টি-২০ বিশ্বকাপ ২০২৬: ইডেন গার্ডেন্সে সেমি-ফাইনাল ম্যাচ দেখতে চান? টিকিটের দাম জেনে নিন

Published : Dec 19, 2025, 10:53 AM IST

2026 ICC Men's T20 World Cup: দেড় মাস পরেই শুরু হতে চলেছে পুরুষদের টি-২০ বিশ্বকাপ। এই টুর্নামেন্টের সূচি ঘোষণা করা হয়েছে। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) সেমি-ফাইনাল-সহ একাধিক ম্যাচ হবে।

PREV
15
ইডেন গার্ডেন্সে টি-২০ বিশ্বকাপের একাধিক ম্যাচ দেখার সুযোগ পাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা

ইডেনে একাধিক ম্যাচ

৭ ফেব্রুয়ারি ভারত-মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচের মাধ্যমে পুরুষদের টি-২০ বিশ্বকাপ শুরু হতে চলেছে। এই টুর্নামেন্টে গ্রুপ লিগের কয়েকটি ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে হবে। এছাড়া সুপার এইট, সেমি-ফাইনাল ম্যাচও ইডেনে হবে। ফলে বাংলার ক্রিকেটপ্রেমীরা স্টেডিয়ামের গ্যালারিতে বসে টি-২০ বিশ্বকাপের ম্যাচ দেখার সুযোগ পাচ্ছেন। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে টিকিটের দামও ঘোষণা করা হয়েছে।

DID YOU KNOW ?
প্রথমবার চ্যাম্পিয়ন ভারত
২০০৭ সালে শুরু হয় টি-২০ বিশ্বকাপ। সেবার দক্ষিণ আফ্রিকার মাটিত ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল।
25
ইডেন গার্ডেন্সে মাত্র ১০০ টাকায় বাংলাদেশ, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দেখা যাবে

ইডেনে মাত্র ১০০ টাকা টিকিটের দাম

সিএবি-র পক্ষ থেকে জানানো হয়েছে, টি-২০ বিশ্বকাপে গ্রুপ লিগে ইডেন গার্ডেন্সে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও ইতালির ম্যাচ হবে। এর মধ্যে বাংলাদেশ-ইতালি, ইংল্যান্ড-ইতালি ও ওয়েস্ট ইন্ডিজ-ইতালি ম্যাচের সর্বনিম্ন টিকিট মাত্র ১০০ টাকায় পাওয়া যাবে। এই ম্যাচগুলিতে টিকিটের সর্বাধিক দাম ৪,০০০ টাকা। এছাড়া ২০০ ও ১,০০০ টাকার টিকিটও থাকছে।

৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ ২০২৬।
৭ ফেব্রুয়ারি ভারত-মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচের মধ্যে দিয়ে শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ।
35
টি-২০ বিশ্বকাপে ইডেনে গ্রুপের সব ম্যাচেই টিকিটের দাম সাধ্যের মধ্যে থাকছে

ইডেনে গ্রুপের সব ম্যাচেই টিকিটের দাম কম

সিএবি-র পক্ষ থেকে জানানো হয়েছে, ইডেন গার্ডেন্সে টি-২০ বিশ্বকাপের গ্রুপ লিগে ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ ও ইংল্যান্ড-বাংলাদেশ ম্যাচে টিকিটের সর্বনিম্ন দাম থাকবে ৩০০ টাকা। সর্বাধিক দাম থাকবে ৫,০০০ টাকা। এছাড়া ৫০০ টাকা, ১,০০০ টাকা ও ১,৫০০ টাকা দামের টিকিটও থাকবে।

45
টি-২০ বিশ্বকাপে ইডেন গার্ডেন্সে সুপার এইট ও সেমি-ফাইনাল ম্যাচের টিকিটের দাম একটু বেশি

সুপার এইট, সেমি-ফাইনালের টিকিটের দাম বেশি

সিএবি-র পক্ষ থেকে জানানো হয়েছে, টি-২০ বিশ্বকাপে ইডেন গার্ডেন্সে সুপার এইট ও সেমি-ফাইনাল ম্যাচে টিকিটের দাম গ্রুপের ম্যাচের চেয়ে বেশি থাকছে। এই ম্যাচগুলিতে টিকিটের সর্বনিম্ন দাম থাকছে ৯০০ টাকা। টিকিটের সর্বাধিক দাম থাকছে ১০,০০০ টাকা। এছাড়া ১,৫০০, ২,৫০০ ও ৩,০০০ টাকার টিকিটও থাকছে। 

55
টি-২০ বিশ্বকাপে ইডেনে ভারতের ম্যাচ হলে খুশি হবেন কলকাতার ক্রিকেটপ্রেমীরা

ইডেনে ভারতের ম্যাচ হলে ভালো হয়

এবারের টি-২০ বিশ্বকাপের সূচি অনুযায়ী এখনও পর্যন্ত ইডেন গার্ডেন্সে ভারতীয় দলের কোনও ম্যাচ হওয়ার কথা নেই। কিন্তু বাংলার ক্রিকেটপ্রেমীরা বলছেন, যদি কোনওভাবে এখানে ভারতের ম্যাচ হয়, তাহলে সবাই খুশি হবেন। সুপার এইট পর্যায়ে বা সেমি-ফাইনালে ভারতের ম্যাচ ইডেনে হতেই পারে। সেই আশা ভালোভাবেই রয়েছে।

Read more Photos on
click me!

Recommended Stories