Abhishek Sharma: টি-২০ র‍্যাঙ্কিংয়ে ইতিহাস গড়লেন অভিষেক, সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড এবার তাঁর দখলে?

Published : Oct 03, 2025, 02:31 PM IST

Abhishek Sharma: আইসিসি টি-২০ ক্রিকেট র‍্যাঙ্কিংয়ে ভারতীয় ক্রিকেটার হিসেবে অভিষেক শর্মা সর্বোচ্চ পয়েন্ট পেয়ে নতুন একটি ইতিহাস তৈরি করেছেন। 

PREV
15
পাঁচ বছরের রেকর্ড ভেঙে দিয়ে তিনি এই ইতিহাস তৈরি করেছেন

ভারতের বাঁ-হাতি ওপেনার অভিষেক শর্মা, আইসিসি টি-২০ ব্যাটসম্যান র‍্যাঙ্কিংয়ে সর্বকালের সর্বোচ্চ রেটিং অর্জন করেছেন। তার ফলে, প্রায় পাঁচ বছরের রেকর্ড ভেঙে দিয়ে তিনি এই ইতিহাস তৈরি করেছেন। অন্যদিকে, বোলিংয়ে বরুণ চক্রবর্তী শীর্ষস্থানে রয়েছেন।

25
৯১৯ পয়েন্টের রেটিংকেও এবার ছাড়িয়ে গেছেন

তিনি ২০২০ সালে, ইংল্যান্ডের ডানহাতি ক্রিকেটার ডেভিড মালানের ৯১৯ পয়েন্টের রেটিংকেও এবার ছাড়িয়ে গেছেন। আর তার মাধ্যমে, টি-২০ ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে অভিষেক তাঁর লিড কিন্তু অনেকটাই বাড়িয়ে নিয়েছেন।

35
৩১৪ রান করে অভিষেক সিরিজের সেরা হন

গত বছর, আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অভিষেক হয়। কিন্তু অল্প সময়ের মধ্যেই দুর্দান্ত রেকর্ড গড়ে ফেলেছেন তিনি। এশিয়া কাপে ৪৪.৮৫ গড়ে ৩১৪ রান করে অভিষেক সিরিজের সেরা হন।

45
এবার আসা যাক বরুণের কথায়

এশিয়া কাপে ৭ উইকেট নিয়ে ভারতীয় স্পিনার বরুণ চক্রবর্তী টি-২০ ক্রিকেটে এক নম্বর বোলার হিসেবে নিজের স্থান ধরে রেখেছেন। অপরদিকে, কুলদীপ যাদব, শাহীন আফ্রিদি এবং রিশাদ হোসেনও র‍্যাঙ্কিংয়ে যথেষ্ট উন্নতি করেছেন।

55
সদ্য সমাপ্ত এশিয়া কাপে তিনি আটটি উইকেট নিয়েছেন

তবে পাকিস্তানের সাইম আইয়ুব ভারতের হার্দিক পান্ডিয়াকে পিছনে ফেলে, প্রথমবারের জন্য অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছেন। উল্লেেখ্য, সদ্য সমাপ্ত এশিয়া কাপে তিনি আটটি উইকেট নিয়েছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories