- Home
- Sports
- Cricket
- Asia Cup 2025: তীব্র কটাক্ষের সুর সূর্যকুমারের গলাতে এবং ক্রিকেটপ্রেমীদের মনেও রাগ! কিন্তু কেন?
Asia Cup 2025: তীব্র কটাক্ষের সুর সূর্যকুমারের গলাতে এবং ক্রিকেটপ্রেমীদের মনেও রাগ! কিন্তু কেন?
Asia Cup 2025: পাকিস্তানের মন্ত্রী তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নকভির হাত থেকে ভারতীয় ক্রিকেট দল এশিয়া কাপ নিতে অস্বীকার করার পর, তিনি ট্রফি নিয়ে পালিয়ে গেছেন বলে খবর। সূর্যকুমার যাদব এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন।

ভারত শেষ ওভারে দুর্দান্ত জয় ছিনিয়ে নেয়
এশিয়া কাপের ফাইনালে, পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারতীয় ক্রিকেট দল। প্রথমে ব্যাট করে পাকিস্তান ১৯.১ ওভারে, ১৪৬ রানে অলআউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে, ভারত শেষ ওভারে দুর্দান্ত জয় ছিনিয়ে নেয়।
ক্রিকেটপ্রেমীরা তাঁকে নিয়ে ট্রল করা শুরু করেন
ম্যাচের পর, ভারতীয় দল পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করে। এরপর নকভি ট্রফি নিয়ে পাকিস্তানে পালিয়ে যান বলে খবর। আর এই ঘটনায় ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব এবং অন্যান্য ক্রিকেটপ্রেমীরা তাঁকে নিয়ে ট্রল করা শুরু করেন।
কী বলছেন সূর্যকুমার?
এশিয়া কাপ জয়ের পর, সাংবাদিক সম্মেলনে এসে পাকিস্তানের সাংবাদিকের প্রশ্নের কড়া জবাব দেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত না মেলানো এবং ট্রফি নিতে অস্বীকার করা নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে। পাকিস্তানের সেই সাংবাদিক প্রশ্ন করেন, “আপনারা কাপ জিতেছেন। কিন্তু পাকিস্তান দলের প্রতি আপনাদের আচরণ, হাত না মেলানো, ছবি না তোলা এবং রাজনীতি মেশাননো, আপনিই প্রথম অধিনায়ক যিনি ক্রিকেট ও রাজনীতিকে একসঙ্গে মিশিয়েছেন।"
এশিয়া কাপে ট্রফি না দেওয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি
প্রশ্নটি না বোঝার ভান করে সূর্যকুমার যাদব উত্তর দেন, “আপনার খুব রাগ হচ্ছে, তাই না? আমি বুঝতে পারছি না, আপনি ঠিক কী জিজ্ঞাসা করছেন?"
ট্রফি না দেওয়াটাও ভুল
সূর্যকুমার বলেন, তাঁর ক্রিকেট জীবনে প্রথমবার কোনও চ্যাম্পিয়ন দলকে ট্রফি দেওয়া হয়নি।ক্যাপ্টেনের কথায়, ''আমার ক্রিকেট জীবনে এমন ঘটনা কখনও ঘটেনি। কষ্ট করে জেতা ট্রফি। টানা সাতটি ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হওয়া দলকে ট্রফি প্রত্যাখ্যান করা একেবারেই গ্রহণযোগ্য নয়। আমরা হলাম একমাত্র ট্রফির যোগ্য। এর বেশি কিছু বলতে চাই না।"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।