Ashes 2023: উসমান খাজার অপরাজিত শতরান, ইংল্যান্ডকে জবাব অস্ট্রেলিয়ার

Published : Jun 18, 2023, 12:29 AM ISTUpdated : Jun 18, 2023, 12:37 AM IST
Usman Khawaja

সংক্ষিপ্ত

ইংল্যান্ডের 'ব্যাজবল' থামিয়ে দেওয়াই এবারের অ্যাশেজে অস্ট্রেলিয়ার লক্ষ্য। এজবাস্টন টেস্ট ম্যাচের প্রথম দিন সেটা করতে না পারলেও, দ্বিতীয় দিন টেক্কা দিল অস্ট্রেলিয়া।

এজবাস্টন টেস্ট ম্যাচের প্রথম দিন শতরান করেছিলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট। শনিবার দ্বিতীয় দিন পাল্টা অপরাজিত শতরান করলেন অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজা। প্রথম ইনিংসে ইংল্যান্ডের বড় স্কোরের পাল্টা লড়াই করছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৮ উইকেটে ৩৯৩ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেয় ইংল্যান্ড। দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ৫ উইকেটে ৩১১। ইংল্যান্ডের চেয়ে ৮২ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া। ১২৬ রান করে অপরাজিত খাজা। তাঁর ২৭৯ বলের ইনিংসে ১৪টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি আছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের বিরুদ্ধে খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি খাজা। তবে অ্যাশেজের শুরুতেই ফর্মে ফিরলেন অস্ট্রেলিয়ার ওপেনার।

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে খাজার পাশাপাশি ভালো ব্যাটিং করেছেন ট্রেভিস হেড, অ্যালেক্স কেরি ও ক্যামেরন গ্রিন। দ্বিতীয় দিনের শেষে ৫২ রানে অপরাজিত উইকেটকিপার-ব্যাটার কেরি। তাঁর ইনিংসে আছে ৭টি বাউন্ডারি ও ১টি ওভার-বাউন্ডারি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের বিরুদ্ধে ২ ইনিংসেই ভালো ব্যাটিং করেন কেরি। অ্যাশেজে তাঁর সেই ফর্ম অব্যাহত। হেডও ভালো ফর্মে। শনিবার তিনি ৬৩ বলে ৫০ রান করেন। হেডের ইনিংসে ছিল ৮টি বাউন্ডারি ও ১টি ওভার-বাউন্ডারি।

অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার অবশ্য ৯ রান করেই আউট হয়ে যান। প্রথম বলেই আউট হয়ে যান মার্নাস লাবুশেন (০)। স্টিভ স্মিথ করেন ১৬ রান।

ইংল্যান্ডের হয়ে ৪৯ রান দিয়ে ২ উইকেট নেন অভিজ্ঞ পেসার স্টুয়ার্ট ব্রড। ১২৪ রান দিয়ে ২ উইকেট নেন মইন আলি। ৩৩ রান দিয়ে ১ উইকেট নেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস

প্রথম ইনিংসে ইংল্যান্ডের হয়ে ১১৮ রান করে অপরাজিত থাকেন রুট। ৭৮ রানের অনবদ্য ইনিংস খেলেন জনি বেয়ারস্টো। ৬১ রান করেন ওপেনার জাক ক্রলি। অলি পোপ করেন ৩১ রান। হ্যারি ব্রুক করেন ৩২ রান।

অস্ট্রেলিয়ার হয়ে ১৪৯ রান দিয়ে ৪ উইকেট নেন নাথান লিয়ন। ৬১ রান দিয়ে ২ উইকেট নেন জশ হ্যাজেলউড। ৮৬ রান দিয়ে ১ উইকেট নেন স্কট বোল্যান্ড। ৩২ রান দিয়ে ১ উইকেট নেন গ্রিন।

রবিবার ম্যাচের তৃতীয় দিন ইংল্যান্ডের রান টপকে লিড নেওয়াই অস্ট্রেলিয়ার লক্ষ্য। অধিনায়ক প্যাট কামিন্স এখনও ব্যাটিং করতে নামেননি। ফলে ইংল্যান্ডের রান টপকে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়া শিবির।

আরও পড়ুন-

Ajinkya Rahane: ক্রিকেট থেকে সাময়িক বিশ্রাম, স্ত্রী-মেয়েকে নিয়ে বিনোদন পার্কে অজিঙ্কা রাহানে

একবিংশ শতাব্দীতে টেস্টে সর্বাধিক ব্যবধানে জয়, নতুন নজির বাংলাদেশের

সরকার অনুমতি দিলে তবেই ওডিআই বিশ্বকাপে দল পাঠানো যাবে, আইসিসি-কে জানাল পিসিবি

PREV
click me!

Recommended Stories

Messi in Delhi: দিল্লীতে মেসির সঙ্গে দেখা করতে পারেন বিরাট? স্ত্রী অনুষ্কাকে নিয়ে দেশে ফিরলেন কোহলি
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: তৃতীয় টি-২০ ম্যাচে সহজ জয়, সিরিজে এগিয়ে গেল ভারতীয় দল