
Match-fixing charges: ক্রিকেটে ফের ম্যাচ গড়াপেটার অভিযোগ। টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup) শুরু হওয়ার ঠিক আগে ম্যাচ গড়াপেটার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নির্বাসিত হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) প্রাক্তন অধিনায়ক অ্যারন জোনস (Aaron Jones)। আইসিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, এই ক্রিকেটারকে অবিলম্বে নির্বাসিত করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে আইসিসি-র দুর্নীতি দমন সংক্রান্ত একাধিক ধারা লঙ্ঘন করার অভিযোগ উঠেছে। তাঁকে সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত করা হয়েছে। এই ক্রিকেটারের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার সঙ্গে যুক্ত থাকা এবং তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা না করার অভিযোগ আনা হয়েছে। ২০২৩-২৪ মরসুমে ওয়েস্ট ইন্ডিজে (West Indies) বিম ১০ টুর্নামেন্ট চলাকালীন জোনস আইসিসি-র দুর্নীতি দমন সংক্রান্ত তিনটি ধারা লঙ্ঘন করেছে বলে অভিযোগ। এছাড়া আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন তিনি আইসিসি-র দু'টি ধারা লঙ্ঘন করেছেন বলে অভিযোগ। ফলে আইসিসি-র পাশাপাশি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজও (Cricket West Indies) জোনসের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। এই ক্রিকেটারের পক্ষে হয়তো টি-২০ বিশ্বকাপে খেলা সম্ভব হবে না। ফলে ধাক্কা খেল মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেট দল।
ক্রিকেটে ম্যাচ গড়াপেটার অভিযোগ নতুন কিছু নয়। দক্ষিণ আফ্রিকা (South Africa), পাকিস্তানের (Pakistan) একাধিক ক্রিকেটার ম্যাচ গড়াপেটার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নির্বাসিত হয়েছেন। ভারতেরও একাধিক ক্রিকেটারের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেটারের বিরুদ্ধেও একই অভিযোগ উঠল। আইসিসি-র পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ক্রিকেটে দুর্নীতি রোখার জন্য বিস্তারিত তদন্ত চালানো হচ্ছে। ফলে ভবিষ্যতে আরও কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধেও দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ দায়ের করা হতে পারে। জোনসকে অবিলম্বে সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত করা হয়েছে। ২৮ জানুয়ারি থেকে ১৪ দিনের মধ্যে তিনি এই অভিযোগের জবাব দেওয়ার সময় পাচ্ছেন।’
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেটাররা শ্রীলঙ্কায় (Sri Lanka) এসে টি-২০ বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ১৮ জনের দলে ছিলেন জোনস। তিনি নির্বাসিত হওয়ায় এবার তাঁকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। তাঁর পরিবর্তে অন্য কোনও ক্রিকেটারকে দলে নেওয়া হতে পারে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।