টি-২০ বিশ্বকাপ ২০২৬: কোন ৫ জন ক্রিকেটার ভারতীয় দলের তুরুপের তাস হতে পারেন?

Published : Jan 18, 2026, 12:53 PM IST

2026 ICC Men's T20 World Cup: দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে (India vs New Zealand) সিরিজ খেলে টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে ভারতীয় দল। তবে বিশ্বকাপের আগে দলের একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটার চোট পাওয়ায় কিছুটা সমস্যা হচ্ছে।

PREV
16
প্রথম দল হিসেবে পরপর ২ বার টি-২০ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে ভারত, চলছে প্রস্তুতি

খেতাব ধরে রাখার লড়াই ভারতের

২০২৪ সালে রোহিত শর্মার নেতৃত্বে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল। এবার দেশের মাটিতে সূর্যকুমার যাদবের নেতৃত্বে ফের চ্যাম্পিয়ন হওয়াই ভারতীয় দলের লক্ষ্য। কোনও দল এখনও পর্যন্ত পরপর ২ বার টি-২০ বিশ্বকাপ জিততে পারেনি। প্রথম দল হিসেবে সেই নজির গড়ার লক্ষ্যে সূর্যকুমাররা। তাঁরা টি-২০ বিশ্বকাপের জন্য প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন।

DID YOU KNOW ?
আত্মবিশ্বাসী ভারতীয় দল
দেশের মাটিতে টি-২০ বিশ্বকাপে খেলতে নামার আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলে প্রস্তুতি নিচ্ছে ভারতীয় দল।
26
টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের অন্যতম ভরসা হতে চলেছেন ওপেনার অভিষেক শর্মা

ভারতের ভরসা অভিষেক শর্মা

গত বছর টি-২০ ফর্ম্যাটে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন অভিষেক শর্মা। এই তরুণ ওপেনার ১,৬০২ রান করেছেন। তাঁর স্ট্রাইক রেট ছিল ২০০-এর বেশি। আন্তর্জাতিক টি-২০ ম্যাচে তিনি জোড়া শতরান করেছেন। এর মধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৫ রানের অসামান্য ইনিংস ছিল। টি-২০ বিশ্বকাপে যদি অভিষেক একইভাবে ব্যাটিং করতে পারেন, তাহলে বিপক্ষ দলগুলি নিশ্চিতভাবেই সমস্যায় পড়বে।

পরপর ২ বার টি-২০ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে ভারতীয় দল।
প্রথম দল হিসেবে পরপর ২ বার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে খেলতে নামছে ভারতীয় দল।
36
টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের বোলিং আক্রমণের অন্যতম ভরসা জসপ্রীত বুমরা

ভারতের বোলিং আক্রমণের ভরসা জসপ্রীত বুমরা

গত কয়েক বছর ধরে যে কোনও ফর্ম্যাটে ভারতীয় দলের সেরা পেসার জসপ্রীত বুমরা। আসন্ন টি-২০ বিশ্বকাপেও এই পেসারের উপর ভরসা করছে ভারতীয় শিবির। বিশ্বকাপের কথা মাথায় রেখেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দিকে নজর রেখেছে টিম ম্যানেজমেন্ট। নির্বাচকরাও বুমরার ওয়ার্কলোড নিয়ে সতর্ক। সবারই আশা, তরতাজা অবস্থায় খেলতে নেমে টি-২০ বিশ্বকাপে ভালো পারফরম্যান্স দেখাবেন এই পেসার।

46
এবারের টি-২০ বিশ্বকাপে পার্থক্য গড়ে দিতে পারে হার্দিক পান্ডিয়ার অলরাউন্ড পারফরম্যান্স

ভারতীয় দলের ভরসা হার্দিক পান্ডিয়া

২০২৪ সালে টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছিলেন। এবার দেশের মাটিতে টি-২০ বিশ্বকাপেও ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি এই অলরাউন্ডার। তাঁর ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও ভারতীয় দলের বড় ভরসা। দেশের মাটিতে চেনা পরিবেশ-পরিস্থিতিতে বিপক্ষ দলগুলির কৌশল ব্যর্থ করে দেওয়াই হার্দিকের লক্ষ্য। তিনি ফর্মে থাকলে ব্যাটিংয়ে যে কোনও টার্গেট তাড়া করে দলকে জেতাতে পারেন এবং বোলিংয়েও অসম্ভবকে সম্ভব করে তুলতে পারেন। এই কারণেই তিনি ভারতীয় দলের ভরসা।

56
টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের লোয়ার অর্ডার ব্যাটিংয়ের ভরসা রিঙ্কু সিং

ভালো পারফরম্যান্সের লক্ষ্যে রিঙ্কু সিং

আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে অসাধারণ ব্যাটিং করার সুবাদে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন রিঙ্কু সিং। এবার টি-২০ বিশ্বকাপে ভালো পারফরম্যান্স দেখানোর জন্য তৈরি হচ্ছেন এই ব্যাটার। টি-২০ ফর্ম্যাটে তাঁর স্ট্রাইক রেট ১৬০-এর বেশি। ডেথ ওভারে এই স্ট্রাইক রেটই হয়ে গিয়েছে ২০০। কম বলে বেশি রান করার দরকার হলে দলের ভরসা রিঙ্কু। গত বছর এশিয়া কাপেও অসাধারণ পারফরম্যান্স দেখান এই ব্যাটার। তিনি টি-২০ বিশ্বকাপেও ভালো পারফরম্যান্স দেখাবেন বলে আশায় ভারতীয় শিবির।

66
টি-২০ বিশ্বকাপে বিপক্ষ দলের ব্যাটারদের ঘোল খাওয়াতে তৈরি 'বিস্ময় স্পিনার' বরুণ চক্রবর্তী

অসাধারণ পারফরম্যান্স বরুণ চক্রবর্তীর

গত বছর টি-২০ ফর্ম্যাটে অসামান্য পারফরম্যান্স দেখান বরুণ চক্রবর্তী। তিনি এই ফর্ম্যাটে বিশ্বের সেরা বোলার হয়ে উঠেছেন। সারা বছরে তিনি ৩৬ উইকেট নিয়েছেন। তাঁর বোলিংয়ের রহস্য এখনও ভেদ করতে পারেননি বিপক্ষ দলের ব্যাটাররা। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে দুর্দান্ত বোলিং করেছেন এই স্পিনার। তিনি টি-২০ বিশ্বকাপেও একইরকম পারফরম্যান্স দেখাতে চান।

Read more Photos on
click me!

Recommended Stories