
অবসর নেওয়ার কোনও ইচ্ছা তাঁর নেই এবং ভারতের হয়ে আবার খেলার আশা এবং বিশ্বাস দুটোই আছে বলে জানিয়েছেন ভারতীয় তারকা ব্যাটার অজিঙ্ক রাহানে। তাঁর কোনও পিআর টিম নেই এবং তাঁর খেলাই হল তাঁর পিআর, এমনটাই জানিয়েছেন অজিঙ্ক রাহানে।
তাঁর কথায়, “লোকেরা আমাকে বলে, তুমি সবসময় সংবাদ শিরোনামে থাকো। কিন্তু আমার কোনও পিআর টিম নেই। আমার একমাত্র পিআর হল মাঠে আমার পারফরম্যান্স। তবে সবসময় সংবাদ শিরোনামে থাকার গুরুত্ব এখন আমি বুঝতে পারছি। নাহলে লোকেরা ভাববে আমি মাঠের বাইরে আছি।"
রাহানে আরও যোগ করেছেন, "এখন রঞ্জি ট্রফিতে মুম্বইকে নেতৃত্ব দেওয়া আমার দায়িত্ব। তবে আমার লক্ষ্য হল, ভারতীয় দলে আবার ফিরে আসা। আমি বিশ্বাস করি যে, আমি এটা করতে পারব। আমাকে প্রথম দল থেকে বাদ দেওয়ার পর, ঘরোয়া ক্রিকেটে রান করেই আমি ভারতীয় দলে ফিরে এসেছিলাম এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলেছিলাম। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার পর, আমাকে বাদ দেওয়া হলে অনেকেই আমাকে বলেছিল যে, কেন বাদ দেওয়া হয়েছে তা জিজ্ঞাসা করতে। তবে আমি সেই ধরনের মানুষ নই। আমার সীমার মধ্যে থাকা, খেলায় মনোনিবেশ করে ভালো পারফরম্যান্স করাটাই আমার কাজ। তাই ভারতীয় দলে ফিরে আসার আশা আছে বলেও জানিয়েছেন অজিঙ্কা রাহানে।
এবারের আইপিএল নিলামে এক কোটি টাকায় কলকাতা নাইট রাইডার্স দলে যোগ দেওয়া রাহানে বর্তমান চ্যাম্পিয়নদেরকেই নেতৃত্ব দেবেন বলে মনে করা হচ্ছে। এই মুহূর্তে রঞ্জি ট্রফির সেমিফাইনালে বিদর্ভের বিরুদ্ধে মুম্বইকে নেতৃত্ব দিচ্ছেন ৩৬ বছর বয়সী অজিঙ্ক রাহানে। গত ২০২০-২০২১ মরশুমে, অস্ট্রেলিয়া সফরে রাহানের নেতৃত্বে ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট সিরিজ জিতেছিল। যা ভারতীয় ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা একটি জয় হিসেবে বিবেচিত হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।