Mayank Yadav: চোটের জন্য চলতি আইপিএল-এর বাইরে পেস সেনসেশন ময়াঙ্ক যাদব

ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের তারকা হতে পারেন লখনউ সুপার জায়ান্টসের তরুণ পেসার ময়াঙ্ক যাদব। বলের গতির জন্য বিপক্ষের ব্যাটারদের চাপে ফেলে দিতে পারেন ময়াঙ্ক।

চোট পেয়ে চলতি আইপিএল থেকে ছিটকে গেলেন লখনউ সুপার জায়ান্টসের তরুণ পেসার ময়াঙ্ক যাদব। এই খবর জানিয়েছেন এলএসজি-র প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার। মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন চোট পেয়ে মাঠ ছাড়তে হয়ে ময়াঙ্ককে। এর আগেও চোট পান এই পেসার। চোটের জন্য তাঁর পক্ষে ৫ ম্যাচে খেলা সম্ভব হয়নি। এরপর ফিট হয়ে উঠে মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে তিনি দলে ফেরেন। এই ম্যাচে ৩.১ ওভার বোলিং করার পর ফের চোট পেয়ে মাঠ ছাড়তে হয় এই পেসারকে। তখনই আশঙ্কা করা হয়েছিল, এই চোট গুরুতর। ল্যাঙ্গার জানিয়েছেন, ময়াঙ্কের পক্ষে চলতি আইপিএল-এ আর কোনও ম্যাচেই খেলা সম্ভব হবে না। এর আগে যে জায়গায় চোট পেয়েছিলেন ময়াঙ্ক, ঠিক সেখানেই ফের চোট পেয়েছেন তিনি। স্ক্যান করে জানা গিয়েছে, চোট নেহাত ছোট নয়। এই কারণেই ময়াঙ্কের পক্ষে আপাতত মাঠে নামা সম্ভব হচ্ছে না।

প্লে-অফে খেলতে পারবেন ময়াঙ্ক?

Latest Videos

ল্যাঙ্গার জানিয়েছেন, ‘আমরা প্রার্থনা করছি, প্লে-অফের আগে যেন ফিট হয়ে উঠতে পারে ময়াঙ্ক। তবে একইসঙ্গে আমি বাস্তববাদী। ময়াঙ্কের পক্ষে চলতি আইপিএল-এর শেষদিকেও ফিট হয়ে উঠে মাঠে ফেরা হয়তো সম্ভব হবে না। ওর চোটের জায়গায় স্ক্যান করানো হয়েছে। ও এর আগে যে জায়গায় চোট পেয়েছিল, সেখানেই নতুন করে পেশি ছিঁড়ে গিয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ও চোট সারিয়ে দলে ফেরার পর কতটা প্রভাব ফেলেছিল সেটা আমরা দেখেছি।’

ময়াঙ্ককে পরামর্শ বুমরার

ল্যাঙ্গার জানিয়েছেন, মুম্বই ইন্ডিয়ানসের পেসার জসপ্রীত বুমরার সঙ্গে কথা হয়েছে ময়াঙ্কের। এই তরুণ পেসারকে চোটমুক্ত থাকার জন্য পরামর্শ দিয়েছেন বুমরা। তবে একইসঙ্গে তিনি বলেছেন, চোট-আঘাত ফাস্ট বোলারদের জীবনের অঙ্গ। এটা নিয়েই এগিয়ে যেতে হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

IPL 2024: বিরাট-ডু প্লেসির দুর্দান্ত ব্যাটিং, গুজরাটের বিরুদ্ধে সহজ জয় আরসিবি-র

MS Dhoni: 'ক্রিকেট জীবনে বাবার ভূমিকা পালন করছেন,' ধোনির প্রতি শ্রদ্ধা পাথিরানার

Kolkata Knight Riders: মুম্বইয়ের বিরুদ্ধে কেকেআর-এর জয়ে অখুশি শেন ওয়াটসন!

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

কি স্পর্ধা! সরাসরি মোদীকে হুমকি! Sarjis Alam on PM Modi #shorts #shortsvideo #shortsviral
'বাজপেয়ীজি না থাকলে তৃণমূলের জন্মই হত না' লোকসভায় বিস্ফোরক মন্তব্য Samik Bhattacharya-র
PM Modi-কে হুমকি দিয়ে রাতারাতি বিখ্যাত হওয়ার কৌশল! | Sarjis Alam | India Bangladesh News
Asianet News Live: তৃণমূলের বিরুদ্ধে ভয়ানক অভিযোগ বিজেপির,কী বলছেন, দেখুন সরাসরি
India-Bangladesh সীমান্তে উদ্ধার Pakistani মর্টার! চরম উত্তেজনা Dinhata-এ | Cooch Behar News Today