
Virat Kohli-Rohit Sharma: সতীর্থ রোহিত শর্মাকে পিছনে ফেলে দিয়ে আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ের (ICC ODI Rankings) শীর্ষে পৌঁছে গেলেন বিরাট কোহলি। চার বছর পর ওডিআই র্যাঙ্কিংয়ে এক নম্বর ব্যাটার হলেন এই কিংবদন্তি। ২০২১ সালের জুলাইয়ের পর তিনি ফের এই জায়গায় পৌঁছলেন। সম্প্রতি অসাধারণ ব্যাটিং করছেন বিরাট। দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ওডিআই সিরিজে যথাক্রমে ১৩৫, ১০২ ও অপরাজিত ৬৫ রান করেন তিনি। এর আগে সিডনিতে (Sydney) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওডিআই ম্যাচে ৭৪ রান করে অপরাজিত থাকেন তিনি। সম্প্রতি ভডোদরায় (Vadodara) নিউজিল্যান্ডের বিরুদ্ধে (India vs New Zealand) চলতি সিরিজের প্রথম ওডিআই ম্যাচে ৯১ বলে ৯৩ রানের অসাধারণ ইনিংস খেলে ভারতীয় দলকে জেতান এই তারকা। তারপরেই তিনি ওডিআই র্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে গেলেন। এই নিয়ে ১১ বার ওডিআই র্যাঙ্কিংয়ে এক নম্বর ব্যাটার হলেন বিরাট।
ওডিআই ফর্ম্যাটে গত পাঁচ ইনিংসে ৫০-এর বেশি রান করেছেন বিরাট। তিনি এই পাঁচ ম্যাচে ৪৬৯ রান করেছেন। এর মধ্যে জোড়া শতরান ও তিনটি অর্ধশতরান করেছেন। এই ধারাবাহিক পারফরম্যান্সের জন্যই ৭৮৫ রেটিং নিয়ে ওডিআই র্যাঙ্কিংয়ের শীর্ষে চলে গেলেন বিরাট। ৭৭৫ রেটিং নিয়ে তৃতীয় স্থানে নেমে গেলেন রোহিত। ৭৮৪ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল (Daryl Mitchell)। তিনি বিরাটকে তাড়া করছেন।
২০১৩ সালের অক্টোবরে ওডিআই র্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে যান বিরাট। তারপর আরও নয় বার শীর্ষে পৌঁছনোর পর এবারও শীর্ষে চলে গেলেন তিনি। এই তারকা ব্যাটার মোট ৮২৫ দিন শীর্ষে থাকলেন। অন্য কোনও ভারতীয় ব্যাটার এই সাফল্য অর্জন করতে পারেননি। সবচেয়ে বেশিদিন আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ব্যাটারদের তালিকায় এখন ১০ নম্বরে বিরাট। ওয়েস্ট ইন্ডিজের (West Indies) কিংবদন্তি ভিভ রিচার্ডস (Viv Richards) এক্ষেত্রে সবার আগে। তিনি মোট ২,৩০৬ দিন শীর্ষে ছিলেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।