সংক্ষিপ্ত

বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থকরা নিজেদের প্রিয় দলকে বিশ্বসেরা মনে করেন। কিন্তু প্রতিবারই আইসিসি টুর্নামেন্টে হতাশ হতে হয় টাইগারদের। এবারের টি-২০ বিশ্বকাপেও সেটাই হতে চলেছে।

এবারের টি-২০ বিশ্বকাপ শুরু হতে ৪ সপ্তাহ বাকি। কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলের প্রস্তুতি যেভাবে চলছে, তাতে একেবারেই খুশি নন তারকা অলরাউন্ডার শাকিব আল-হাসান। তিনি বলেছেন, ‘গত বিশ্বকাপে আমরা ভালো পারফরম্যান্স দেখিয়েছি। আমরা খুব ভালো ফল করতে না পারলেও, কেউই বলবেন না যে আমরা খারাপ খেলেছি। সেটা যদি মাপকাঠি হয়, তাহলে এই বিশ্বকাপে আমাদের সেটা পেরিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। আমাদের যদি পরের রাউন্ডে যেতে হয়, তাহলে প্রথম রাউন্ডে ৩ ম্যাচ জিততে হবে। অস্ট্রেলিয়ায় (২০২২ সালের টি-২০ বিশ্বকাপ) যাওয়ার আগে আমরা নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিরুদ্ধে খেলেছিলাম। ফলে বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে আমরা খুব ভালোভাবে প্রস্তুতি নিতে চাই। কিন্তু এবার আমাদের প্রস্তুতি মোটেই ভালো হয়নি। তবে আমাদের পক্ষে যতটা ভালোভাবে প্রস্তুতি নেওয়া সম্ভব সেটাই করছি।’

দুর্বল দলের বিরুদ্ধে খেলছে বাংলাদেশ

টি-২০ বিশ্বকাপের প্রস্তুতির জন্য জিম্বাবোয়ে ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সিরিজ খেলছে বাংলাদেশ। এ প্রসঙ্গে শাকিব বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খেলার বড় কারণ হল, আমরা ওদের পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাব। আমাদের দলের খুব বেশি ক্রিকেটার এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রে খেলেনি। ফলে সেখানকার পরিবেশ বুঝতে হবে আমাদের। এই দলের খুব কম ক্রিকেটারই ২০১৮ সালে ফ্লোরিডায় খেলেছিল। ফলে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই সিরিজ খেলে টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি নেব। কিন্তু আমি বলব, আমাদের প্রস্তুতি যথাযথ হচ্ছে না।’

কবে টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা করবে বাংলাদেশ?

এখনও টি-২০ বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ২৫ মে পর্যন্ত দল ঘোষণার সময় রয়েছে। তার মধ্যেই চূড়ান্ত দল ঘোষণা করতে হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Bangladesh Cricket Team: হাস্যকর রিভিউয়ের পর স্লিপে ক্যাচ ফস্কানোর রিলে, ফের ট্রোলড বাংলাদেশ

Bangladesh Vs Sri Lanka: দেশের মাটিতে শ্রীলঙ্কার কাছে লজ্জাজনক হার, টেস্ট ক্রিকেটে এখনও শিশু বাংলাদেশ

Bangladesh Premier League: বাংলাদেশ প্রিমিয়ার লিগ সার্কাস, কটাক্ষ জাতীয় দলের প্রধান কোচের