
বিগ ব্যাশ লিগে রবিচন্দ্রন অশ্বিন?
বিসিসিআই-এর নিয়ম অনুযায়ী, কোনও চুক্তিবদ্ধ ভারতীয় পুরুষ ক্রিকেটার বিদেশের ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগে খেলতে পারেন না। এই কারণে বিদেশের কোনও লিগে ভারতের পুরুষ ক্রিকেটারদের দেখা যায় না। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি আইপিএল থেকেও অবসরের কথা ঘোষণা করেছেন রবিচন্দ্রন অশ্বিন। ফলে তাঁর বিদেশের লিগে খেলতে বাধা নেই। শোনা যাচ্ছে, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলার জন্য আলোচনা চালাচ্ছেন অশ্বিন। তিনি এবার এই টি-২০ লিগে খেলতে পারেন।
অশ্বিনের সঙ্গে যোগাযোগ ক্রিকেট অস্ট্রেলিয়ার
ক্রিকেট বিষয়ক এক ওয়েবসাইট জানিয়েছে, রবিচন্দ্রন অশ্বিন আইপিএল থেকে অবসরের কথা ঘোষণা করার পরেই তাঁর সঙ্গে যোগাযোগ করেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও টড গ্রিনবার্গ। তিনি এই অলরাউন্ডারকে বিগ ব্যাশ লিগে খেলার প্রস্তাব দিয়েছেন। অশ্বিন আগেই জানিয়েছিলেন, তিনি বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ খুঁজবেন। ফলে বিগ ব্যাশ লিগে খেলার প্রস্তাব গ্রহণ করতে পারেন অশ্বিন।
বিগ ব্যাশ লিগে অশ্বিন?
এখনও পর্যন্ত ভারতের কোনও তারকা পুরুষ ক্রিকেটারের পক্ষেই বিগ ব্যাশ লিগের মতো বিদেশের ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগে খেলা সম্ভব হয়নি। কারণ, বিসিসিআই অনুমতি দেয় না। তবে আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল থেকে অবসরের পর এখন আর বিসিসিআই-এর নিয়মের বেড়াজালে আবদ্ধ নেই রবিচন্দ্রন অশ্বিন। ফলে তিনি বিগ ব্যাশ লিগে খেলতেই পারেন। সেক্ষেত্রে এই লিগের আকর্ষণ বেড়ে যাবে। ক্রিকেট অস্ট্রেলিয়া ঠিক সেটাই চাইছে।
অশ্বিনকে নিয়ে আশায় ক্রিকেট অস্ট্রেলিয়া
এক ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও টড গ্রিনবার্গ জানিয়েছেন, ‘অশ্বিনের মতো কেউ যদি বিবিএল-এ খেলতে আসে, তাহলে আমাদের পক্ষে সবদিক থেকেই ভালো হবে। ও একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার। ও বিগ ব্যাশ লিগে খেলতে এলে এই লিগের গুরুত্ব অনেক বেড়ে যাবে। এবারের গ্রীষ্মে আমাদের ক্রিকেটের আকর্ষণ বেড়ে যাবে।’
কত অর্থ পাবেন অশ্বিন?
বিগ ব্যাশ লিগের বেশিরভাগ দলই ড্রাফটের সময় ক্রিকেটারদের দলে নেওয়ার জন্য নির্দিষ্ট অর্থ খরচ করে ফেলেছে। দল গঠনের জন্য অর্থ খরচের পরিমাণ নির্দিষ্ট করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই পরিস্থিতিতে রবিচন্দ্রন অশ্বিন যদি সত্যিই কোনও দলের সঙ্গে যুক্ত হন, তাহলে তাঁর সঙ্গে ম্যাচ প্রতি অর্থ দেওয়ার চুক্তি করা হতে পারে। অতীতে ডেভিড ওয়ার্নারের সঙ্গে এরকম চুক্তি করা হয়েছিল।
মেলবোর্নের দলে অশ্বিন?
ক্রিকেট মহলে জল্পনা চলছে, বিগ ব্যাশ লিগে মেলবোর্নের ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে পারেন রবিচন্দ্রন অশ্বিন। যদিও এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। এই টি-২০ লিগে অশ্বিনের মতো বড়মাপের ক্রিকেটার কমই আছেন। একাধিকবার বিশ্বকাপ, আইপিএল জিতেছেন এই অলরাউন্ডার। তিনি টি-২০ ফর্ম্যাটে অত্যন্ত কার্যকরী খেলোয়াড়। এই কারণেই তাঁকে বিগ ব্যাশ লিগে খেলানোর চেষ্টা করা হচ্ছে।