Match-fixing in IPL 2025: ২০১৩ সালের আইপিএল-এ ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছিল। তারপর এক যুগ পেরিয়ে গিয়েছে। এবার ফের আইপিল-এ ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠল। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে শোরগোল শুরু হয়েছে।
Rajasthan Royals match fixing allegations: ২০১৩ সালের পর ২০২৫, আইপিএল-এ (IPL 2025) ফের রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠল। কোনও সাধারণ ব্যক্তি নন, এই অভিযোগ এনেছেন রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের অ্যাড হক কমিটির আহ্বায়ক জয়দীপ বিহানি। গত শনিবার ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে ম্যাচে ২ রানে হেরে যায় রাজস্থান। এই ম্যাচের পরেই জয়দীপ অভিযোগ করেছেন, কিছু একটা গোলমাল হয়েছে। দল যেভাবে হেরে গিয়েছে, তাতে অনেক প্রশ্ন আছে। এই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ১৮০ রান করে লখনউ। জবাবে ৫ উইকেটে ১৭৮ রান করে রাজস্থান। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ৯ রান। হাতে ছিল ৬ উইকেট। ঘরের মাঠে এই অবস্থায় রাজস্থানের জয়ই প্রত্যাশিত ছিল। কিন্তু লখনউকে জেতান আবেশ খান (Avesh Khan)। রাজস্থানের এই হার নিয়ে প্রশ্ন তুলছেন জয়দীপ।
১২ বছর পর ফের ম্যাচ গড়াপেটার অভিযোগ
২০১৩ সালের আইপিএল-এ রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠে। একাধিক ক্রিকেটারের বিরুদ্ধেও স্পট-ফিক্সিংয়ের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ওঠে। রাজস্থান রয়্যালসের কর্ণধার রাজ কুন্দ্রার বিরুদ্ধেও ম্যাচ গড়াপেটার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ওঠে। এরপর ২০১৬ ও ২০১৭ সালের আইপিএল-এ নির্বাসিত থাকে রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস। সে কথা স্মরণ করিয়ে দিয়েছেন জয়দীপ। তিনি বিসিসিআই ও দুর্নীতি দমন শাখার কাছে এই অভিযোগ খতিয়ে দেখার আর্জি জানিয়েছেন।
তদন্ত করবে বিসিসিআই?
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগের পরিপ্রেক্ষিতে এখনও বিসিসিআই-এর প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই অভিযোগের তদন্ত করা হবে কি না, সে বিষয়েও কিছু জানা যায়নি। তবে জয়দীপের অভিযোগ নিয়ে ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়েছে। রাজ কুন্দ্রার অতীত ভালো নয়। তিনি অনৈতিক কাজের সঙ্গে জড়িত থাকার দায়ে গ্রেফতারও হন। এই কারণে সন্দেহ বাড়ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


