ধোনির অনুপ্রেরণায় মহিলাদের বিশ্বকাপে খেলতে নামছেন পাকিস্তানের অধিনায়ক!

Published : Sep 04, 2025, 05:41 PM IST

2025 Women's Cricket World Cup: ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে মহিলাদের বিশ্বকাপে খেলতে নামছেন পাকিস্তানের মহিলা দলের অধিনায়ক ফতিমা সানা (Fatima Sana)। তিনি নিজেই সে কথা জানিয়েছেন।

PREV
16
ভারতের সফলতম অধিনায়কের কাছ থেকে অনুপ্রেরণা নিচ্ছেন পাকিস্তানের অধিনায়ক

ফতিমা সানার অনুপ্রেরণা ধোনি!

পাকিস্তানের মহিলা দলের অধিনায়ক ফতিমা সানা জানিয়েছেন, তিনি এবারের বিশ্বকাপের আগে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে অনুপ্রেরণা নিচ্ছেন। পাকিস্তানের কোনও ক্রিকেটার ভারতের একজন ক্রিকেটারের প্রতি এতটা শ্রদ্ধাশীল, এই ঘটনা সাধারণত দেখা যায় না। কিন্তু এবার সানার কথায় ঠিক সেটাই জানা গেল। তিনি ধোনির অনুপ্রেরণায় বিশ্বকাপে ভালো পারফরম্যান্স দেখাতে চাইছেন।

DID YOU KNOW ?
ভারত-পাকিস্তান ম্যাচ
৫ অক্টোবর মহিলাদের বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচ হবে কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে।
26
মহিলাদের বিশ্বকাপের আগে স্নায়ুর চাপে ভুগছেন, জানিয়েছেন ফতিমা সানা

বিশ্বকাপের আগে নার্ভাস ফতিমা সানা

মহিলাদের বিশ্বকাপের আগে ফতিমা সানা জানিয়েছেন, ‘বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে দলের অধিনায়ক হলে শুরুতে একটু স্নায়ুর চাপে ভোগা স্বাভাবিক। কিন্তু আমি অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে অনুপ্রেরণা নিতে চাইছি। ভারত ও সিএসকে অধিনায়ক হিসেবে আমি ওঁর ম্যাচ দেখেছি। মাঠে ওঁর সিদ্ধান্ত নেওয়া, ঠান্ডা মাথায় খেলা, খেলোয়াড়দের পাশে থাকার মতো বিষয়গুলি থেকে অনেককিছু শেখার আছে। আমি যখন অধিনায়ক হই, তখন ভেবেছিলাম আমাকে ধোনির মতো হতে হবে। আমি ওঁর সাক্ষাৎকার দেখি এবং ওঁর কাছ থেকে শেখার চেষ্টা করি।’

৩০
৩০ সেপ্টেম্বর শুরু হচ্ছে মহিলাদের বিশ্বকাপ
শ্রীলঙ্কার মাটিতে মহিলাদের বিশ্বকাপের সব ম্যাচ খেলবে পাকিস্তান দল।
36
শ্রীলঙ্কার মাটিতে মহিলাদের বিশ্বকাপের সব ম্যাচ খেলবে পাকিস্তান দল

শ্রীলঙ্কায় ম্যাচ খেলবে পাকিস্তান

৩০ সেপ্টেম্বর শুরু হচ্ছে এবারের মহিলা বিশ্বকাপ। পাকিস্তান দল ভারতে খেলতে আসবে না বলে শ্রীলঙ্কার মাটিতে সব ম্যাচ খেলবে। কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে পাকিস্তানের সব ম্যাচ হবে। ২ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে মহিলাদের বিশ্বকাপ অভিযান শুরু করছে পাকিস্তান। এখন সেই ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত ফতিমা সানারা।

46
মহিলাদের বিশ্বকাপের প্রস্তুতিতে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে পাকিস্তান

মহিলাদের বিশ্বকাপের প্রস্তুতিতে পাকিস্তান

শ্রীলঙ্কার মাটিতে মহিলাদের বিশ্বকাপের আগে এই টুর্নামেন্টের প্রস্তুতির অঙ্গ হিসেবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজ খেলবে পাকিস্তান। এই সিরিজ শুরু হবে ১৬ সেপ্টেম্বর। এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধে জোড়া প্রস্তুতি ম্যাচ খেলবেন ফতিমা সানারা। এরপর তাঁরা বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবেন। বিশ্বকাপে ভালো পারফরম্যান্সের লক্ষ্যে পাকিস্তান।

56
যোগ্যতা অর্জন পর্বে শীর্ষে থেকে মহিলাদের বিশ্বকাপের মূলপর্বে পাকিস্তান দল

যোগ্যতা অর্জন পর্ব থেকে বিশ্বকাপে পাকিস্তান

২০২৪ সালের এপ্রিলে মহিলাদের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ভালো পারফরম্যান্স দেখিয়ে এই টুর্নামেন্টের মূলপর্বে জায়গা করে নেয় পাকিস্তান। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে শীর্ষে ছিলেন ফতিমা সানারা। তাঁরা বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ-সহ সব ম্যাচেই জয় পান। এবার বিশ্বকাপের মূলপর্বেও ভালো পারফরম্যান্স দেখাতে চান সানারা। তবে বিশ্বকাপের মূলপর্বের লড়াই খুব একটা সহজ হবে না।

66
মহিলাদের বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেই ভারত-পাকিস্তানের লড়াই

ভারত-পাক লড়াই

৩০ সেপ্টেম্বর মহিলাদের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারতীয় দল। এই ম্যাচ হবে গুয়াহাটিতে। এরপর ভারতীয় দল কলম্বোয় যাবে। সেখানে ৫ অক্টোবর বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে ভারতীয় দল। সেই ম্যাচ ফতিমা সানাদের কাছে বড় পরীক্ষা হতে চলেছে।

Read more Photos on
click me!

Recommended Stories