বিসিসিআই। এমন একজনকে বেছে নেওয়া হবে যিনি ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে পারবেন।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Ricky Ponting: জাতীয় দলের কোচ হতে আগ্রহী কিন্তু এখনই নয়, কারণ জানালেন রিকি পন্টিং

Rahul Dravid: রাহুল দ্রাবিড়ের বিকল্প খুঁজছে বিসিসিআই, ইঙ্গিত জয় শাহের

Ishan Kishan: রাহুল দ্রাবিড়ের কথাও শুনছেন না, জাতীয় দলে ফিরতে চান না ঈশান কিষান?