টি-২০ বিশ্বকাপ ২০২৬: ময়াঙ্ক যাদবের সঙ্গে অনুশীলন, ফিট হয়ে ওঠার লক্ষ্যে তিলক ভার্মা

Published : Jan 31, 2026, 05:06 PM IST
Tilak Varma

সংক্ষিপ্ত

2026 ICC Men's T20 World Cup: আগামী শনিবার শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ ২০২৬। এই টুর্নামেন্টের জন্য ভারতীয় দল আগেই ঘোষণা করা হয়েছে। তবে শেষমুহূর্তে দলে বদল হতে পারে বলে জল্পনা চলছে।

DID YOU KNOW ?
তিলক ভার্মার অস্ত্রোপচার
ভারত-নিউজিল্যান্ড টি-২০ বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক আগে তিলক ভার্মার অণ্ডকোষে অস্ত্রোপচার হয়েছে। তিনি এখন ফিট হয়ে ওঠার চেষ্টা করছেন।

Tilak Varma: টি-২০ বিশ্বকাপের (2026 ICC Men's T20 World Cup) জন্য ঘোষিত ভারতীয় দলে আছেন। কিন্তু এখনও ১০০ শতাংশ ফিট হয়ে উঠতে পারেননি। সম্পূর্ণ ফিট হয়ে উঠতে না পারলে টি-২০ বিশ্বকাপে খেলার সুযোগ পাবেন না। এই কারণে মরিয়া হয়ে উঠেছেন তিলক ভার্মা (Tilak Varma)। দ্রুত ফিট হয়ে ওঠার লক্ষ্যে এই ব্যাটার। তিনি এখন বেঙ্গালুরুতে (Bengaluru) বিসিসিআই সেন্টার অফ এক্সসেলেন্সে (BCCI’s Centre of Excellence) কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি তাঁর অনুশীলনের ভিডিও প্রকাশ্যে এসেছে। নেটে দীর্ঘক্ষণ ধরে ব্যাটিং অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি। প্রবল গতিতে ধেয়ে আসা বল যেমন সামাল দিচ্ছেন, তেমনই শর্ট বলেও ব্যাটিং অনুশীলন করছেন। তিলককে অনুশীলনে সাহায্য করছেন ময়াঙ্ক যাদব (Mayank Yadav)। এই পেসার নেটে বোলিং করছেন। তাঁর বোলিং সামাল দিচ্ছেন তিলক।

অস্ত্রোপচারের পর রিহ্যাবে তিলক

কিছুদিন আগেই তিলকের অস্ত্রোপচার হয়েছে। অণ্ডকোষের মধ্যে থাকা শুক্রাণু বহনকারী নালীতে সমস্যার জন্য তাঁকে অস্ত্রোপচার করাতে হয়েছে। এই কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে (India vs New Zealand) টি-২০ সিরিজে খেলতে পারেননি তিলক। অস্ত্রোপচারের পর তিনি রিহ্যাব শুরু করেছেন। এবার ফিট হয়ে ওঠার জন্য তিনি মরিয়া হয়ে অনুশীলন করছেন।

 

 

বিজয় হাজারে ট্রফিতে খেলার সময় সমস্যা

হায়দরাবাদের (Hyderabad) হয়ে বিজয় হাজারে ট্রফির (Vijay Hazare Trophy) ম্যাচ খেলার জন্য রাজকোটে (Rajkot) ছিলেন তিলক। সেখানে তিনি হঠাৎই অণ্ডকোষে তীব্র যন্ত্রণা অনুভব করেন। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে স্ক্যান করানোর পর অণ্ডকোষের জটিল সমস্যা ধরা পড়ে। চিকিৎসকরা বলেন, অবিলম্বে অস্ত্রোপচার না করালে সমস্যা বাড়বে। সে কথা শুনে অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেন এই ক্রিকেটার। টি-২০ বিশ্বকাপের আগে তিলকের শারীরিক সমস্যা ভারতীয় দলের পক্ষে খারাপ খবর। এই ব্যাটার ফিট হয়ে উঠতে না পারলে তাঁর পরিবর্তে অন্য কাউকে ভারতীয় দলে নিতে হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ ২০২৬।
৭ ফেব্রুয়ারি টি-২০ বিশ্বকাপের উদ্বোধন। চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত ভারতীয় দল।
Read more Articles on
click me!

Recommended Stories

টি-২০ বিশ্বকাপ ২০২৬: চোটের জন্য নেই কামিন্স, বাদ স্মিথ, চূড়ান্ত দল ঘোষণা অস্ট্রেলিয়ার
Pat Cummins Ruled Out: শুরুর আগেই বিশ্বকাপ শেষ কামিন্স, পরিবর্তে বাঁ হাতি গোঁফওয়ালা