2024 ICC Women's T20 World Cup: প্রকাশিত মহিলাদের টি-২০ বিশ্বকাপের সূচি, ৬ অক্টোবর ভারত-পাক লড়াই

Published : May 05, 2024, 06:40 PM ISTUpdated : May 05, 2024, 08:02 PM IST
Smriti Mandhana

সংক্ষিপ্ত

যে কোনও পর্যায়েই ভারত-পাকিস্তান লড়াই সবসময় উত্তেজক। মহিলাদের টি-২০ বিশ্বকাপেও ভারত-পাকিস্তান লড়াই ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ চড়ছে।

রবিবার প্রকাশিত হল মহিলাদের টি-২০ বিশ্বকাপের সূচি। এবার মহিলাদের টি-২০ বিশ্বকাপ চলবে ৩ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত। এই টুর্নামেন্টে খেলছে ১০টি দল। মোট ২৩টি ম্যাচ হতে চলেছে। এবার মহিলাদের নবম টি-২০ বিশ্বকাপ হতে চলেছে। এই টুর্নামেন্টের সবচেয়ে বড় আকর্ষণ ভারত-পাকিস্তান ম্যাচ। ৬ অক্টোবর পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে ভারত। তার আগে ৪ অক্টোবর গ্রুপ পর্যায়ে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হতে চলেছে ভারত। ৯ অক্টোবর তৃতীয় ম্যাচে যোগ্যতা অর্জন পর্ব থেকে উঠে আসা দলের বিরুদ্ধে খেলবে ভারত। এরপর ১৩ অক্টোবর গ্রুপের শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

মহিলাদের টি-২০ বিশ্বকাপ বাংলাদেশে

এবার মহিলাদের টি-২০ বিশ্বকাপ হচ্ছে বাংলাদেশে। ম্যাচগুলি হবে ঢাকা ও সিলেটে। রবিবার ঢাকায় এক বিশেষ অনুষ্ঠানে এই টুর্নামেন্টের সূচি প্রকাশ করা হল। এই অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন, আইসিসি সিইও জেফ অ্যালার্ডিস, ভারতের মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কউর ও বাংলাদেশের মহিলা দলের অধিনায়ক নিগার সুলতানা। ১০টি দলকে ২টি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ এ-তে আছে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান ও যোগ্যতা অর্জন পর্ব থেকে উঠে আসা দল। এই গ্রুপের ম্যাচগুলি হবে সিলেটে। গ্রুপ বি-তে আছে বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও যোগ্যতা অর্জন পর্ব থেকে উঠে আসা দল। এই গ্রুপের ম্যাচগুলি হবে ঢাকায়।

গ্রুপের পর সরাসরি সেমি-ফাইনাল

মহিলাদের টি-২০ বিশ্বকাপে ২টি গ্রুপের শীর্ষে থাকা ২টি করে দল সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করবে। একটি গ্রুপের শীর্ষে থাকা দল অপর গ্রুপের দ্বিতীয় স্থানাধিকারী দলের বিরুদ্ধে খেলবে। ফলে গ্রুপের সব ম্যাচই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Shakib Al Hasan: টি-২০ বিশ্বকাপের জন্য তৈরি নয় বাংলাদেশ, স্বীকারোক্তি শাকিবের

MS Dhoni: 'ক্রিকেট জীবনে বাবার ভূমিকা পালন করছেন,' ধোনির প্রতি শ্রদ্ধা পাথিরানার

Mayank Yadav: চোটের জন্য চলতি আইপিএল-এর বাইরে পেস সেনসেশন ময়াঙ্ক যাদব

PREV
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে
পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে ভেঙে গিয়েছে! অবশেষে নীরবতা ভাঙলেন স্মৃতি মান্ধানা