2025 ICC Women's Cricket World Cup: মহিলাদের ওডিআই বিশ্বকাপে অন্যতম শক্তিশালী দল অস্ট্রেলিয়া (Australia Women) শুরু থেকেই অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে। এবার চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার অস্ট্রেলিয়া।
KNOW
Australia Women vs India Women: ৩০ অক্টোবর মহিলাদের ওডিআই বিশ্বকাপ (2025 ICC Women's Cricket World Cup) সেমি-ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া লড়াই হতে চলেছে। শনিবার লিগ পর্যায়ে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে (Australia Women vs South Africa Women) সহজেই সাত উইকেটে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকলেন এলিসি পেরিরা (Ellyse Perry)। সাত ম্যাচ খেলে অস্ট্রেলিয়ার পয়েন্ট ১৩। ছয় ম্যাচে জয় পেয়েছে তাহিলা ম্যাকগ্র্যাথের (Tahlia McGrath) দল। অন্য ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যাওয়ায় এক পয়েন্ট পেতে হয়েছে। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা পাঁচ ম্যাচে জয় পেয়েছে এবং দুই ম্যাচে হেরে গিয়েছে। প্রোটিয়াদের পয়েন্ট ১০। সেই দলই এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিধ্বস্ত হল। ফলে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে থাকা ভারতের লড়াই অত্যন্ত কঠিন। এখনও পর্যন্ত ছয় ম্যাচ খেলে তিন জয় ও তিন হারের ফলে ছয় পয়েন্ট পেয়েছে ভারত। তৃতীয় স্থানে থাকা ইংল্যান্ড (England Women) ছয় ম্যাচ খেলে নয় পয়েন্ট পেয়েছে। চার ম্যাচে জয় পেয়েছে ইংল্যান্ড। হার এক ম্যাচে এবং এক ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে।
আলানা কিংয়ের দাপট
শনিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার হয়ে সেরা পারফরম্যান্স দেখালেন আলানা কিং (Alana King)। এই লেগ-স্পিনার সাত ওভার বোলিং করে জোড়া মেডেন-সহ ১৮ রান দিয়ে সাত উইকেট নেন। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ২৪ ওভারে ৯৭ রানে অলআউট হয়ে যায় প্রোটিয়ারা। মাত্র তিনজন দুই অঙ্কের রান করতে সক্ষম হন। সর্বাধিক ৩১ রান করেন অধিনায়ক লরা উলভার্ডট (Laura Wolvaardt)। উইকেটকিপার সিনালো জাফতা (Sinalo Jafta) করেন ২৯ রান। নাদিন ডে ক্লার্ক (Nadine de Klerk) করেন ১৪ রান। রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার তেমন কোনও সমস্যা হয়নি। ১৬.৫ ওভারে তিন উইকেট হারিয়ে ৯৮ রান তুলে জয় পায় অস্ট্রেলিয়া। ওপেনার জর্জিয়া ভল (Georgia Voll) ৩৮ রান করে অপরাজিত থাকেন। উইকেটকিপার বেথ মুনি (Beth Mooney) করেন ৪২ রান।
ম্যাচের সেরা আলানা
অসাধারণ বোলিং করে এই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আলানা। সেমি-ফাইনালে তাঁর বোলিং সামলাতে হবে ভারতের ব্যাটারদের। এখন থেকেই সেই পরিকল্পনা শুরু করে দিচ্ছেন স্মৃতি মন্ধানারা (Smriti Mandhana)।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


