টি-২০ বিশ্বকাপ ২০২৬: 'নির্বাচকদের সিদ্ধান্তকে শ্রদ্ধা করি,' বাদ পড়া নিয়ে মুখ খুললেন শুবমান

Published : Jan 10, 2026, 03:55 PM ISTUpdated : Jan 10, 2026, 04:09 PM IST
shubman gill odi

সংক্ষিপ্ত

2026 ICC Men's T20 World Cup: আগামী মাসে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। দেশের মাটিতে এই টুর্নামেন্টে খেলতে পারছেন না শুবমান গিল (Shubman Gill)।খারাপ ফর্মের কারণে তাঁকে বাদ দিয়েছেন নির্বাচকরা। তবে এ বিষয়ে বিরূপ মন্তব্য করছেন না নির্বাচকরা।

DID YOU KNOW ?
আমাগী মাসে বিশ্বকাপ
৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ ২০২৬। এই টুর্নামেন্টে ভারতীয় দলে নেই শুবমান গিল।

Shubman Gill: টি-২০ বিশ্বকাপের (2026 ICC Men's T20 World Cup) জন্য ঘোষিত ভারতীয় দলে জায়গা পাননি। টি-২০ ফর্ম্যাটে ভারতীয় দলের সহ-অধিনায়ক ছিলেন। কিন্তু তারপরেও খারাপ ফর্মের জন্য দল থেকে বাদ পড়লেন। প্রথমবার এ বিষয়ে মুখ খুললেন শুবমান গিল। রবিবার ভারত-নিউজিল্যান্ড (India vs New Zealand) ওডিআই সিরিজের প্রথম ম্যাচ। এই সিরিজে ভারতীয় দলের অধিনায়ক হিসেবেই আছেন শুবমান। রবিবারের ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে এই তারকা ব্যাটার টি-২০ বিশ্বকাপের দল থেকে বাদ পড়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, ‘প্রথমত, আমি বিশ্বাস করি, জীবনে আমার যেখানে থাকার কথা ঠিক সেখানেই আছি। আমার নিয়তিতে যা লেখা আছে ঠিক সেটাই হবে। একজন খেলোয়াড় হিসেবে আমি দলের জন্য ম্যাচ জিততে চাই। তবে তারপরেও আমি নির্বাচকদের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। আমি টি-২০ দলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আশা করি ওরা বিশ্বকাপ জিতবে।’

খারাপ ফর্মের জন্যই বাদ শুবমান

গৌতম গম্ভীর (Gautam Gambhir) ভারতীয় দলের প্রধান কোচ হওয়ার পর দলে শুবমানের গুরুত্ব বেড়ে গিয়েছে। এই তারকা ব্যাটার টেস্ট, ওডিআই ফর্ম্যাটে অধিনায়ক হয়েছেন। কিন্তু টি-২০ ফর্ম্যাটে সহ-অধিনায়ক হলেও, একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারছিলেন না তিনি। ওপেন করতে নেমে দ্রুত আউট হয়ে যাচ্ছিলেন। ফলে দল শুরুতেই চাপে পড়ে যাচ্ছিল। বেশ কিছুদিন ধরেই সমালোচনা চলছিল। টি-২০ বিশ্বকাপে ভালো ফলের লক্ষ্যেই শুবমানকে বাদ দিয়ে দল গঠন করলেন নির্বাচকরা।

শুবমানের পরিবর্তে দলে সঞ্জু স্যামসন

গত এক বছরে টি-২০ ফর্ম্যাটে তিনবার শতরান করেছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। কিন্তু তা সত্ত্বেও তাঁকে বাদ দিয়ে ফর্মে না থাকা শুবমানকে খেলিয়ে যাওয়া হচ্ছিল। তবে টি-২০ বিশ্বকাপে অভিষেক শর্মার (Abhishek Sharma) সঙ্গে ব্যাটিং ওপেন করবেন সঞ্জু। ফলে ভারতীয় দলের ইনিংসের শুরুটা ভালো হবে বলেই আশা করছেন নির্বাচকরা। কারণ, দুই ব্যাটারই দ্রুত রান করতে পারেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১১
১১ জানুয়ারি শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড ওডিআই সিরিজ।
রবিবার, ১১ জানুয়ারি ভারত-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওডিআই ম্যাচ। এই ম্যাচে খেলছেন শুবমান গিল।
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs NZ ODI: ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে প্রথম একদিনের ম্যাচ, টসে জিতে বল করার সিদ্ধান্ত ভারতের
ভারত-নিউজিল্যান্ড ওডিআই সিরিজ: চোট পাওয়া ঋষভ পন্থের পরিবর্তে দলে ধ্রুব জুরেল