2026 ICC Men's T20 World Cup: ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে (India vs New Zealand) টি-২০ সিরিজের ভারতীয় দল এবং টি-২০ বিশ্বকাপের দল একইসঙ্গে ঘোষণা করা হয়েছে।
KNOW
Washington Sundar Injury: টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) কি খেলতে পারবেন ভারতীয় দলের অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর? ভারতীয় ক্রিকেট মহলে এখন আলোচনা চলছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে (India vs New Zealand) সিরিজের প্রথম ওডিআই ম্যাচের পরেই চোট পাওয়ায় এই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন এই অলরাউন্ডার। বিসিসিআই-এর (BCCI) পক্ষ থেকে জানানো হয়েছে, ভডোদরায় (Vadodara) বোলিং করার সময় পাঁজরে অস্বস্তি বোধ করতে থাকেন ওয়াশিংটন। এই কারণেই তাঁর পক্ষে দ্বিতীয় ও তৃতীয় ওডিআই ম্যাচে খেলা সম্ভব হবে না। এই অলরাউন্ডারের চোট গুরুতর কি না, তা স্ক্যানের রিপোর্ট পাওয়ার পরেই জানা যাবে। ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। তার মধ্যে ওয়াশিংটনের পক্ষে ফিট হয়ে ওঠা সম্ভব না-ও হতে পারে। এই কারণেই তাঁর সম্ভাব্য পরিবর্ত ক্রিকেটারদের নিয়ে আলোচনা চলছে। চলতি সিরিজে ওয়াশিংটনের পরিবর্তে ভারতীয় দলে জায়গা পেয়েছেন আয়ূষ বাদোনি (Ayush Badoni)। তবে টি-২০ বিশ্বকাপে কে সুযোগ পাবেন, তা এখনও স্পষ্ট নয়।
ওয়াশিংটনের পরিবর্ত হতে পারেন নীতীশ কুমার রেড্ডি?
টি-২০ বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় দলে জায়গা পাননি নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। সিম বোলিং অলরাউন্ডার হিসেবে শিবম দুবে (Shivam Dube) ও হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) দলে নেওয়া হয়েছে। ঘরোয়া টি-২০ ক্রিকেটে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন নীতীশ। তিনি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (Syed Mushtaq Ali Trophy) মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বিরুদ্ধে হ্যাটট্রিক করেন এই অলরাউন্ডার। ফলে তিনি এবার ভারতীয় দলে জায়গা পেতে পারেন।
বাংলার অলরাউন্ডার ভারতীয় দলে সুযোগ পাবেন?
টি-২০ বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় দলে স্পিনারদের আধিক্য রয়েছে। এই কারণে ওয়াশিংটনের পরিবর্ত হিসেবে ভারতীয় দলে জায়গা পেতে পারেন বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed)। দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতীয় দলে অক্ষর প্যাটেলের (Axar Patel) পরিবর্ত হিসেবে জায়গা পান শাহবাজ। এই অলরাউন্ডার বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) একটি শতরান ও তিনটি অর্ধশতরান-সহ ৩৯০ রান করেন শাহবাজ। ফলে তিনি টি-২০ বিশ্বকাপে খেলার সুযোগ পেতে পারেন। বরোদার (Baroda) অলরাউন্ডার ক্রুণাল পান্ডিয়াও (Krunal Pandya) ওয়াশিংটনের পরিবর্ত হতে পারেন। তবে এই অলরাউন্ডার ২০২১ সালের পর আর জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি। ফলে তাঁর টি-২০ বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়ার সম্ভাবনা কম।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


