
চেতেশ্বর পূজারার অবসর
২০২৩ সালে শেষবার টেস্ট ম্যাচ খেলেছেন। আর জাতীয় দলে সুযোগ পাওয়ার কোনও আশা নেই। সে কথা বুঝতে পেরে ভারতীয় ক্রিকেটের সব ফর্ম্যাট থেকেই অবসর ঘোষণা করলেন চেতেশ্বর পূজারা। ৩৭ বছর বয়সি এই ব্যাটার রবিবার সকালে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এক পোস্টের মাধ্যমে অবসর ঘোষণা করলেন। রঞ্জি ট্রফি-সহ ঘরোয়া ক্রিকেটের কোনও টুর্নামেন্টেই আর খেলবেন না পূজারা। তবে তিনি আরও কিছুদিন কাউন্টি ক্রিকেটে খেলতে পারেন।
ঘরোয়া ক্রিকেট থেকেও অবসর
সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে চেতেশ্বর পূজারা লিখেছেন, ‘ভারতীয় জার্সি পরা, জাতীয় সঙ্গীত গাওয়া, মাঠে নামার পর প্রতিবার নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করা, এসব ভাষায় বর্ণনা করা অসম্ভব। কিন্তু সবকিছুরই শেষ আছে। আমি অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে জানাচ্ছি, ভারতীয় ক্রিকেটের সব ফর্ম্যাট থেকে অবসর নিচ্ছি। ভালোবাসা ও সমর্থনের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।’
২ বছর আগে শেষ টেস্ট চেতেশ্বর পূজারার
২০২৩ সালের ৭ জুন শেষবার ভারতীয় দলের হয়ে টেস্ট ম্যাচ খেলতে নামেন চেতেশ্বর পূজারা। তিনি এই ম্যাচ খেলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এই ম্যাচ হয় ওভালে। যা ছিল আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। সেই ম্যাচে হেরে যায় ভারতীয় দল। তারপর থেকেই জাতীয় দলের বাইরে ছিলেন এই ব্যাটার। তাঁর পরিবর্তে তরুণ ব্যাটারদের সুযোগ দিতে থাকেন জাতীয় নির্বাচকরা। এই কারণেই সব ধরনের ক্রিকেট থেকে সরে গেলেন পূজারা।
টেস্টে অসাধারণ ব্যাটিং চেতেশ্বর পূজারার
ভারতীয় দলের হয়ে ১০৩টি টেস্ট ম্যাচ খেলে ৭,১৯৫ রান করেছেন চেতেশ্বর পূজারা। তিনি টেস্টে ১৯টি শতরান এবং ৩৫টি অর্ধশতরান করেছেন। ব্যাটিংয়ের গড় ৪৩.৬০। সর্বাধিক স্কোর অপরাজিত ২০৬। ওডিআই ফর্ম্যাটে অবশ্য ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি এই ব্যাটার। তিনি ৫ ম্যাচ খেলে মাত্র ৫১ রান করেছেন। ব্যাটিংয়ের গড় ১০.২০। সর্বাধিক স্কোর ২৭।
৩ নম্বরে নির্ভরযোগ্য পূজারা
একসময় টেস্ট, ওডিআই ফর্ম্যাটে ভারতীয় দলের তিন নম্বর ব্যাটার হিসেবে সবচেয়ে নির্ভরযোগ্য ছিলেন প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড়। তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর টেস্টে ভারতীয় দলের তিন নম্বর ব্যাটার হিসেবে নির্ভরযোগ্য হয়ে ওঠেন চেতেশ্বর পূজারা। লাল বলের ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন এই ব্যাটার।
বিদেশের মাটিতে অসাধারণ ব্যাটিং পূজারার
চেতেশ্বর পূজারার ব্যাটিংয়ের সবচেয়ে বড় গুণ হল, তিনি দেশের পাশাপাশি বিদেশেও টেস্ট ম্যাচে অসাধারণ ব্যাটিং করেছেন। বিদেশের মাটিতে অনেকবার দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচের ফল নির্ধারণ করে দিয়েছেন এই ব্যাটার। এই কারণেই তিনি বিখ্যাত। রঞ্জি ট্রফিতেও অসাধারণ ব্যাটিং করেছেন পূজারা। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর সর্বাধিক স্কোর ৩৫২।