Rohit Sharma-Virat Kohli Retirement: বেশ কিছুদিন ধরেই ভারতীয় ক্রিকেট দলের দুই তারকা ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের জল্পনা চলছে। এবার এ বিষয়ে মুখ খুললেন বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা (Rajeev Shukla)।
রোহিত শর্মা-বিরাট কোহলিকে বিদায়ী সংবর্ধনা দেওয়ার জন্য তৈরি হচ্ছে বিসিসিআই?
কিছুদিনের মধ্যেই রোহিত-বিরাটের অবসর?
অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে ওডিআই সিরিজে খেলেই কি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি? এ বিষয়ে মুখ খুললেন বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা। তিনি এই দুই তারকা ক্রিকেটারের অবসরের জল্পনা উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, এখনই বিসিসিআই এই দুই ক্রিকেটারকে বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছে না।
DID YOU KNOW ?
ভারতীয় দলের বাইরে বিরাট-রোহিত
রোহিত শর্মা ও বিরাট কোহলি গত কয়েক মাস ধরে ভারতীয় দলের বাইরে। তবে অস্ট্রেলিয়া সফরে তাঁরা খেলবেন।
26
অস্ট্রেলিয়া সফরে ওডিআই সিরিজে খেলার জন্য প্রস্তুতি শুরু বিরাট-রোহিতের
বিরাট-রোহিতের প্রস্তুতি
কয়েকদিন আগে বিরাট কোহলি ও রোহিত শর্মা অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটানোর জন্য তৈরি হচ্ছেন। মুম্বইয়ে অনুশীলন শুরু করেছেন রোহিত। লন্ডনে অনুশীলন করছেন বিরাট। এই দুই ক্রিকেটারের ভবিষ্যতের বিষয়ে বিসিসিআই শীঘ্রই সিদ্ধান্ত নেবে ক্রিকেট মহলে জল্পনা চলছে। এক অনুষ্ঠানে এ বিষয়ে রাজীব শুক্লাকে প্রশ্ন করা হয়েছিল। তিনি দাবি করেছেন, এখনই অবসর নিচ্ছেন না বিরাট ও রোহিত।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলে কি সচিন তেন্ডুলকরের মতো সংবর্ধনা পাবেন বিরাট-রোহিত?
বিরাট-রোহিতকে কীভাবে বিদায়ী সংবর্ধনা?
২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন সচিন তেন্ডুলকর। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিদায়ী টেস্ট ম্যাচে সংবর্ধনা পান এই কিংবদন্তি ক্রিকেটার। বিরাট কোহলি ও রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলে বিদায়ী ম্যাচে তাঁদের একইরকম সংবর্ধনা দেওয়া হবে কি না, সে বিষয়ে আলোচনা চলছে। তবে এখনই সে বিষয়ে কিছু বলতে নারাজ রাজীব শুক্লা।
রাজীব শুক্লা বলেছেন, ‘রোহিত শর্মা, বিরাট কোহলি এখনও ওডিআই-তে খেলছে। ওরা ভবিষ্যতেও খেলবে। ফলে এখন ওদের বিদায় জানানোর বিষয়ে আলোচনা চলছে কেন? লোকজন কেন এখন থেকেই উদ্বিগ্ন হয়ে উঠেছেন? ওরা কখন অবসর নেবে, সে বিষয়ে এখনও কিছু বলার সময় আসেনি।’ বিসিসিআই সহ-সভাপতির দাবি সত্যি হলে, অক্টোবরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন না বিরাট ও রোহিত।
56
বিসিসিআই কোনও ক্রিকেটারকে অবসর নেওয়ার জন্য চাপ দেয় না, দাবি রাজীব শুক্লার
বিসিসিআই-এর নীতি স্পষ্ট করলেন রাজীব শুক্লা
বিসিসিআই-এর নীতির বিষয়ে সহ-সভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন, ‘আমাদের নীতি অত্যন্ত স্পষ্ট। বিসিসিআই কখনও কোনও খেলোয়াড়কে অবসর নিতে বলে না। সংশ্লিষ্ট খেলোয়াড় নিজেই অবসরের বিষয়ে সিদ্ধান্ত নেয়। ও নিজেই সব সিদ্ধান্ত নেয়।’ অতীতে একাধিক ক্রিকেটারের অবসরের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকে দাবি করেছেন, ক্রিকেটারদের উপর চাপ তৈরি করেছে বিসিসিআই। তবে সেই দাবি অস্বীকার করেছেন বিসিসিআই সহ-সভাপতি।
বিরাট কোহলি ও রোহিত শর্মার প্রশংসা করে বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা বলেছেন, ‘ওরা যখন অবসর ঘোষণা করবে, তখন আমরা এ বিষয়ে আলোচনা করব। আপনারা এখন থেকেই ওদের বিদায়ী সংবর্ধনা জানানোর বিষয়ে আলোচনা করছেন। কোহলি অত্যন্ত ফিট। ও ভালোভাবেই খেলে চলেছে। রোহিত শর্মা খুব ভালো খেলছে। আর আপনারা এখন থেকেই ওদের বিদায় জানানো নিয়ে আলোচনা করছেন।’