বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৬: 'Palyer Of The Tournament'! সোশ্যাল মিডিয়ায় হাসির রোল

Published : Jan 24, 2026, 11:31 PM IST
Bangladesh Premier League 2026

সংক্ষিপ্ত

Bangladesh Premier League 2026: বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে অনেক বড়াই করা হয়। বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে এই টি-২০ লিগকে আইপিএল-এর (IPL 2026) চেয়েও বড় করে দেখানোর চেষ্টা চলছে। কিন্তু বাংলাদেশের দুরবস্থা প্রকট হয়ে গিয়েছে।

DID YOU KNOW ?
বাংলাদেশ প্রিমিয়ার লিগ
আইপিএল-এর অনুকরণে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। তবে এই টি-২০ লিগে বারবার অব্যবস্থা দেখা যাচ্ছে।

Bangladesh Cricket: 'Palyer Of The Tournament'। হ্যাঁ, ঠিকই পড়ছেন, 'Player Of The Tournament' নয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (Bangladesh Premier League 2026) ফাইনালের পর টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার পান ফরচুন বরিশাল (Fortune Barishal) দলের বাঁ হাতি পেসার শরিফুল ইসলাম (Shoriful Islam)। তাঁকে ১০ লক্ষ টাকার চেক দেওয়া হয়। যে কোনও টুর্নামেন্টেই সেরা খেলোয়াড়ের হাতে যে প্রতীকি চেক দেওয়া হয়, শরিফুলকেও সেরকমই চেক দেওয়া হয়। তার উপরেই লেখা ছিল, 'Palyer Of The Tournament'। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (Bangladesh Cricket Board) ভেরিফায়েড 'এক্স' হ্যান্ডলে সেই ছবি শেয়ার করা হয়েছে। এখনও সেই পোস্ট রয়েছে। এই পোস্টের মাধ্যমে নিজেদেরই হাস্যকর করে তুলেছে বিসিবি। সোশ্যাল মিডিয়ায় অনেকেই হাসাহাসি করছেন।

ফিরল 'ফাইনাল ম্যাচ ইয়োর পারফর্ম'-এর স্মৃতি

বাংলাদেশ প্রিমিয়ার লিগে হাস্যকর ঘটনা নতুন কিছু নয়। তবে সবচেয়ে হাস্যকর ঘটনা ঘটেছিল ২০২৩ সালে। সেবার চ্যাম্পিয়ন হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স (Comilla Victorians)। ফাইনালের পর মাঠে দাঁড়িয়ে ক্রিকেটারদের সঙ্গে কথা বলছিলেন সম্প্রচারকারী সংস্থার এক সাংবাদিক। তিনি ইংরাজিতে ভালোভাবে কথা বলতে পারছিলেন না। সুনীল নারিনকে (Sunil Narine) প্রশ্ন করেন, 'বিপিএল অল ম্যাচ ইয়োর পারফর্ম দিস হ্যাপেনিং।' মইন আলিকে (Moeen Ali) প্রশ্ন করেন, 'ফাইনাল ম্যাচ ইয়োর পারফর্ম হ্যাপেনিং।' মইন সেই প্রশ্ন বুঝতে পারেননি। এরপর সেই সাংবাদিক ফের বলেন, 'ফাইনাল ম্যাচ, ইয়োর পারফর্ম।' এরপর আন্দ্রে রাসেলকে (Andre Russell) দেখতে পেয়ে সেই সাংবাদিক প্রশ্ন করেন, ‘ফাইনাল ম্যাচ, ইয়োর পারফর্ম, হোয়াট হ্যাপেনিং?’ রাসেল সেই প্রশ্ন বুঝতে না পেরে বলেন, 'হোয়াট ডু ইউ মিন?' এরপর সেই সাংবাদিক বলেন, 'ফাইনাল ম্যাচ, ইয়োর পারফর্ম, স্যাটিসফায়েড?' সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। রাসেলদেরও পরবর্তীকালে এই কথা নিয়ে হাসাহাসি করতে দেখা গিয়েছে।

 

 

ছন্নছাড়া বাংলাদেশ ক্রিকেট

টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup) থেকে সরে যাওয়ায় বাংলাদেশ ক্রিকেটের চরম দুরবস্থা আসতে চলেছে। বিসিবি-র উপর কঠোর শাস্তির বোঝা চাপিয়ে দিতে পারে আইসিসি। এ বিষয়েই এখন ক্রিকেট মহলে আলোচনা চলছে।

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১২
বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১২-তম মরসুম শেষ হল।
২০১২ সালে শুরু হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ। একাধিক মরসুমে এই টি-২০ লিগ না হওয়ায় এবার ১২-তম মরসুমের খেলা হল।
Read more Articles on
click me!

Recommended Stories

টি-২০ বিশ্বকাপ ২০২৬: ডিরেক্টরের পদত্যাগ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অন্তর্দ্বন্দ্ব?
টি-২০ বিশ্বকাপ ২০২৬: বাংলাদেশ বাদ পড়ার পর এবার সরে যাবে পাকিস্তান?