এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানকে হারিয়েও ট্রফি নিতে অস্বীকার করে ভারতীয় দল। কোনও পাক মন্ত্রীর থেকে পুরস্কার নিতে নারাজ। নাকভি ট্রফি ও মেডেল নিয়ে দেশে ফিরে যান। এই নজিরবিহীন ঘটনার বিরুদ্ধে আইসিসি-র কাছে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বোর্ড।

এশিয়া কাপ ফাইনাল, এহেন খেলা এর আগে কখনও কোনওদিন বোধকরি ক্রিকেট প্রেমীরা দেখেননি। ভারত-পাক মাঠে মানেই টান টান উত্তেজনা তা যুদ্ধের ময়দান হোক বা ক্রিকেট মাঠ। এশিয়া কাপ ফাইনালেও ছিল এমনই পরিস্থিতি। তবে এহেন আচরণ এর আগে ক্রিকেট জগত দেখেনি। ভারত ফাইলান জিতলেও, পাকিস্তানের কোনও মন্ত্রীর থেকে ট্রফি নেবেন না বলেই জানিয়ে দেয়। এর ফলে স্বভাববশতই পাকিস্তানের মহসিন নকভি ট্রফি নিয়ে দেশে ফিরে যান। একজন রাজনীতিবিদ তথা ক্রিকেট প্রশাষক শেষে কিনা এশিয়া কাপের ট্রফি ও ভারতীয় ক্রিকেটারদের মেডেল নিয়ে পালিয়েছে।

পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে উৎসর্গ

এশিয়া কাপের শুরু থেকে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোর সিদ্ধান্ত নেয় ভারতীয় দল। পাকিস্তানের সঙ্গে এক মাঠে এই খেলাকে তাঁরা পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে উৎসর্গ করছেন। এমনকী ‘অপারেশন সিঁদুর’-এর জন্য ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করেছেন, খেলা শেষে সূর্য জানিয়েছেন এই কথা। ফাইনালে খেলা শেষ হলেও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হচ্ছিল না। ভারতীয় ক্রিকেটারেরা মাঠেই দাঁড়িয়েছিলেন। কিন্তু পাকিস্তানের ক্রিকেটারদের দেখা পাওয়া যাচ্ছিল না।

নীতিগতভাবে এই সিদ্ধান্ত নিয়েছি

সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়া বলেন, “যেহেতু ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি চলছে, তাই আমরা কোনও পাকিস্তানি মন্ত্রীর কাছ থেকে কোনও পুরস্কার গ্রহণ করব না। আমরা নীতিগতভাবে এই সিদ্ধান্ত নিয়েছি। এর অর্থ এই নয় যে তিনি ট্রফি এবং পদক নিয়ে দেশে চলে যাবেন। এই ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। আশা করি ভদ্রলোক শীঘ্রই ট্রফি এবং পদক ভারতে ফিরিয়ে দেবেন। শুধু তাই নয়, নকভির এই কাজের বিরুদ্ধে বিশ্ব ক্রিকেটর নিয়ামক সংস্থার কাছে অভিযোগ জানানো হবে। শইকীয়া বলেন, “নভেম্বর মাসে দুবাইয়ে আইসিসি-র বৈঠক আছে। সেখানে আমরা এশীয় ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতিবাদ জানাবো।” ক্রিকেটের ইতিহাসে এমন দৃশ্য বিশ্ব কোনও দিন দেখেনি। যেখানে প্রতিযোগিতায় জয়ী দল ট্রফিই নিল না।

ট্রফি নিয়ে পাকিস্তানে ফিরে যান নাকভি

ভারতের কুলদীপ যাদব ম্যাচের সেরা ও অভিষেক শর্মা প্রতিযোগিতার সেরা ক্রিকেটারের পুরস্কার পান। তাঁরা পুরস্কার নেওয়ার পর সঞ্চালক ডুল জানান, ভারতীয় দল চ্যাম্পিয়নের ট্রফি নেবে না। এর থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে নকভিও নিজের দাবীতে অটল ছিলেন, ভারত-কে ট্রফি দেওয়ার ইচ্ছাই ছিল না। আশা ছিল হয়তো, তাঁর দেশ জয়ী হয়ে ঘরে ট্রফি নিয়ে ফিরবে। তবে মহাষষ্ঠীতে পাক-বধ হওয়ায় সে গুড়ে যে বালি তা বুঝেই নিজের অন্য কর্তাদের ট্রফি দেওয়ার অনুমতি না দিয়ে ট্রফি নিয়ে পাকিস্তানে ফিরে যান তিনি।