টি-২০ বিশ্বকাপ ২০২৬: শনিবার ভারতের দল ঘোষণা, নজরে শুবমান গিল-সঞ্জু স্যামসন

Published : Dec 19, 2025, 12:01 PM ISTUpdated : Dec 19, 2025, 12:08 PM IST
Sanju Samson  Gautam Gambhir Ajit Agarkar Team India

সংক্ষিপ্ত

2026 ICC Men's T20 World Cup: কিছুদিন আগেই টি-২০ বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি। দেশের মাটিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে ভারতীয় দল। বিসিসিআই (BCCI) দল ঘোষণা করার আগে ক্রিকেট মহলে জল্পনা চলছে।

DID YOU KNOW ?
২ বারের চ্যাম্পিয়ন ভারত
ভারতীয় দল ২০০৭ ও ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। খেতাব ধরে রাখার লক্ষ্যে ভারতীয় দল।

Team India: শনিবার টি-২০ বিশ্বকাপের (2026 ICC Men's T20 World Cup) জন্য ভারতীয় দল ঘোষণা করা হবে। দেশের মাটিতে নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলবে ভারতীয় দল। এই সিরিজের দল এবং টি-২০ বিশ্বকাপের দল একই থাকবে। টি-২০ বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজই ভারতীয় দলের কাছে প্রস্তুতির শেষ সুযোগ। এই সিরিজের দলে যাঁরা থাকবেন, তাঁরাই টি-২০ বিশ্বকাপের দলে থাকবেন। শনিবার মুম্বইয়ে (Mumbai) বিসিসিআই (BCCI) সদর দফতরে নির্বাচকদের বৈঠক হবে। এই বৈঠকেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ও টি-২০ বিশ্বকাপের জন্য দল বেছে নেওয়া হবে। দল নির্বাচনী বৈঠকে নির্বাচকদের পাশাপাশি টি-২০ ফর্ম্যাটে ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ও ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) থাকার কথা রয়েছে। দল নির্বাচনের পর সাংবাদিক বৈঠকে প্রধান নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar) ও শুবমানের থাকার কথা রয়েছে।

নতুন বছরে ভারত-নিউজিল্যান্ড সিরিজ

বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৬ সালের ১১ জানুয়ারি ভারত-নিউজিল্যান্ড সিরিজ শুরু হচ্ছে। দুই দল প্রথমে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে। ১১ জানুয়ারি, ১৪ জানুয়ারি ও ১৮ জানুয়ারি তিনটি ওডিআই ম্যাচ হবে। তারপর পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ হবে। ২১ জানুয়ারি টি-২০ সিরিজ শুরু হবে। ২৩ জানুয়ারি, ২৫ জানুয়ারি, ২৮ জানুয়ারি ও ৩১ জানুয়ারি টি-২০ সিরিজের বাকি ম্যাচগুলি হবে।

খেতাব ধরে রাখতে পারবে ভারতীয় দল?

২০০৭ সালে শুরু হয়েছে টি-২০ বিশ্বকাপ। এখনও পর্যন্ত কোনও দল পরপর দু'বার চ্যাম্পিয়ন হতে পারেনি। এবার দেশের মাটিতে সূর্যকুমাররা খেতাব ধরে রাখার চেষ্টা করবেন। টি-২০ ফর্ম্যাটে ভারতীয় দলের সহ-অধিনায়ক শুবমান গিল (Shubman Gill) ফের চোট পেয়েছেন। তিনি এই ফর্ম্যাটে ভালো পারফরম্যান্সও দেখাতে পারছেন না। ফলে তাঁকে নিয়ে প্রশ্ন রয়েছে। উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন (Sanju Samson) টি-২০ বিশ্বকাপের দলে থাকবেন কি না, সে বিষয়েও প্রশ্ন রয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৭ ফেব্রুয়ারি শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ ২০২৬।
৭ ফেব্রুয়ারি ভারত-মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচের মধ্যে দিয়ে শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ ২০২৬।
Read more Articles on
click me!

Recommended Stories

টি-২০ বিশ্বকাপ ২০২৬: ইডেন গার্ডেন্সে সেমি-ফাইনাল ম্যাচ দেখতে চান? টিকিটের দাম জেনে নিন
জোড়া রোগে ভুগছেন চাহাল, কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে ডেঙ্গু-চিকুনগুনিয়া?