'ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য প্রার্থনা করছি,' বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনা নিয়ে বার্তা বিরাটের

Published : Sep 03, 2025, 06:10 PM IST

Bengaluru stampede: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) প্রথমবার আইপিএল (IPL 2025) চ্যাম্পিয়ন হওয়ার পর ভিকট্রি প্যারেড চলাকালীন পদপিষ্ট হয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয় এবং অনেকে জখম হন। এখনও সেই ঘটনা নিয়ে আলোচনা চলছে।

PREV
16
৪ জুন বেঙ্গালুতে পদপিষ্টের ঘটনার ৩ মাস পর এ বিষয়ে মুখ খুললেন বিরাট কোহলি

৪ জুনের ঘটনা নিয়ে বার্তা বিরাট কোহলির

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর ভিকট্রি প্যারেড চলাকালীন এম চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে অন্তত ১১ জনের মৃত্যু হয় এবং ৪০ জনেরও বেশি ক্রিকেটপ্রেমী জখম হন। ৪ জুন এই ঘটনা ঘটে। এতদিন এ বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি আরসিবি তারকা বিরাট কোহলি। এবার তিনি এ বিষয়ে মুখ খুললেন। ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারগুলিকে বিশেষ বার্তা দিলেন এই কিংবদন্তি ক্রিকেটার।

DID YOU KNOW ?
বেঙ্গালুরুতে পদপিষ্ট হয়ে মৃত্যু
বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনায় বিরাট কোহলির বিরুদ্ধেও থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
26
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিরাট কোহলির বার্তা

আরসিবি সমর্থকদের বিশেষ বার্তা বিরাটের

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পদপিষ্টের ঘটনা নিয়ে বিরাট কোহলির বার্তা শেয়ার করা হয়েছে। এই ঘটনা প্রসঙ্গে বিরাট বলেছেন, ‘৪ জুন যেভাবে আমাদের হৃদয় ভেঙে গিয়েছে, তার জন্য জীবনের কিছুই আমাদের প্রস্তুত করে না। আমাদের ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে যেটা সবচেয়ে আনন্দের মুহূর্ত হতে পারত, সেটাই সবচেয়ে মর্মান্তিক মুহূর্তে পরিণত হয়েছে।’

৪ জুন বেঙ্গালুরুতে পদপিষ্ট হয়ে অন্তত ১১ জনের মৃত্যু।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর ভিকট্রি প্যারেডে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয় এবং ৪০ জন জখম হন।
36
বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারগুলিকে বার্তা বিরাট কোহলির

দুঃখপ্রকাশ বিরাটের

বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনা প্রসঙ্গে বিরাট কোহলি আরও বলেছেন, ‘আমরা যাঁদের হারিয়েছি, আমি সেই পরিবারগুলির কথা ভাবছি এবং তাঁদের জন্য প্রার্থনা করছি। আমাদের যে সমর্থকরা জখম হয়েছেন, তাঁদের জন্যও প্রার্থনা করছি। আপনাদের এই ক্ষতি এখন আমাদের গল্পের অংশ হয়ে গিয়েছে। যত্ন, শ্রদ্ধা ও দায়িত্বের মাধ্যমে আমরা একসঙ্গে এগিয়ে যাব।’

46
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক রজত পতিদারও মর্মান্তিক ঘটনা নিয়ে বার্তা দিয়েছেন

রজত পতিদারের বার্তা

৪ জুনের ঘটনা প্রসঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক রজত পতিদার বলেছেন, ‘আমি যখনই আরসিবি-র হয়ে খেলতে নামি, তখন আবেগতাড়িত হয়ে থাকি। সেই আবেগ আপনাদের কাছ থেকেই আসে। আপনাদের ভালোবাসা, বিশ্বাস ও অটুট সমর্থন আমাদের আবেগতাড়িত করে তোলে। আপনারা সবসময় আমাদের পাশে থেকেছেন। আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাতে চাই, আমরাও আপনাদের পাশে আছি। আপনাদের জন্য আমি সবসময় ভাবছি ও প্রার্থনা করছি।’

56
বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনায় বিরাট কোহলির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

বিরাটের বিরুদ্ধে অভিযোগ দায়ের

বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনা নিয়ে বিরাট কোহলির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এইচ এম ভেঙ্কটেশ নামে এক সমাজকর্মী বেঙ্গালুরুর কাব্বন পার্ক থানায় বিরাটের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। কর্ণাটকের শিবামোগ্গা জেলার বাসিন্দা ভেঙ্কটেশ। তাঁর দাবি, বিরাটকে এই মামলার সঙ্গে যুক্ত করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কাব্বন পার্ক থানার পুলিশ জানিয়েছে, ইতিধ্যেই যে মামলা দায়ের করা হয়েছে, তার মধ্যেই বিরাটের বিরুদ্ধে অভিযোগ গণ্য করা হবে। তদন্ত চলাকালীন বিরাটের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হবে।

66
বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনায় হতাহতদের পরিবারের জন্য আর্থিক সাহায্য ঘোষণা

আর্থিক সাহায্য ঘোষণা আরসিবি-র

৩০ অগাস্ট রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, বেঙ্গালুরুতে পদপিষ্ট হয়ে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের প্রত্যেকের পরিবারের জন্য ২৫ লক্ষ টাকা করে সাহায্য করা হবে। এই ঘটনায় যাঁরা জখম হয়েছেন, তাঁদেরও আর্থিক সাহায্য করা হচ্ছে। প্রথমে আরসিবি-র পক্ষ থেকে ১০ লক্ষ টাকা করে সাহায্যের কথা ঘোষণা করা হয়েছিল। তবে পরবর্তীকালে টাকার অঙ্ক বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে।

click me!

Recommended Stories