অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সূচি নিয়েও আইসিসি-কে তোপ, ফের অসন্তোষ বাংলাদেশের

Published : Jan 28, 2026, 11:24 PM IST
India vs Bangladesh U19 World Cup

সংক্ষিপ্ত

2026 ICC Men's T20 World Cup: টি-২০ বিশ্বকাপ থেকে সরে যাওয়ার জন্য বড় খেসারত দিতে হতে পারে। কিন্তু তারপরেও আইসিসি-র বিরুদ্ধে সুর চড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board)। এই দ্বন্দ্ব ক্রমশঃ জটিল হচ্ছে।

DID YOU KNOW ?
ব্যবস্থা নেবে আইসিসি?
সম্প্রতি বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বারবার আইসিসি-কে আক্রমণ করা হচ্ছে। এই পরিস্থিতিতে আইসিসি কঠোর ব্যবস্থা নেবে বলে জল্পনা।

ICC vs Bangladesh: আইসিসি-র সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (Bangladesh Cricket Board) দ্বন্দ্ব টি-২০ বিশ্বকাপেই (2026 ICC Men's T20 World Cup) শেষ হচ্ছে না। এবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে (2026 ICC Under-19 Men's Cricket World Cup) বাংলাদেশ দলের সূচি নিয়েও মতবিরোধ তীব্র হল। আইসিসি-কে তোপ দেগেছে বিসিবি। তাদের দাবি, দলের ম্যাচের কেন্দ্র বারবার বদল করা হচ্ছে। সারা টুর্নামেন্ট জুড়েই দলকে অনেক বেশি ভ্রমণ করতে হচ্ছে। এই কারণেই বাংলাদেশ দল সুপার সিক্স গ্রুপ টু থেকে বিদায় নিয়েছে বলে দাবি সে দেশের ক্রিকেট বোর্ডের। এ বিষয়ে আইসিসি-কে তোপ দেগে বিসিবি-র গেম ডেভেলপমেন্ট কোঅর্ডিনেটর প্রাক্তন ক্রিকেটার হাবিবুল বাশার (Habibul Bashar) বলেছেন, ‘আমরা যে মনোভাব নিয়ে খেলেছি, তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হল, ইংল্যান্ড (England) ও ভারতের বিরুদ্ধে আমাদের হিসেবেও গলদ ছিল। কিন্তু আমাদের যে ভ্রমণ সূচি ছিল, সে কথাও আমি উল্লেখ করতে চাই। লোকজন হয়তো ভাবতে পারে, আমি অজুহাত দিচ্ছি। কিন্তু তা সত্ত্বেও আমি এ কথা বলব।’

কেন আইসিসি-কে তোপ হাবিবুলের?

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু হওয়ার আগে জিম্বাবোয়ের (Zimbabwe) মাসভিঙ্গো (Masvingo) শহরে দু'টি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ দলের। তারপর বুলাবায়োতে (Bulawayo) যাওয়ার কথা ছিল। কিন্তু আইসিসি সেই পরিকল্পনায় বদল আনে। দুই শহরের মধ্যে যাতায়াত করতে হয় বাংলাদেশ দলকে। হাবিবুলের দাবি, এই কারণেই তাদের দলের সমস্যা হয়েছে।

বাংলাদেশের কোচও সরব

সূচি ও ভ্রমণ নিয়ে হাবিবুলের মতোই আইসিসি-র বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ নাভিদ নওয়াজ (Naveed Nawaz)। তিনি বলেছেন, ‘আমাদের ক্ষেত্রে সূচি অত্যন্ত অন্যায্য ছিল। প্রাথমিক সূচি অনুযায়ী, আমাদের মাসভিঙ্গোতে জোড়া প্রস্তুতি ম্যাচ খেলে তারপর বুলাবায়োতে যাওয়ার কথা ছিল। এই দুই শহরের মধ্যে যাতায়াত করতে গাড়িতে চার ঘণ্টা লাগে। পরে আইসিসি হঠাৎ সেই সূচিতে বদল আনে। আমাদের অন্য জায়গায় প্রস্তুতি ম্যাচ খেলতে হয়। আমরা আইসিসি-কে অসুবিধার কথা জানিয়েছিলাম। কিন্তু ওরা আমাদের কথা শোনেনি।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপে ৪ নম্বরে বাংলাদেশ।
চলতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সুপার সিক্স গ্রুপ টু-তে ৪ নম্বরে আছে বাংলাদেশ। তারা ৩ ম্যাচ খেলে ১ পয়েন্ট পেয়েছে।
Read more Articles on
click me!

Recommended Stories

T-20 World Cup: টি-২০ ক্রিকেট বিশ্বকাপে সর্বাধিক ক্যাচ নিয়েছেন, এমন সেরা ৫ ফিল্ডার কে কে?
IND vs NZ T20I: চতুর্থ টি-২০ ম্যাচে জয় পেল নিউজিল্যান্ড, নিয়মরক্ষার ম্যাচে হার ভারতের