সংক্ষিপ্ত
বেশ কিছুদিন জাতীয় দলের বাইরে অভিজ্ঞ ব্যাটার চেতেশ্বর পূজারা। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে রঞ্জি ট্রফিতে অসাধারণ পারফরম্যান্স দেখালেন এই ব্যাটার।
ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল এখনও ঘোষণা করা হয়নি। তার আগে রঞ্জি ট্রফিতে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে নির্বাচকদের বড় বার্তা দিলেন অভিজ্ঞ ব্যাটার চেতেশ্বর পূজারা। ঝাড়খণ্ডের বিরুদ্ধে ২৪৩ রান করে অপরাজিত থাকেন সৌরাষ্ট্রের এই ব্যাটার। তাঁর ৩৫৬ বলের ইনিংসে ছিল ৩০টি বাউন্ডারি। রাজকোটে এবারের রঞ্জি ট্রফির প্রথম ম্যাচেই বিশাল স্কোর করলেন পূজারা। তাঁর এই অসাধারণ ইনিংসের পরেও অবশ্য ইংল্যান্ডের বিরুদ্ধে খেলার সুযোগ পাবেন কি না স্পষ্ট নয়। এই ম্যাচের দিকে নির্বাচকদের নজর রয়েছে। তবে তাঁরা কী সিদ্ধান্ত নেবেন, সেটা এখনই বলা যাচ্ছে না।
ঝাড়খণ্ডের বিরুদ্ধে জয়ের পথে সৌরাষ্ট্র
সৌরাষ্ট্রের বিরুদ্ধে এই ম্যাচের প্রথম ইনিংসে ১৪২ রানে অলআউট হয়ে যায় ঝাড়খণ্ড। এরপর প্রথম ইনিংসে ৪ উইকেটে ৫৭৮ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেয় সৌরাষ্ট্র। তৃতীয় দিন চা পানের বিরতির সময় দ্বিতীয় ইনিংসে ঝাড়খণ্ডের স্কোর ১ উইকেটে ৮১। এখনও ৩৫৫ রানে পিছিয়ে ঝাড়খণ্ড। ফলে এই ম্যাচ জয়ের দিকে অনেকটা এগিয়ে গিয়েছে সৌরাষ্ট্র।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর থেকেই জাতীয় দলের বাইরে পূজারা
২০২৩ সালের জুলাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে শেষবার ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন পূজারা। এরপর থেকেই তিনি জাতীয় দলের বাইরে। ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে ৩ নম্বরে ব্যাটিং করেন শুবমান গিল। তিনি দক্ষিণ আফ্রিকা সফরেও টেস্ট সিরিজে ৩ নম্বরে ব্যাটিং করেন। কিন্তু ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি এই তরুণ ব্যাটার। সেই কারণেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলার সুযোগ পেতে পারেন পূজারা। এখনও পর্যন্ত ১০৩টি টেস্ট ম্যাচ খেলে ৭,১৯৫ রান করেছেন এই ব্যাটার। তাঁর ব্যাটিংয়ের গড় ৪৩.৬০। টেস্টে ১৯টি শতরান ও ৩৫টি অর্ধশতরান করেছেন পূজারা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Ranji Trophy: অল্পের জন্য শতরান হাতছাড়া ঋদ্ধিমানের, গোয়ার বিরুদ্ধে ভালো জায়গায় ত্রিপুরা
Ranji Trophy 2024: মুম্বইয়ের বিরুদ্ধে রঞ্জি ট্রফি ম্যাচ খেলতে বিহারের ২ দল! তীব্র বাদানুবাদ