Vijay Hazare Trophy 2025-26: দীর্ঘদিন পর ঘরোয়া ক্রিকেটে একসঙ্গে জাতীয় দলের এতজন তারকা খেলছেন। বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মার (Rohit Sharma) পর এবার বিজয় হাজারে ট্রফিতে খেলতে নামছেন শুবমান গিল (Shubman Gill)।

DID YOU
KNOW
?
ঘরোয়া ক্রিকেটে তারকারা
বিরাট কোহলি, রোহিত শর্মার মতো তারকা ক্রিকেটাররা দীর্ঘদিন পর বিজয় হাজারে ট্রফিতে খেলেছেন। এবার শুবমান গিলও খেলতে নামছেন।

Shubman Gill: শুবমান গিলের সময়টা ভালো যাচ্ছে না। চোট, টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) ভারতীয় দলে জায়গা না পাওয়ার পর এবার ফর্মে ফেরার লক্ষ্যে বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy 2025-26) খেলতে নামছেন টেস্ট, ওডিআই ফর্ম্যাটে ভারতীয় দলের অধিনায়ক শুবমান গিল। তাঁর পাশাপাশি এই টুর্নামেন্টে খেলবেন ভারতীয় দলের আরও দুই তারকা রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) ও কে এল রাহুল (KL Rahul)। ১১ জানুয়ারি শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড (India vs New Zealand) ওডিআই সিরিজ। তার আগে এই তিন তারকা ক্রিকেটার বিজয় হাজারে ট্রফিতে খেলবেন। এর আগে বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma) এবারের বিজয় হাজারে ট্রফিতে খেলেছেন। একসঙ্গে এতজন তারকা খেলায় এই টুর্নামেন্টের আকর্ষণ অনেক বেড়ে গিয়েছে।

পাঞ্জাবের হয়ে খেলবেন শুবমান

জয়পুরে (Jaipur) ৩ জানুয়ারি সিকিমের (Sikkim) বিরুদ্ধে এবং ৬ জানুয়ারি গোয়ার (Goa) বিরুদ্ধে খেলবে পাঞ্জাব (Punjab)। এই দুই ম্যাচেই খেলতে পারেন শুবমান। তিনি এই দুই ম্যাচ খেলার পরেই ভারতীয় দলে যোগ দেবেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচের আগে সাত ও আট জানুয়ারি বরোদায় (Baroda) একত্রিত হবেন ভারতীয় দলের সদস্যরা। সম্প্রতি টি-২০ ফর্ম্যাটে ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না শুবমান। এই কারণেই তিনি টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা পাননি। এবার ওডিআই ফর্ম্যাটে ভালো পারফরম্যান্স দেখানোই তাঁর লক্ষ্য।

সৌরাষ্ট্রের হয়ে খেলবেন জাডেজা

সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থাকে (Saurashtra Cricket Association) জাডেজা জানিয়েছেন, তিনি ৬ জানুয়ারি সার্ভিসেস (Services) এবং ৮ জানুয়ারি গুজরাটের (Gujarat) বিরুদ্ধে খেলবেন। কর্ণাটকের (Karnataka) আলুরে (Alur) চলতি বিজয় হাজারে ট্রফিতে গ্রুপ লিগের ম্যাচ খেলছে সৌরাষ্ট্র। তিন ম্যাচ খেলে মাত্র এক ম্যাচে জয় পেয়েছে তারা। আট দলের গ্রুপে ষষ্ঠ স্থানে জাডেজার দল। এবার এই তারকা অলরাউন্ডার দুই ম্যাচে দলকে জেতাতে চান।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।