মহিলাদের বিশ্বকাপ: লরা উলভার্ডটের দাপটে বিধ্বস্ত ইংল্যান্ড, প্রথমবার ফাইনালে দক্ষিণ আফ্রিকা

Published : Oct 29, 2025, 10:48 PM IST
south africa into the final womens world cup 2025

সংক্ষিপ্ত

2025 ICC Women's Cricket World Cup: শেষপর্বে এসে জমে উঠেছে মহিলাদের ওডিআই বিশ্বকাপ। দুরন্ত ফর্মে থাকা ইংল্যান্ড (England Women) বুধবার সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকার (South Africa Women) কাছে হেরে গেল।

DID YOU KNOW ?
মহিলাদের ওডিআই বিশ্বকাপ
এখনও পর্যন্ত পুরুষদের ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারেনি দক্ষিণ আফ্রিকা। তবে এবার মহিলাদের ওডিআই বিশ্বকাপ জয় থেকে একধাপ দূরে প্রোটিয়ারা।

England Women vs South Africa Women: ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে প্রথমবার মহিলাদের ওডিআই বিশ্বকাপ (2025 ICC Women's Cricket World Cup) ফাইনালে পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকা। বুধবার গুয়াহাটির (Guwahati) বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে (Barsapara Cricket Stadium) টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ উইকেট হারিয়ে ৩১৯ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ৪২.৩ ওভারে ১৯৪ রানে অলআউট হয়ে গেল ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ডট (Laura Wolvaardt) ওপেন করতে নেমে ১৪৩ বলে ১৬৯ রানের অসাধারণ ইনিংস খেলেন। তিনি ২০টি বাউন্ডারি ও ৪টি ওভার-বাউন্ডারি মারেন। অপর ওপেনার তাজমিন ব্রিটসও (Tazmin Brits) ভালো ব্যাটিং করেন। তিনি ৬৫ বলে ৪৫ রান করেন। মেরিজেন ক্যাপও (Marizanne Kapp) ভালো ব্যাটিং করেন। তিনি ৩৩ বলে ৪২ রান করেন। ইনিংসের শেষদিকে ক্লো ট্রায়নও (Chloe Tryon) ভালো ব্যাটিং করেন। তিনি ২৬ বলে ৩৩ রান করেন। ইংল্যান্ডের হয়ে অসাধারণ বোলিং করেন সোফি এসক্লেস্টন (Sophie Ecclestone)। তিনি ১০ ওভার বোলিং করে ১ মেডেন-সহ ৪৪ রান দিয়ে ৪ উইকেট নেন। লরেন বেল (Lauren Bell) ১০ ওভার বোলিং করে ৫৫ রান দিয়ে ২ উইকেট নেন। অধিনায়ক ন্যাট স্কিভার-ব্রান্ট (Nat Sciver-Brunt) ৮ ওভার বোলিং করে ৬৭ রান দিয়ে ১ উইকেট নেন।

ইংল্যান্ডের ব্যাটিং ব্যর্থতা

ইংল্যান্ডের হয়ে সর্বাধিক ৬৪ রান করেন অধিনায়ক স্কিভার-ব্রান্ট। অ্যালিস ক্যাপসি (Alice Capsey) ৫০ রান করেন। ড্যানিয়েলে ওয়াট-হজ (Danielle Wyatt-Hodge) করেন ৩৪ রান। লিসনে স্মিথ (Linsey Smith) করেন ২৭ রান। বাকিরা কেউই দুই অঙ্কের রান করতে পারেননি। ব্যাটিংয়ের পর বোলিংয়েও অসাধারণ পারফরম্যান্স দেখান ক্যাপ। তিনি ৭ ওভার বোলিং করে ৩ মেডেন-সহ ২০ রান দিয়ে ৫ উইকেট নেন।

অবশেষে শিকে ছিঁড়ল দক্ষিণ আফ্রিকার

২০০০, ২০১৭ ও ২০২২ সালে মহিলাদের ওডিআই বিশ্বকাপ ফাইনালের খুব কাছাকাছি গিয়েও খালি হাতে ফিরতে হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। এবার সেমি-ফাইনালে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে তারা ফাইনালে পৌঁছে গেল। ফাইনালে পৌঁছে যাওয়ার পর চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে প্রোটিয়ারা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
প্রথমবার মহিলাদের ওডিআই বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা।
প্রথমবার মহিলাদের ওডিআই বিশ্বকাপ ফাইনালে পৌঁছে যাওয়ার পর এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে দক্ষিণ আফ্রিকা।
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম