২০২২ সালের টি-২০ বিশ্বকাপের পর থেকেই ভারতীয় দলে সংস্কারের পালা শুরু হয়েছে। এবারের ওডিআই বিশ্বকাপের পর নতুন করে ভারতীয় দলে রদবদল শুরু হয়েছে।
২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে কি খেলতে দেখা যাবে বিরাট কোহলিকে? এ বিষয়ে জল্পনা বাড়ছে। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপ এবং সদ্যসমাপ্ত ওডিআই বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স দেখানো ব্যাটারের ভবিষ্যৎ নিয়ে কিছুদিনের মধ্যেই আলোচনায় বসছেন বিসিসিআই কর্তা ও নির্বাচকরা। বিরাটকে সাদা বলের ক্রিকেটে আর সুযোগ না-ও দেওয়া হতে পারে। এ বিষয়ে বিসিসিআই-এর এক কর্তা বলেছেন, ‘এই মুহূর্তে মনে হচ্ছে, বিরাটের পক্ষে টি-২০ বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া খুব কঠিন। টিম ম্যানেজমেন্ট ওর সঙ্গে কথা বলবে। তারপরেই বিরাটের ভবিষ্যতের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আলোচনা না করে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না। সেই কারণেই ওর সঙ্গে টিম ম্যানেজমেন্টের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তারপরেই টি-২০ ফর্ম্যাট ও টি-২০ বিশ্বকাপে বিরাটের খেলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
টি-২০ বিশ্বকাপে খেলবেন রোহিত?
এবারের ওডিআই বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করেছন বিরাট। তিনি ৩টি ম্যাচে শতরান করেন এবং ৬টি ম্যাচে অর্ধশতরান করেন। এই ফর্মে থাকা বিরাটকে সাদা বলের ক্রিকেট থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা কেন করা হচ্ছে সেটা স্পষ্ট নয়। ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে কি ভবিষ্যতে সাদা বলের ক্রিকেটে খেলতে দেখা যাবে? এ বিষয়েও জল্পনা অব্যাহত। দক্ষিণ আফ্রিকা সফরে সীমিত ওভারের সিরিজে বিরাট ও রোহিতের না খেলা জল্পনা বাড়িয়েছে। এ বিষয়ে এক বিসিসিআই কর্তা বলেছেন, ‘আমরা রোহিতকে জানিয়ে দিয়েছি, ও যদি খেলে তাহলে দলের নেতৃত্বে থাকবে। কাদের দলে রাখা হবে, সে বিষয়ে ও সিদ্ধান্ত নিতে পারবে। ফলে এ বিষয়ে রোহিত ও প্রধান কোচ রাহুল দ্রাবিড়কে পরিকল্পনা করতে হবে। আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজে নিশ্চিতভাবেই খেলবে না রোহিত। তারপর কী হয় আমাদের দেখতে হবে।’
টি-২০ ফর্ম্যাটে বিরাটের অসামান্য রেকর্ড
ভারতের হয়ে এখনও পর্যন্ত ১১৫ ম্যাচ খেলে ৪,০০৮ রান করেছেন বিরাট। তাঁর গড় ৫২.৭৪ এবং স্ট্রাইক রেট ১৩৭.৯৭। আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে ৩৭টি অর্ধশতরান ও ১টি শতরান করেছেন বিরাট। এই ফর্ম্যাটে তাঁর সর্বাধিক স্কোর ১২২। ফলে তাঁকে টি-২০ ফর্ম্যাট থেকে সরিয়ে দিলে ভারতীয় দল বিকল্প ব্যাটার পেতে সমস্যায় পড়তে পারে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Mohammad Shami: আর সীমিত ওভারের ক্রিকেটে দেখা যাবে না বিশ্বকাপের সেরা বোলারকে?