স্মৃতি মান্ধানার ঝোড়ো ইনিংস! বড় জয় তুলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পরাজয় দিল্লীর

Published : Feb 18, 2025, 12:39 AM ISTUpdated : Feb 18, 2025, 12:40 AM IST
স্মৃতি মান্ধানার ঝোড়ো ইনিংস! বড় জয় তুলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পরাজয় দিল্লীর

সংক্ষিপ্ত

প্রথমে ব্যাট করে ১৯.৩ ওভারে ১৪১ রান তোলে দিল্লী ক্যাপিটালস।

মহিলাদের আইপিএল তথা উইমেন্স টি-২০ ক্রিকেট লিগে এই নিয়ে দ্বিতীয় জয় পেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দিল্লী ক্যাপিটালসকে আট উইকেটে হারিয়ে দিয়েছে আরসিবি-র প্রমীলা বাহিনী। 

এদিন ৪৭ বলে ৮১ রানের ঝোড়ো ইনিংস খেলেন অধিনায়ক স্মৃতি মন্ধানা। কার্যত, একাই যেন তিনি ক্যাপিটালসদের ধ্বংস করে দিলেন। খেলায় ২২ বল বাকি থাকতেই দুর্দান্ত জয় রুলে নেয় RCB। 

প্রথমে ব্যাট করে ১৯.৩ ওভারে ১৪১ রান তপ্লে দিল্লী ক্যাপিটালস। ২২ বলে ৩৪ রান করেন জেমিমা রডরিগেজ। আর তিনিই হলেন দিল্লী দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। এদিকে প্রথম বলেই শেফালি ভার্মা আউট হওয়ার ফলে, দিল্লীর শুরুটা যথেষ্ট খারাপ হয়েছিল। চার ওভারে মাত্র ২৩ রান দিয়ে তিন উইকেট তুলে নেন রেনুকা সিং এবং তিনি একাই ক্যাপিটালসকে কার্যত ধ্বংস করে দেন। 

শুধু তাই নয়, জর্জিয়া ওয়্যারহ্যামও তিন উইকেট পেয়েছেন এই ম্যাচে। কিম গার্থ এবং একতা বিস্ত দুটি করে উইকেট পেয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে এদিন দিল্লী ক্যাপিটালসকে কোনও সুযোগই দেয়নি বেঙ্গালুরু। 

স্মৃতি এবং ড্যানি ওয়াট হগের প্রথম উইকেট জুটি ১০৭ রানে গিয়ে শেষ হয়। ড্যানি ৩৩ বলে করেন ৪২ রান। অপরদিকে স্মৃতি এবং ড্যানি আউট হয়ে গেলেও এলিস পেরি এবং ঋচা ঘোষ সহজেই আরসিবিকে জয় এনে দেন। এদিকে ক্যাপিটালসের হয়ে শিখা পাণ্ডে এবং অরুন্ধতী রেড্ডি একটি করে উইকেট নিয়েছেন। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা
Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড