সৈয়দ মুস্তাক আলি ট্রফি ফাইনাল: অনবদ্য শতরান, ঝাড়খণ্ডকে প্রথম খেতাব জেতালেন ঈশান কিষান

Published : Dec 18, 2025, 11:19 PM IST
Ishan Kishan SMAT Final

সংক্ষিপ্ত

Syed Mushtaq Ali Trophy 2025: এবারের সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অনেক খেলোয়াড়ই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। ফাইনালে দুর্দান্ত ব্যাটিং করে সেই ধারা অব্যাহত রাখলেন ঈশান কিষান (Ishan Kishan)।

DID YOU KNOW ?
ঈশান কিষানের শতরান
বেশ কিছুদিন ধরে জাতীয় দলের বাইরে থাকলেও, সৈয়দ মুস্তাক আলি ট্রফি ফাইনালে শতরান করলেন ঈশান কিষান।

Syed Mushtaq Ali Trophy Final 2025: আইপিএল ২০২৬-এর মিনি নিলাম (IPL 2026 Mini Auction) হয়ে যাওয়ার ঠিক পরেই সৈয়দ মুস্তাক আলি ট্রফি ফাইনালে ঝোড়ো শতরান করলেন ঈশান কিষান। তিনি বৃহস্পতিবার হরিয়ানার বিরুদ্ধে (Haryana vs Jharkhand) ওপেন করতে নেমে ৪৯ বলে ১০১ রানের অনবদ্য ইনিংস খেললেন। এই ইনিংসে ছিল ছয়টি বাউন্ডারি ও ১০টি ওভার-বাউন্ডারি। ঈশানের পাশাপাশি দুর্দান্ত ব্যাটিং করেন কুমার কুশাগ্র (Kumar Kushagra)। তিনি ৩৮ বলে ৭১ রান করেন। তাঁর ইনিংসে ছিল আটটি বাউন্ডারি ও পাঁচটি ওভার-বাউন্ডারি। অনুকূল রায়ও (Anukul Roy) ঝোড়ো ব্যাটিং করেন। তিনি ২০ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন। তিনি তিনটি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারি মারেন। রবিন মিনজও (Robin Minz) দুর্দান্ত ব্যাটিং করেন। তিনি ১৪ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন। তিনি তিনটি ওভার-বাউন্ডারি মারেন।

৬৯ রানে জয় ঝাড়খণ্ডের

এদিন টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে তিন উইকেট হারিয়ে ২৬৩ রান করে ঝাড়খণ্ড। জবাবে ১৮.৩ ওভারে ১৯৩ রানে অলআউট হয়ে যায় হরিয়ানা। ঝোড়ো অর্ধশতরান করেন যশবর্ধন দালাল (Yashvardhan Dalal)। তিনি ২২ বলে ৫৩ রান করেন। তাঁর ইনিংসে ছিল জোড়া বাউন্ডারি ও পাঁচটি ওভার-বাউন্ডারি। নিশান্ত সিন্ধু (Nishant Sindhu) ১৫ বলে ৩১ রান করেন। তিনি ছয়টি বাউন্ডারি মারেন। সামন্ত জাখর (Samant Jakhar) ১৭ বলে ৩৮ রান করেন। তাঁর ইনিংসে ছিল জোড়া বাউন্ডারি ও চারটি ওভার-বাউন্ডারি। ঝাড়খণ্ডের হয়ে সুশান্ত মিশ্র (Sushant Mishra) চার ওভার বোলিং করে ২৭ রান দিয়ে তিন উইকেট নেন। বাল কৃষ্ণ (Bal Krishna) ৩.৩ ওভার বোলিং করে ৩৮ রান দিয়ে তিন উইকেট নেন। বিকাশ সিং (Vikash Singh) তিন ওভার বোলিং করে ৩০ রান দিয়ে জোড়া উইকেট নেন। অনুকূল চার ওভার বোলিং করে ৪২ রান দিয়ে জোড়া উইকেট নেন।

প্রথম খেতাব ঝাড়খণ্ডের

প্রথমবার সৈয়দ মুস্তাক আলি ট্রফি জিতল ঝাড়খণ্ড। দলের এই সাফল্যে বড় অবদান থাকল ঈশানের। এই ওপেনার ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ফের জাতীয় দলে ফেরার দাবি জোরদার করলেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
প্রথমবার সৈয়দ মুস্তাক আলি ট্রফি জিতল ঝাড়খণ্ড।
ঈশান কিষানের অনবদ্য শতরানের সুবাদে প্রথমবার সৈয়দ মুস্তাক আলি ট্রফি চ্যাম্পিয়ন হল ঝাড়খণ্ড।
Read more Articles on
click me!

Recommended Stories

'সুনীল গাভাসকর টি-২০ খেললে সেরা ব্যাটার হতেন,' কলকাতায় এসে বললেন কপিল দেব
আইপিএল ২০২৬: শক্তিশালী দল গড়েছে, ভারসাম্য আনতে পেরেছে কলকাতা নাইট রাইডার্স?