
2026 ICC Under-19 Men's Cricket World Cup: অনূর্ধ্ব-১৯ ওডিআই বিশ্বকাপের আগে অসাধারণ ফর্মে ভারতীয় ক্রিকেটের বিস্ময়-বালক বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। পরপর ঝোড়ো ইনিংস খেলে চলেছেন এই কিশোর। শনিবার জিম্বাবোয়ের (Zimbabwe) বুলাবায়ো অ্যাথলেটিক ক্লাবে (Bulawayo Athletic Club) বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং করলেন বৈভব। ১৪ বছর বয়সি এই ব্যাটার ৫০ বল খেলে ৯৬ রান করেন। তাঁর ইনিংসে ছিল নয়টি বাউন্ডারি ও সাতটি ওভার-বাউন্ডারি। প্রথমে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আয়ূষ মাত্রের (Ayush Mhatre) সঙ্গে জুটি বেঁধে ৪২ বলে ৭০ রান যোগ করেন বৈভব। এরপর তিনি অ্যারন জর্জের (Aaron George) সঙ্গে ৫৬ বলে ৭৮ রান যোগ করেন। আয়ূষ ১৯ বল খেলে ২২ রান করেন। জর্জ ৫৮ বলে ৬১ রান করেন। বৈভব ২৭ বলে অর্ধশতরান পূরণ করেন। এরপর তিনি শতরানের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু অল্পের জন্য শতরান হারালেন। এই কিশোরের উইকেট নেন স্কটল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার মনু সারস্বত (Manu Saraswat)।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের (South Africa Under-19 Cricket Team) বিরুদ্ধে সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেন বৈভব। এই সিরিজে ৩-০ জয় পায় ভারতের অনূর্ধ্ব-১৯ দল। তিন ম্যাচের এই সিরিজে ১৪ বছর বয়সি এই ব্যাটার ৬৮.৬৬ গড়ে ২০৬ রান করেন। তাঁর স্ট্রাইক রেট ছিল ১৮৭.২৭। তিনিই এই সিরিজে সবচেয়ে বেশি রান করেন। তিনি একবার শতরান এবং একবার অর্ধশতরান করেন। তিনি সিরিজের শেষ ম্যাচে ৭৪ বলে ১২৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তাঁর এই ইনিংসে ছিল নয়টি বাউন্ডারি ও ১০টি ওভার-বাউন্ডারি।
শনিবার স্কটল্যান্ডের বিরুদ্ধে আট উইকেট হারিয়ে ৩৭৪ রান করে ভারতের অনূর্ধ্ব-১৯ দল। বিহান মালহোত্রা (Vihaan Malhotra) ৮১ বলে ৭৭ রান করেন। অভিজ্ঞান কুণ্ডু (Abhigyan Kundu) ৪৮ বলে ৫৫ রান করেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।