
তরুণ অভিষেক শর্মা বিশ্ব ক্রিকেটকে কার্যত, কাঁপাচ্ছেন। ২৫ বছর বয়সী এই তরুণের বিধ্বংসী ইনিংস বীরেন্দ্র সেওয়াগ এবং মহেন্দ্র সিং ধোনির কথা মনে করিয়ে দেয়। নিজের গুরু যুবরাজ সিংকে ছাপিয়ে যাওয়ার মতো খেলছেন তিনি। এবার টি-টোয়েন্টি ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষে পৌঁছে গেছেন অভিষেক। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৯২৯ পয়েন্ট নিয়ে এক নম্বর ব্যাটার হয়েছেন তিনি। গত ২০২৩ সাল পর্যন্ত, যিনি প্রায় অপরিচিত ছিলেন, তিনিই এখন বিশ্বের এক নম্বর ব্যাটার।
অভিষেক এখনও পর্যন্ত, টিম ইন্ডিয়ার হয়ে ৩৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১২৬৭ রান করেছেন। স্ট্রাইক রেট ১৯৪.৯২। টি-২০ ক্রিকেটে দুটি সেঞ্চুরি করেছেন তিনি এবং এই ফরম্যাটে তার সর্বোচ্চ স্কোর ১৩৫ রান। এই পরিসংখ্যানই বলে দেয় যে, অভিষেক কতটা ভয়ঙ্কর একজন ক্রিকেটার।
বাঁ-হাতি বিধ্বংসী ব্যাটার অভিষেক শর্মা ২০২৩ সাল পর্যন্ত, খুব একটা পরিচিত ছিলেন না। তবে ২০১৮ সাল থেকে আইপিএলে খেললেও তিনি তেমন কোনও স্বীকৃতি পাননি। প্রসঙ্গত, দিল্লী ডেয়ারডেভিলসের হয়ে একটি মরশুমে খেলার পর, সানরাইজার্স হায়দ্রাবাদে যোগ দেন।
২০২৩ সাল পর্যন্ত, সেইভাবে সাফল্য না পেলেও, এরপর অভিষেক শর্মাকে সঠিক পথের দিশা দেখান প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং। বিশেষ কোচিং দিয়ে তিনি তাঁর পাশে দাঁড়ান। মাত্র এক বছরেই অভিষেকের দুর্বলতাগুলিকে শুধরে দেন যুবরাজ। ফলে, একজন দক্ষ এবং পরিপূর্ণ ক্রিকেটার হিসেবে অভিষেক নতুন খেলার ধরণ দিয়ে সবাইকে মুগ্ধ করে দিয়েছেন। ২০২৪ সালের আইপিএল মরশুমে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ওপেনার হিসেবে দুর্দান্ত খেলেন তিনি। সেই পারফরম্যান্সের জোরেই টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা পান অভিষেক। এরপর অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করে তিনি বিশ্বকে জানান দেন যে, একজন বিপজ্জনক ব্যাটার এসে গেছেন বিশ্ব ক্রিকেটকে শাসন করতে।
২০২৪ সালে, দুর্দান্ত পারফর্ম করা অভিষেক আইপিএল ২০২৫-এ ট্র্যাভিস হেডের সঙ্গে মিলে রীতিমতো বিস্ময় তৈরি করেন। হেডের পারফরম্যান্সে প্রভাবিত হওয়ার পাশাপাশি যুবরাজের কোচিংয়ে পারদর্শী হয়ে ওঠা অভিষেক তাঁর আসল রূপ দেখিয়েছেন। সানরাইজার্সের দুই ওপেনার তাদের বিধ্বংসী ব্যাটিং-এর মাধ্যমে টি-টোয়েন্টি ফরম্যাটের সংজ্ঞাই পুরো বদলে দিয়েছেন। আইপিএল মরশুমে অভিষেকের খেলা দেখে মুগ্ধ হয়ে নির্বাচকরা তাঁকে দলে সুযোগ দেন।
২০২৪ সাল পর্যন্ত, অপরিচিত অভিষেক শর্মা চলতি ২০২৬ সালের জানুয়ারি মাসে, বিশ্বের এক নম্বর ব্যাটার হয়ে উঠেছেন। এই পর্যায়ে পৌঁছনোর পিছনে যুবরাজ সিংয়ের বড় ভূমিকা রয়েছে। ২০১১ সালের বিশ্বকাপে, যুবি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হন। অভিষেকের চিন্তাভাবনাও যুবির মতোই। ছক্কা মারার ক্ষেত্রেও তিনি যুবির মতোই প্রতিভাবান।
সম্প্রতি গুয়াহাটিতে ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টিতে অভিষেক দুর্দান্ত খেলেন। মাত্র ১৪ বলে হাফ সেঞ্চুরি করেন। এক সময় মনে হয়েছিল তিনি গুরু যুবরাজের দ্রুততম হাফ সেঞ্চুরির (১২ বলে) রেকর্ড ভেঙে দেবেন। তা হলে তিনি গুরুকে ছাপিয়ে যেতেন, তবে এখন তিনি গুরুর যোগ্য শিষ্য হয়েছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।