
Rohit Sharma News: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মাকে সাম্মানিক ডক্টরেট (Honorary Doctorate (D.Litt.)) দিচ্ছে অজিঙ্কা ডি ওয়াই পাতিল বিশ্ববিদ্যালয় (Ajeenkya DY Patil University)। শনিবার মুম্বইয়ে (Mumbai) এই বিশ্ববিদ্যালয়ের দশম সমাবর্তন হতে চলেছে। সেদিনই রোহিতকে ডি লিট দেওয়া হবে। চলতি সপ্তাহের শুরুতেই এই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এবার সমাবর্তনের মূল আকর্ষণ হতে চলেছেন রোহিত। এবার তাঁকে ডি লিট দেওয়ার কথা ঘোষণা করা হল। এই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রিকেটে ব্যতিক্রমী অবদান এবং আদর্শ নেতৃত্বের স্বীকৃতি হিসেবেই রোহিতকে ডি লিট দেওয়া হচ্ছে। এই সম্মান গ্রহণ করতে রাজি হয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তিনি শনিবার এই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে থাকবেন এবং সম্মান গ্রহণ করবেন।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, 'অনুরাগীরা তাঁকে ক্রিকেটের হিটম্যান নামে চেনেন। আজ রোহিত শর্মার জন্য নতুন এক মাইলফলক লেখা হল। তাঁকে সাম্মানিক ডক্টরেট দেওয়ার মাধ্যমে অজিঙ্কা ডি ওয়াই পাতিল বিশ্ববিদ্যালয় তাঁর স্থিতিস্থাপকতা এবং কৌশলকে স্বীকৃতি দিল। ২০২৬ সালে যাঁরা স্নাতক হচ্ছেন, তাঁদের মধ্যে এই গুণ রয়েছে।' বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও চ্যান্সেলর ড. অজিঙ্কা ডি ওয়াই পাতিলের নেতৃত্বে এক বৈঠকে রোহিতকে সাম্মানিক ডক্টরেট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্রিকেটে অসাধারণ অবদান এবং বিশ্ব পর্যায়ে নেতৃত্বের জন্যই এই সম্মান জানানো হয়েছে।
৩৮ বছর বয়সি রোহিত ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ ((2024 ICC Men's T20 World Cup) চ্যাম্পিয়ন হওয়ার পরেই এই ফর্ম্যাট থেকে অবসর ঘোষণা করেন। গত বছর টেস্ট ক্রিকেট থেকেও অবসর নিয়েছেন এই তারকা ব্যাটার। এখন তিনি শুধু ওডিআই ফর্ম্যাটে খেলছেন। ২০২৭ সালে ওডিআই বিশ্বকাপ (2027 ICC Men's Cricket World Cup) পর্যন্ত ভারতীয় দলের হয়ে খেলা চালিয়ে যেতে পারেন রোহিত। তাঁর অনুরাগীরা সেই আশাই করছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।