দুবাইতে, আইপিএল ২০২৬-এর মিনি নিলাম ইতিমধ্যেই শেষ হয়েছে। ক্যামেরন গ্রিনকে ২৫.২০ কোটি টাকা দিয়ে এবং সিএসকে-র ছেড়ে দেওয়া ক্রিকেটার মাথিশা পাথিরানাকে ১৮ কোটি টাকার বিনিময়ে কিনে নিয়েছে কলকাতা।
24
প্রশান্ত বীর ও কার্তিক শর্মা
আকিল হোসেনকে ২ কোটি টাকা দিয়ে এবং দুজন আনক্যাপড ভারতীয় ক্রিকেটার প্রশান্ত বীর ও কার্তিক শর্মাকে ১৪.২০ কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে চেন্নাই সুপার কিংস। দিল্লী ক্যাপিটালস আবার আকিব নবিকে ৮.৪০ কোটি টাকা দিয়ে কিনেছে।
34
বাঁ-হাতি স্পিনার এবং কার্তিক হলেন উইকেটকিপার-ব্যাটার
প্রসঙ্গত, প্রশান্ত বীর ও কার্তিক শর্মা আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে দামি আনক্যাপড ক্রিকেটার হিসেবে রেকর্ড গড়ে ফেলেছেন। প্রশান্ত হলেন বাঁ-হাতি স্পিনার এবং কার্তিক হলেন উইকেটকিপার-ব্যাটার।